সপ্তম শ্রেণীর পরিবেশ ৬ অধ্যায় প্রশ্ন উত্তর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া/ class 7 poribesh 7 chapter question answer - Online story

Tuesday, 13 September 2022

সপ্তম শ্রেণীর পরিবেশ ৬ অধ্যায় প্রশ্ন উত্তর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া/ class 7 poribesh 7 chapter question answer

 



পরের অধ্যায় ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্নের উত্তর দেখুন 

অধ্যায়ের পরের প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণীর
 পরিবেশ
 ৬ অধ্যায়
পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 Mark
প্রশ্ন- কোন্ উদ্ভিদে কাণ্ডজ মুকুল দেখা যায় ?
> গোলাপে কাণ্ডজ মুকুল দেখা যায়।

, প্রশ্ন- গাজর উদ্ভিদের কোন্ অংশ ?
>> গাজর হল


প্রশ্ন-  আলু উদ্ভিদের কোন্ অংশ ?
>> আলু হল উদ্ভিদের পরিবর্তিত এবং মৃগত কাণ্ড।

প্রশ্ন- মূলের একটি প্রধান কাজ লেখো।

>> মূলের একটি প্রধান কাজ হল জলশোষণ।

প্রশ্ন- খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরূপ দুটি মূলের নাম লেখো।

>> বিট, গাজর হল পরিবর্তিত মৃগত মূল যেগুলি আমাদের খাদ্যহিসেবে ব্যবহৃত হয়।
একটি বা দুটি বাক্যে উত্তর দাও

প্রশ্ন- ভ্ৰূণমূল থেকে কী সৃষ্টি হয়?
>> ভ্রুণমূল থেকে মূল সৃষ্টি হয়।

প্রশ্ন- স্থানিক মূল কাকে বলে?
» ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন মূলকেই প্রধান মূল বা স্থানিক মূল বলা হয়।

 প্রশ্ন-  কোন পত্রী উদ্ভিদের মূল হল স্থানিক মূল প্রকৃতির?
>দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হল স্থানিক মূল প্রকৃতির।


  প্রশ্ন- অস্থানিক মূল কাকে বলে?

>> ভ্ৰূণমূল ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ (যেমন কাণ্ডের গোড়া, পাতা) থেকে গুচ্ছাকারে সৃষ্ট সরু চুলের মতো মূলগুলিকেই অস্থানিক মূল বা গুচ্ছমূল বলে।
একবীজপত্রী উদ্ভিদে (যেমন ধান, গম) সাধারণত এই প্রকার মূল দেখতে পাওয়া যায়।

প্রশ্ন- মূলের একটি বৈশিষ্ট্য লেখো।
>মূলের একটি বৈশিষ্ট্য হল মূল অভিকর্ষের অনুকূলে বৃদ্ধি পায়।


 প্রশ্ন- এমন একটি উদ্ভিদের নাম লেখো যার মূল থেকে ওষুধ প্রস্তুত করা হয়।
>> সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন নামক ওষুধ প্রস্তুত করা হয়।

প্রশ্ন- কোন  উদ্ভিদের মূল থেকে প্রাপ্ত ওষুধ কোন্ রোগের প্রতিকারে ব্যবহৃত হয়?
» রেসারপিন উচ্চ রক্তচাপ প্রতিকার করতে ব্যবহৃত হয়।

 প্রশ্ন- মূলের অগ্রভাগে যে টুপির মতো অংশ থাকে তাকে কী বলে?
>> মূলের অগ্রভাগে যে টুপির মতো অংশ থাকে তাকে মূলত্র বলে।


 প্রশ্ন- মূলজেব দেখা যায় এরূপ দুটি উদ্ভিদের নাম লেখো।
>> মুলজেব দেখা যায় টোপাপানা, লেমনায়।


 প্রশ্ন- বহুযোজী মূলত্র কোন্ উদ্ভিদে দেখা যায় ?

>> বহুযোজী মূলত্র দেখা যায় কেয়া গাছে।


প্রশ্ন- ভ্ৰূণমূল মাটিতে প্রবেশ করে কী গঠন করে?
>> ভ্ৰূণমূল মাটিতে প্রবেশ করে মূলতন্ত্র গঠন করে।


প্রশ্ন-  ভ্রূণাক্ষের নিম্নগামী অংশটি কী?
>> ভ্রূণাক্ষের নিম্নগামী অংশটি হল ভ্ৰূণমূল।


প্রশ্ন- কোন্ উদ্ভিদে স্তম্ভমূল দেখা যায় ?

