চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা গণিত সমাধান 2019/ class 4 britti ganit solved 2019 - Online story

Tuesday 20 September 2022

চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা গণিত সমাধান 2019/ class 4 britti ganit solved 2019

 




২০১৮ সালে গণিত প্রশ্নের উত্তর দেখুন
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃবঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৯
পূর্ণমান - ১০০
বিষয় : অঙ্ক সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
[খাতার মধ্যেই ডানদিকে ‘রাফ’ করবে। জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করতে হবে।]
১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) ঃ
ক) মৌলিক ও যৌগিক কোনটিই নয় এমন সংখ্যাটি হল------

উঃ- ১

খ) দুটি সংখ্যার সাধারণ গুণনিয়কের সংখ্যা----- নির্দিষ্ট /অসংখ্য।
উঃ-নির্দিষ্ট


গ)একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে-----টি।

উঃ-৩টি

ঘ)একটি আয়তকার টেবিলের দৈর্ঘ্য-------প্রস্থ (>, <, =) ।
উঃ- >


ঙ) একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল ---–(জোড়/বিজোড়)
উঃ-বিজোড়

চ)সেকেন্ড--------পরিমাপের একক।
উঃ-সময়


ছ)কোনও সংখ্যার কোন্ অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয়------
সংখ্যার (১/০/২)।
উঃ- ০



,
২। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

ক) কথায় লেখ : ৫০৬৮০০৫১।
উঃ- পাঁচ কোটি ছয় লক্ষ আশি হাজার একান্ন

খ) বড় থেকে ছোট সাজাও :
     ৫                   ৮
    -----   ০,৩,১,    ----
     ১০                ১০



উঃ-
           ৮          ৫
৩ ,১,    -----      ----   , ০
            ১০    ,  ১০

কেমন করে
    ৫        ০×১০  ১×১০  ৩×১০     ৮
    -----   ----------- --------   --------  ----
     ১০,   ১ ×১০ , ১×১০,  ১×১০,  ১০

     ৫       ০   ১০   ৩০     ৮
    -----   ---     ----- ----    ----
     ১০,   ১০ , ১০,  ১০,  ১০
নিচের সংখ্যাগুলো একই হলে ওপরে যেটা বড় সেটাই বেশি  হয়।

গ) শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও ঃ

―         ১২        ৩          ―
-------=   -------  = ------ = -------- ?
২৮         ―         ৪         ২০

.
উঃ-

২১        ১২        ৩          ১৫
-------=   -------  = ------ = -------- ?
২৮        ১৬         ৪         ২০
.



ঘ) একটি দড়ির দৈর্ঘ্য ১২ মিটার ৪৮ সেমি। দড়িটিকে সমান ৬ ভাগে ভাগ করলে
প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত?

উঃ-
                                     ৫× ৩ = ১৫
একটি দড়ির দৈর্ঘ্য ১২ মিটার ৪৮ সেমি। দড়িটিকে সমান ৬ ভাগে ভাগ করলে
প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে

১২মি ৪৮সেমি
= ১২৪৮ সেমি
অতএব ১২৪৮÷৬=

৬ )  ১২৪৮ ( ২০৮ সেমি
     - ১২
--------------
             ৪
         -   ০
------------------
                ৪ ৮
                ৪ ৮
        --------------
                  ০
২০৮ সেমি = ২মি ৮ সেমি।




ঙ)·৪৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত কর (লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।)

উঃ-
.৪৫
    ৪৫        ৩×৩×৫         ৯
=-------  = ------------- = --------
   ১০০।   ২×২×৫×৫    ২৫


চ) তুমি সকাল ৭টা ৩০মিনিট থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত পড়াশুনা কর। তুমি কতক্ষণ
পড়াশুনা কর।

উঃ-
        ৯টা ১৫মিনিট
     –৭টা ৩০মিনিট
-------------------------
আবার        
         ৮টা ৭৫মিনিট
         ৭টা ৩০মিনিট
       -------------------
         ১টা ১৫মিনিট

আমি পর্যন্ত ১ঘণ্টা ১৫মিনিট পড়াশুনা করি।



ছ) একটি অঙ্কে ভাজক ১৫, ভাগফল ৪ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত নির্ণয়
কর।

উঃ-
ভাজক × ভাগফল  + ভাগশেষ=ভাজ্য
  (১৫ × ৪ )+১২ =৬০+১২ =৭২
  ভাজ্য =৭২




৩। যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও :

৬ × ৪ = ২৪


ক) ৫,০, ৭ এবং ২ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? সংখ্যা
দুটির বিয়োগ ফল নির্ণয় কর।

                                       ১+ ১ + ২ = ৪
উঃ-চার অঙ্কের বৃহত্তম  সংখ্যা =৭৫২০
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা =    ২০৫৭
সংখ্যা দুটির বিয়োগ ফল *
  ৭ ৫ ২ ০
 -২ ০ ৫ ৭
----------------
  ৫ ৪ ৬ ৩



খ)কোন সংখ্যা ৯ দ্বারা বিভাজ্যতার শর্তটি কি? এই শর্ত ব্যবহার করে বল ৯০★৩
সংখ্যাটির * চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?