>> বট গাছে স্তম্ভমূল দেখা যায়।


প্রশ্ন- ঠেস মূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।
>> কেয়া/ভুট্টা গাছে ঠেস মূল দেখা যায়।


প্রশ্ন- বায়বীয় মূল কোন্ উদ্ভিদে দেখতে পাওয়া যায়?

>> অর্কিড জাতীয় উদ্ভিদে [যেমন রান্না (Vanda rox-burghii)] বায়বীয় মূল দেখতে পাওয়া যায়। এগুলি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে থাকে।


প্রশ্ন-  কোন্ গাছ পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে?
>> পাথরকুচি গাছ পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে।


প্রশ্ন- একটি আত্তীকরণ মূলের নাম লেখো।
>> গুলরে মূল হল আত্তীকরণ মূলের একটি উদাহরণ।


প্রশ্ন- পাতা কাকে বলে?
» কাণ্ড বা কাণ্ডের শাখাপ্রশাখা থেকে উৎপন্ন চ্যাপটা,প্রসারিত, সবুজ রঙের পার্শ্বীয় অঙ্গকে পাতা বলে।

 প্রশ্ন- শ্বাসমূলযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো।

>> শ্বাসমূলযুক্ত একটি উদ্ভিদ হল সুন্দরী উদ্ভিদ।


প্রশ্ন- কাণ্ড কী থেকে সৃষ্টি হয়?
>> ভ্ৰূণমুকুল থেকে কাণ্ড সৃষ্টি হয়।


প্রশ্ন- কোন্ উদ্ভিদের কাণ্ড কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।
>> বাঁশগাছের কাণ্ড কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।


প্রশ্ন- কাণ্ডের একটি বৈশিষ্ট্য লেখো।
>> কাণ্ডের একটি বৈশিষ্ট্য হল কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে।


প্রশ্ন- কাণ্ডের সাথে মূলের একটি প্রধান পার্থক্য লেখো।
>> কাণ্ড অভিকর্ষের বিপরীতদিকে এবং মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়।


প্রশ্ন- মূলরোম এবং কাণ্ডের রোমের একটি পার্থক্য লেখো।

>> মূলরোম এককোশী কিন্তু কাণ্ডের রোম বহুকোশী।


প্রশ্ন- পাতা ও কাণ্ডের সংযোগস্থলে যে কোণ সৃষ্টি হয়, তাকে কী বলে?
>> পাতা ও কাণ্ডের সংযোগস্থলে যে কোণ সৃষ্টি হয়, তাকে কক্ষ বলে।


প্রশ্ন- পর্বমধ্য কাকে বলে?
>> উদ্ভিদের দুইটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে।


 প্রশ্ন- বিটপ (Shoot) কাকে বলে?
>> উদ্ভিদের মাটির ওপরের অংশ যেমন কাণ্ড, শাখাপ্রশাখা,পাতা, ফুল ও ফল নিয়ে গঠিত অংশকে বিটপ বলে।


প্রশ্ন- অগ্রমুকুলের কাজ কী?

>> অগ্রমুকুলের কাজ হল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা।


প্রশ্ন- কাণ্ডের একটি যান্ত্রিক কাজ উল্লেখ করো।
>> কাণ্ডের একটি যান্ত্রিক কাজ হল শাখাপ্রশাখা, ফুল-ফল ধারণ করা।


 প্রশ্ন- একটি বীরুৎ জাতীয় উদ্ভিদের নাম লেখো।

>> ধান হল একটি বীরুৎ জাতীয় উদ্ভিদ।

প্রশ্ন- গাছের কাণ্ডে আশ্রয় গ্রহণকারী প্রাণীগুলির নাম লেখো।
» রাতের পাখি (প্যাঁচা), কাঠবেড়ালি, বাদুড়, বানর ইত্যাদি।প্রাণীগুলি গাছের কাণ্ডে আশ্রয় নিয়ে থাকে।


প্রশ্ন- কাষ্ঠল, গুঁড়ি বিহীন উদ্ভিদকে কী বলে?
» কাষ্ঠল, গুড়িবিহীন উদ্ভিদকে গুল্ম বলে।


প্রশ্ন- কাণ্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে কী বলে?
» কাণ্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে পর্ব বলে।

প্রশ্ন- কাণ্ডে কাক্ষিক মুকুলের অবস্থান উল্লেখ করো।
> কাণ্ডের কক্ষে কাক্ষিক মুকুল অবস্থিত।


প্রশ্ন- কাণ্ডের শীর্ষে যে মুকুল উৎপন্ন হয় তাকে কী বলে?
» কাণ্ডের শীর্ষে যে মুকুল উৎপন্ন হয় তাকে অগ্রমুকুল/ শীর্ষমুকুল বলে।


প্রশ্ন- যে মুকুল থেকে পাতা উৎপন্ন হয় তাকে কী বলে?
» যে মুকুল থেকে পাতা উৎপন্ন হয় তাকে পত্রমুকুল বলে।

 প্রশ্ন- যে মুকুল শাখা সৃষ্টি করে তাকে কী বলে?
» যে মুকুল শাখা
সৃষ্টি করে তাকে শাখামুকুল বলে।


প্রশ্ন- যে অংশের দ্বারা পাতা কাণ্ডের পর্বের সঙ্গে সংযুক্ত থাকে, সেই অংশটিকে কী বলে?

»পত্রমূল ‌

প্রশ্ন- খাদ্যরূপে ব্যবহৃত হয় এরকম দুটি পরিবর্তিত মৃগত কাণ্ডের নাম লেখো।

» আলু এবং ওল হল দুটি পরিবর্তিত খাদ্যরূপে ব্যবহৃত হয়।


প্রশ্ন- একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো।
» কচুরিপানার খর্বধাবক একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড।


প্রশ্ন- কোন্ কোন্ উদ্ভিদ থেকে আঠা পাওয়া যায় ?
>> বাবলা, আমড়া, জিওল, সজনে ইত্যাদি উদ্ভিদ থেকে আঠা পাওয়া যায়।


প্রশ্ন- কোন্ উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায় ?

>> পাইন গাছের কাণ্ড, শাখাপ্রশাখা এবং পাতার রজননালীতে রজন পাওয়া যায়। এটি পালিশ তৈরির সামগ্রী হিসেবে
ব্যবহৃত হয়।

প্রশ্ন- কোন্ উদ্ভিদ থেকে মশা তাড়ানোর ধুনো পাওয়া যায় ?
>> শাল গাছের বাকলে গঁদ রজন পাওয়া যায়। এটি মশা তাড়ানোর ধুনো হিসেবে ব্যবহৃত হয়।

প্রশ্ন- দুটি রূপান্তরিত বায়বীয় কান্ডের নাম লেখো।

>> কুমড়োর শাখাআকর্ষ এবং বেলের শাখাকণ্টক হল রূপান্তরিত বায়বীয় কাণ্ড।

 প্রশ্ন- এমন একটি উদ্ভিদের নাম লেখো যার কাণ্ডের পর্ব থেকে মূল উৎপন্ন হয়?

>> লাউগাছের কাণ্ডের পর্ব থেকে মূল উৎপন্ন হয়।


প্রশ্ন-  শ্বাসমূলের কাজ কী?

>> শ্বাসমূলের প্রধান কাজ হল শ্বাসছিদ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে সরাসরি অক্সিজেনযুক্ত বাতাস শোষণ করা।


প্রশ্ন-  পুঁই এবং লাউশাকের ক্ষেত্রে পাতা ছাড়াও আর কোন্ অঙ্গ খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে?
>> পুঁই এবং লাউশাকের ক্ষেত্রে পাতা ছাড়াও সবুজ কাণ্ডএবং আকর্ষ, খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে।


প্রশ্ন- পাতার ফলকের অগ্রভাগকে কী বলে?
>> পাতার ফলকের অগ্রভাগকে পত্রাগ্র বলে।


প্রশ্ন- উদ্ভিদের রান্নাঘর কাকে বলে?

>> পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে।


প্রশ্ন- পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে কে?
>> সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড-এর
ভারসাম্য বজায় রাখে।


প্রশ্ন- সাধারণত একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কীরুপ?
>> একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।

প্রশ্ন- যৌগিকপত্রের ফলকের প্রতিটি খণ্ডককে কী বলে?
» যৌগিকপত্রের ফলকের প্রতিটি খণ্ডককে পত্রক বা অণুফলক বলে।

প্রশ্ন- অপরাজিতার আকর্ষ বা আঁকশি কোন্ অঙ্গের রূপান্তর?
>> অপরাজিতার আকর্ষ বা আঁকশি প্রকৃতপক্ষে তার পক্ষলযৌগিক পত্রের অগ্রপত্রকগুলির রূপান্তর।