উঃ- সংখ্যাগুলির যোগফল  ৩ দ্বারা বিভাজ্য হলে ৯ দ্বারা বিভাজ্য হবে।
৯০★৩ সংখ্যাটির * চিহ্নিত স্থানে ৬ অঙ্ক বসালে
কেমন করে হয় দেখে নাও
৯+০+৬+৩ =১৮
১৮÷৯=২
কোন ভাগশেষ নেই অর্থাৎ ৯ দ্বারা বিভাজ্য


গ) তোমাদের স্কুলে ৬০৮ জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে ৫২ টাকা দামের বই দিতে
মোট কত টাকা লাগবে? (কষে দেখাও)


উঃ-
স্কুলে ৬০৮ জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে ৫২ টাকা দামের বই দিতে মোট  টাকা লাগবে
৬০৮×৫২ =
   ৬০৮
  ×৫২
------------
   ১২১৬
 ৩০৪০×
----------
৩১৬১৬



ঘ) ৬০৯ মাস = কত বছর কত মাস? (কষে দেখাও)


উঃ-
  ১২)৬০৯ মাস (৫ বছর
        ৬০
---------------
            ৯মাস


৫বছর ৯ মাস


ঙ)একটি পাত্রে ২০ লিটার জল ধরে। তুমি প্রথমে ৫ লিটার ৬৫৭ মিলিলিটার জল ও
তারপর ৯ লিটার ৭৯৮ মিলিলিটার জল ঐ পাত্রে ঢাললে। তুমি পাত্রে মোট কতটা
জল ঢাললে? পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে আর কতটা জল ঢালতে হবে?২+২=৪

উঃ-
প্রথমে   ৫ লিটার ৬৫৭ মিলিলিটার জল
তারপর ৯ লিটার ৭৯৮ মিলিলিটার জল
----------------------------------------------------
          ১৪ লিটার১৪৫৫মিলিলিটার জল
          +১ লিটার-১০০০ মিলিলিটার
     -------------------------------
         ১৫ লিটার ৪৫৫মিলিলিটার জল
পাত্রে মোট জল
  ১৫লিটার ৪৫৫মিলিলিটার জল

পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে আর  জল ঢালতে হবে=
=  ২০ লিটার–১৫লিটার ৪৫৫মিলিলিটার জল

     ২০ লিটার ০০০মিলিলিটার জল
     ১৫লিটার ৪৫৫মিলিলিটার জল
----------------------------------------------
  আবার,  
     ১৯ লিটার ১০০০মিলিলিটার জল
     ১৫লিটার    ৪৫৫মিলিলিটার জল
----------------------------------------------
   ;  ৪ লিটার    ৫৪৫মিলিলিটার জল

  ৪ লিটার    ৫৪৫মিলিলিটার জল ঢাললে
পাত্রটি সম্পূর্ণ ভর্তি হবে।


চ) ২৭০৮ সেন্টিমিটার = কত মিটার কত সেন্টিমিটার? (কষে দেখাও)

উঃ-
২৭০৮ সেন্টিমিটার = (২৭০৮÷১০০) মিটার
          ২৭
        -----------
১০০|  ২৭০৮ মিটার
         ২০০
------------------
            ৭০৮
           - ১০০
----------------------
                 ৮ মিটার

 ২৭০৮ সেন্টিমিটার =২৭ মিটার ৮সেন্টিমিটার

ছ) যোগ করো : ২৪ কিমি ৫০৩মি + ৩ কিমি ৬৯৮ মি ৫৮ সেমি।

উঃ-
  ২৪ কিমি ৫০৩মি ০০সেমি
+ ৩ কিমি  ৬৯৮ মি ৫৮ সেমি।
---------------------------------
২৭ কিমি ১৫০১মি ৫৮সেমি
+১কিমি  -১০০০মি ০০সেমি
------------------------------------
২৮ কিমি ৫০১ মি ০০ সেমি




জ) একটি সাইকেল কিনতে ১৮৩০ টাকা লাগবে। প্রতি মাসে কত টাকা করে জমালে
৬ মাস পর আমি সাইকেলটি কিনতে পারব? (কষে দেখাও)