প্রশ্ন- পাতার একটি প্রধান কাজ উল্লেখ করো।
» পাতার একটি প্রধান কাজ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করা।

প্রশ্ন- একটি পক্ষল যৌগিকপত্রের উদাহরণ দাও।
>> একটি পক্ষল যৌগিকপত্রের উদাহরণ মটর গাছের পাতা।


প্রশ্ন- করতলাকার যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।
>> করতলাকার যৌগিকপত্রের একটি উদাহরণ বেল পাতা(ত্রিফলক)।


প্রশ্ন-  দ্বিবীজপত্রী পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায় ?
» দ্বিবীজপত্রী পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়।


প্রশ্ন- একটি একক পত্রের উদাহরণ দাও।

» আম পাতা একটি একক পত্রের উদাহরণ।

প্রশ্ন- একটি দ্বিফলক পত্রের উদাহরণ দাও।

>> হিঙ্গন পাতা একটি দ্বিফলক পত্রের উদাহরণ।


প্রশ্ন-  কোন দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকাকার শিরাবিন্যাস দেখা যায় না?

>> সুলতানচাঁপা উদ্ভিদে জালকাকার শিরাবিন্যাস দেখা যায় না। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়।


প্রশ্ন-  কোন্‌ একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় না?

>> কুমারিকা এবং চুপড়ি আলু উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় না। জালকাকার শিরাবিন্যাস দেখা যায়।


প্রশ্ন- দুটি সচূড় পক্ষল যৌগিক পত্রের নাম লেখো।

>> তেঁতুল এবং কৃয়চূড়া হল দুটি সচূড় পক্ষল যৌগিক পত্রের নাম।

প্রশ্ন- অচূড় পক্ষল যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।
>> অচূড় পক্ষল যৌগিকপত্রের একটি উদাহরণ হল তেঁতুল।


 প্রশ্ন- একটি অবৃন্তক এবং একটি সবৃন্তক পত্রের উদাহরণ দাও।
>> একটি অবৃন্তক পত্র হল—শেয়ালকাঁটা।
একটি সবৃন্তক পত্র হল— আম পাতা।

অবৃত্তক পত্র (শেয়ালকাঁটা)
সবৃন্তক পত্র (আম পাতা)

 প্রশ্ন- করতলাকার বহুফলক যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।
» করতলাকার বহুফলক যৌগিকপত্রের একটি উদাহরণ হল


প্রশ্ন- ত্রিপক্ষল যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।
» ত্রিপক্ষল যৌগিকপত্রের একটি উদারণ হল সজনে পাতা।

প্রশ্ন- জীবিকা অর্জন করার জন্য কোন্ কোন্ গাছের পাতাকে | জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
>> নারকেল ও শালগাছের পাতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
>> নারকেল গাছের শুকনো পাতার শিরা বাড়ির ধুলোময়লা পরিষ্কার করতে কাজে লাগে।

 প্রশ্ন- কোন্ কোন্ জীব গাছের পাতায় ডিম পাড়ে?
» বিভিন্ন পতঙ্গ শ্রেণির প্রাণী গাছের পাতায় ডিম পাড়ে।
যেমন–রেশম মথ বা সিল্ক ওয়ার্ম তুঁতগাছের পাতায় প্রজাতির বিভিন্ন গাছের পাতায় ডিম পাড়ে।

প্রশ্ন- পত্রমূলের একটি কাজ লেখো।
>> পত্রমূলের একটি কাজ হল—পাতাকে কাণ্ড বা শাখার সাথে যুক্ত করা।


 প্রশ্ন- পত্রবৃত্তের একটি কাজ লেখো।
>> পত্রবৃত্তের একটি কাজ হল—পত্রফলককে ধরে রাখা।

প্রশ্ন-  পত্রফলকের দুটি কাজ লেখো।
>> পত্রফলকের দুটি কাজ হল — সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা


প্রশ্ন- এমন একটি গাছের নাম লেখো, যে গাছের পাতার শিরা বাড়ির ধুলোময়লা পরিষ্কার করতে কাজে লাগে?

>নারকেল
 
প্রশ্ন- মানুষের অপকারসাধনকারী এমন দুটি পোকার নাম লেখো যারা গাছের পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে।
» পঙ্গপাল এবং শুঁয়োপোকা হল এরূপ দুটি
অপকারসাধানকারী পোকার উদাহরণ, যারা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে।

প্রশ্ন-  কোন্ উদ্ভিদ পতঙ্গের দেহে বর্তমান নাইট্রোজেনঘটিত উপাদানকে খাদ্যরূপে সংগ্রহ করে ?
>> কলসপত্রী উদ্ভিদ পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেনঘটিত উপাদানকে খাদ্যরূপে সংগ্রহ করে।



প্রশ্ন- উদ্ভিদের সবচেয়ে সুন্দর
এবং আকর্ষক অঙ্গটির নাম কী?
>> উদ্ভিদের সবচেয়ে সুন্দর ও আকর্ষক অঙ্গটির নাম হল ফুল।


প্রশ্ন-ফুল কাকে বলে?
>> সপুষ্পক উদ্ভিদের যৌন জননে সাহায্যকারী বিশেষভাবে পরিবর্তিত ও সীমিত বৃদ্ধিসম্পন্ন সঙ্কুচিত বিটপকেই ফুল বলে।

প্রশ্ন-নগ্ন ফুল বা নেকেড ফ্লাওয়ার কাকে বলে?
> যে ফুলে সহকারী স্তবক অর্থাৎ বৃত্তি এবং দলমণ্ডল থাকে না তাকে নগ্ন ফুল বা নেকেড ফ্লাওয়ার বলে।
উদাহরণ : লাল পাতা ফুল।



প্রশ্ন- বন্ধ্যা ফুল বা ক্লীব ফুল বা স্টেরাইল ফ্লাওয়ার কাকে বলে?
» যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবকের কোনোটিই থাকে না তাকে বন্ধ্যা ফুল বা ক্লীব ফুল বা স্টেরাইল ফ্লাওয়ার বলে।
উদাহরণ : সূর্যমুখীর প্রান্তপুষ্পিকা এবং কচু ফুল।

প্রশ্ন-বিষম ফুল বা অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফ্লাওয়ার কাকে বলা হয় ?

প্রশ্ন-যেসব ফুলের কোনো না কোনো স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর অসমান, তাদের বিষম ফুল বা অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফ্লাওয়ার বলে।
উদাহরণ : মটর ফুল, বক ফুল, অপরাজিতা ফুল।

কয়েকটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও।
>> ধান, গম, ভুট্টা ইত্যাদি হল বায়ুপরাগী ফুলের উদাহরণ।
প্রশ্ন- কোন ফুল ফুটতে প্রায় এক বছর সময় লাগে?
>র‍্যাফ্রেসিয়ার ফুল সম্পূর্ণ ফুটতে প্রায় এক বছর সময় লাগে এবং এরপর মাত্র একদিন তাজা থাকে। তারপরই তার নষ্ট হয়।

প্রশ্ন পুষ্পষ্পত্র বা ফ্লোরাল লিভস্ কাকে বলে?
>> যেসব অঙ্গ দ্বারা ফুল গঠিত হয় সেগুলি পাতারই রূপান্তর। এদের সাধারণভাবে পুষ্পষ্পত্র বা ফ্লোরাল লিভস্ বলে।

প্রশ্ন জবা কী জাতীয় ফুল এবং এই ফুলের বিভিন্ন অংশের নাম লেখো
>>জবা ফুল হল একটি সবৃন্তক, সম্পূর্ণ এবং সমাঙ্গ ফুল।
এই ফুলের বিভিন্ন অংশ হল বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক।

 অপরাজিতা কী জাতীয় ফুল এবং এর চারটি স্তবকগুলি কী কী?
» অপরাজিতা হল একটি অসমাঙ্গ, উভলিঙ্গ, সম্পূর্ণ ফুল।
এর চারটি স্তবক হল বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক।
 

 কোন ধরনের উদ্ভিদে ফুল ফোটে?
» সপুষ্পক উদ্ভিদে ফুল ফোটে।
 

 ফুলের প্রধান কাজ কী?
>> ফুলের প্রধান কাজ বংশবিস্তার।
 

একটি ক্লীব পুষ্পের উদাহরণ দাও।
>> একটি ক্লীব পুষ্প হল কচু ফুল।
 

 একটি সম্পূর্ণ ফুলের ক-টি স্তবক থাকে?
» একটি সম্পূর্ণ ফুলে চারটি স্তবক থাকে।
অনেকগুলি ফুল একটি অক্ষে একসাথে গুচ্ছিত হয়ে থাকলে তাকে কী বলে?