উঃ-
      ৩০০
     ---------
   ৬| ১৮০০
      - ১৮
--------------
              ০
             - ০
------------------
                ০
              - ০
  ------------------
                  ০


প্রতি মাসে ৩০০ টাকা করে জমালে
৬ মাস পর আমি সাইকেলটি কিনতে পারব।



৪। যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও

                                          ৬ × ৮ = ৪৮
ক) তোমার বাবা ৭৯০ টাকা দামের ৫টি শাড়ি ও ৪৩৫ টাকা দামের ৩টি ধুতি কিনবেন।
তাঁর মোট কত টাকা লাগবে? তোমার বাবার কাছে ৪৫৬০ টাকা আছে। তাঁর আর
কত টাকা দরকার নির্ণয় কর।

                                             6+ 2 = 8
.উঃ-
  ৭৯০ টাকা দামের ৫টি শাড়ির দাম
৭৯০×৫ =    ৩৯৫০টাকা

 ৪৩৫ টাকা দামের ৩টি ধুতির দাম
 =৪৩৫×৩ =   ১৩০৫টাকা

 মোট দাম
  ৩৯৫০টাকা+১৩০৫ টাকা
             
=৫২৫৫টাকা
বাবার কাছে ৪৫৬০ টাকা আছে।
টাকা লাগবে=৫২৫৫টাকা -৪৫৬০টাকা
=   ৬৯৫টাকা

খ) একটি বাড়িতে ১৬টি দরজা ও ৪২টি জানালা আছে। জানালাগুলির জন্য মোট
৮৪ মিটার পর্দার কাপড় লাগে। প্রতিটি দরজার জন্য প্রতিটি জানালার ২ গুণ কাপড়
লাগে। ১ মিটার কাপড়ের দাম ১৪৫ টাকা হলে দরজা ও জানালাগুলির জন্য পর্দার
কাপড় কিনতে কত টাকা লাগবে?

5+3 = ৮

উঃ-
গ) রাম, রহিম ও যদুর বয়সের গড় ১২ বছর ৪ মাস। রামের বয়স ১২ বছর ৫ মাস,
রহিমের বয়স ১১ বছর ৯ মাস। যদুর বয়স কত।

উঃ- তিনজনের গর বয়স
১২ বছর ৪ মাস।
তিনজনের মোট বয়স হবে১২ বছর ৪ মাস×৩
= ৩৬বছর১২মাস
৩৭ বছর

দুইজনের মোট বয়স
 রামের বয়স ১২ বছর ৫ মাস,
রহিমের বয়স ১১ বছর ৯ মাস।
---------------------------------------
            বয়স ২৩ বছর ১৪ মাস
                     +১ বছর -১২ মাস
------------------------------------------
                     ২৪ বছর   ২ মাস

যদুর বয়স =৩৭ বছর-২৪ বছর   ২ মাস

                     ৩৭ বছর ০০ মাস
                     ২৪ বছর   ২ মাস
------------------------------------------
      আবার,               

                     ৩৬ বছর ১২ মাস
                     ২৪ বছর   ২ মাস
------------------------------------------
                     ১২ বছর   ১০ মাস


যদুর বয়স=১২ বছর   ১০ মাস



ঘ)সরল কর :
 (৯০ ÷ ৬ × ৪-১২) ÷ ৩ - (৬ + ২ ÷ ৪) × ২

উঃ-

    (৯০ ÷ ৬ × ৪-১২) ÷ ৩ - (৬ + ২ ÷ ৪) × ২                       
= (৯০ ÷ ৬ × ৪-১২) ÷ ৩ - (৬ + ২÷ ৪) × ২
=(১৫ × ৪-১২) ÷ ৩ - (৮÷ ৪) × ২
=(৬০-১২) ÷৩–২×২
=৪৮÷৩–৪
=১৬-৪
=১২

ঙ)একটি কাগজের ----অংশ লাল রং, ;-
                              ১৫
৪                          ৭
---  অংশ সবুজ রং―,  অংশ হলুদ রং
১৫                        ১৫

---- এবংনীল রং করা হল। কাগজটির মোট
১৫
কত অংশ রং করা হল? আর কত অংশ রং করতে বাকি থাকল?

                                                ৫+৩ = ৮
উঃ-
কাগজটির মোট  রং করা হল-

            ২       ৪      ৭    ১
মোট-   ----  + --- + ----+ ---
          ১৫      ১৫   ১৫   ১৫

    ২ + ৪ +৭ +১
= ----------------অংশ
          ১৫
     ১৪
= --------অংশ
     ১৫

                           ১৪    ১৫-১৪     ১
বাকি অংশ= ১– ------ = ------- = ----- অংশ
                          ১৫        ১৫      ১৫
                             
                                        ১
 রং করতে বাকি থাকল=  ----অংশ
                                       ১৫


চ) তোমার কাছে ১৫টি আপেল আছে। তোমার বোনের কাছে ১০টি বেদানা আছে।
একটি ঝুড়িতে তোমরা সমান সংখ্যায় আপেল ও বেদানা একসঙ্গে রাখবে। তোমাদের কতগুলো ঝুড়ি লাগবে?