অনেকগুলি ফুল একটি অক্ষে একসাথে গুচ্ছিত হয়ে থাকলে তাকে পুষ্পমঞ্জরি বলে।

জবা ফুলের দলাংশের সংখ্যা ক-টি?
>> জবাফুলের দলাংশের সংখ্যা পাঁচটি।

ফুলের কোন স্তবকটি না থাকলে পতঙ্গ সাধারণত আকৃষ্ট হয় না?
>> পাপড়ি বা দলমণ্ডল না থাকলে পতঙ্গ সাধারণত আকৃষ্ট হয় না।

>> বিটপের কোন্ অংশ থেকে ফুল উৎপন্ন হয়?
» বিটপের পুষ্পমুকুল থেকে ফুল উৎপন্ন হয়।
 

বৃত্তির প্রত্যেকটি অংশকে কী বলে?
>> বৃত্তির প্রত্যেকটি অংশকে বৃত্যংশ বা সেপাল বলে।
 

 ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে কী বলে?

>> ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে পুষ্পবৃত্ত বলে।
 

পুংস্তবকের প্রত্যেকটি অংশকে কী বলে?
>> পুংস্তবকের প্রত্যেকটি অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে।

 

দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কী বলে?
>> দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে দলাংশ বা পাপড়ি বা পেটাল বলে।
 ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে কী বলে?
>> ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে গর্ভদণ্ড বা স্টাইল বলে।

 

অপরাজিতা ফুলের দলমণ্ডলের ফুলের দলমণ্ডলের সবচেয়ে বড়ো পাপড়িটিকে কী বলে?
>অপরাজিতা ফুলের দলমণ্ডলের পাপড়িটিকে ধ্বজা বলে।
সবচেয়ে বড়ো অপরাজিতা ফুলের ধ্বজার ভিতরের দুই পাশের দুটি ছোটো ডানার মতো পাপড়ির নাম কী?
» অপরাজিতা ফুলের ধ্বজার ভিতরের দুই পাশের দুটি ছোটো ডানার মতো পাপড়ির নাম পক্ষ।
 

 অপরাজিতা ফুলের ভিতরের দুই পাশের পক্ষদল ছাড়া অপর দুটি পাপড়িকে কী বলে?
» অপরাজিতা ফুলের ভিতরের দুই পাশের পক্ষদল ছাড়া অপর দুটি পাপড়িকে তরিদল বা নৌকা বলে।
 

বৃতির পরবর্তী অংশ বা ফুলের দ্বিতীয় স্তবককে কী বলা হয়?
» বৃত্তির পরবর্তী অংশ বা ফুলের দ্বিতীয় স্তবককে দলমণ্ডল বা পাপড়ি বলে।
 

 ফুলের পুংজনন কোশ কী থেকে উৎপন্ন হয়?
» ফুলের পুংজননকোশ পরাগরেণু থেকে উৎপন্ন হয়।
পরের  অধ্যায় ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য উত্তর দেখুন 

কোন ফুলের দলমণ্ডল ঘণ্টার মতো দেখতে হয়?
>> ধুতুরা ফুলের দলমণ্ডল ঘণ্টার মতো দেখতে হয়।
 

 স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কী বলে?
>> স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বা কারপেল বলে।
 

 অপরাজিতা, মটর, বক প্রভৃতি ফুলের পুংস্তবকে কয়টি করে পুংকেশর থাকে?
>> অপরাজিতা, মটর, বক প্রভৃতি ফুলের পুংস্তবকে 10টি (9 + 1) পুংকেশর থাকে।
 

কোন প্রকার ফুলকে বহুপ্রতিসম ফুল বলে?
>> সমাঙ্গ ফুলকে বহুপ্রতিসম ফুল বলে।





ফল




 ফল কাকে বলে?
>> সাধারণভাবে নিষেকের পরে উৎপন্ন পরিণত এবং পরিপক
ডিম্বাশয়কে ফল বলে।

 গর্ভাধানের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়?
>> গর্ভাধানের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়।

প্রশ্ন  প্রকৃত ফল কাকে বলে?
>> নিষেকের পর শুধুমাত্র ডিম্বাশয় পরিণত হয়ে যে ফল
উৎপন্ন হয়, তাকে প্রকৃত ফল বলে।
উদাহরণ : আম, পেয়ারা।
 

এর পরের বীজ কান্ড ফুলের প্রশ্নের উত্তর

পরের অধ্যায় ৮ পরিবেশ ও জনস্বাস্থ্যে উত্তর দেখুন