উঃ-

১০)১৫(১
     ১০
---------
    ৫)১০(
         ১০
-------------
           ০

;৫টি ঝুড়ি লাগবে।



ছ) মৌলিক সংখ্যা কাকে বলা হয় ? যমজ মৌলিক সংখ্যা কাদের বলা হয় ? দুটি যমজ
মৌলিক সংখ্যার বিয়োগফল কত? ৭ ও ১৩ কে যমজ মৌলিক সংখ্যা বলা যায় কিনা ব্যাখ্যা কর।

                                    ২ + ২ + ১ +৩=৮
উঃ- যে সংখ্যা উৎপাদক এক এবং সেই সংখ্যাটি নিজে তাকে মৌলিক সংখ্যা বলে,। যেমন ২,৩,৫,৭
দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল ২ হলে সেই সংখ্যা দুটিকে যমজ মৌলিক সংখ্যা বলে।
যেমন ১১ও১৩
    দুটি যমজ
মৌলিক সংখ্যার বিয়োগফল  ২

৭ ও ১৩ কে যমজ মৌলিক সংখ্যা বলা যায না
কারণ ১৩-৭=৬
এখানে বিয়োগফল ৬ তাই হবে না ।বিয়োগফল ২ হলে যমজ মৌলিক সংখ্যা হতো।                 


জ) পার্থবাবু তার আয়ের
   ৪
-------
 ১০ অংশ দিয়ে সংসার খরচ করেন,

---- অংশ দিয়ে বাড়িভাড়াদেন ০.৩ অংশ
১০
ছেলেমেয়েদের পড়াশুনার জন্য ব্যয় করেন। বাকি অংশ জমান।
কোথায় সবচেয়ে বেশি খরচ হয় এবং কোথায় সবচেয়ে কম ব্যয় হয়?


উঃ-পার্থবাবু তার আয়ের
                                 ৪
  সংসার খরচ করেন ----অংশ
                                 ১০
                        ২
বাড়িভাড়া দেন -------- অংশ
                        ১০
                                                     
  পড়াশুনার জন্য ব্যয় করেন
           ৩
০.৩=  -------অংশ
          ১০                                                
                                   ৪
এখানে সবচেয়ে বেশি------
                                   ১০

                                   ২
এখানে সবচেয়ে কম ------অংশ
                                  ১০
 

তিনি বেশি খরচ করেন সংসারে কম খরচ করেন বাড়ি ভাড়া দিতে। অংকটি এখানে উত্তর হবে ।


(বাকি অংশটা বাড়তি করে দেয়া হলো মানে পার্থ বাবু কত অংশ টাকা জমাতে পারেন।)

          ৪        ২       ৩
মোট-   ----  + --- + ----
          ১০      ১০   ১০

    ৪ + ২ +৩
= ----------------অংশ
          ১০
     ৯
= --------অংশ
     ১০

                            ৯       ১০-৯     ১
বাকি অংশ= ১– ------ = ------- = ----- অংশ
                          ১০         ১০      ১০
                             
                                     ১
পার্থ বাবু টাকা জমান=  ----অংশ
                                     ১০

৫।ক)সমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি সমবাহু ত্রিভূজ আঁক ৷
উঃ- যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে

bc একটি সমবাহু ত্রিভুজ



খ) একটি আয়তঘন বস্তুর কটি তল? তলগুলি কি সমতল না বক্রতল ?
উঃ- একটি আয়তঘন বস্তুর ৬টি তল?
দলগুলি সমতল
(একটি আয়তঘন উদাহরণ হইল ইট)

গ) একটি বর্গাকার মাঠের পরিসীমা ৪৮ মিটার, মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।

উঃ-বর্গক্ষেত্রের পরিসীমা =৪×বাহু

অথএব ৪×বাহু =৪৮
বাহু=৪৮÷৪=১২
বর্গাকার মাঠটির দৈর্ঘ্য ১২ মিটার প্রস্থ ১২মিটার
(বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ একই মাপের হয় বর্গক্ষেত্রের চারটি বাহু সমান)



ঘ) দুটি সরলরেখার ছেদবিন্দু কটি ?


উঃ- একটি




২০১৮ সালের প্রশ্নের উত্তর দেখুন