বন্ধুকে লেখা কিছু চিঠি /bengali paragraph or latter about friend
প্রধান শিক্ষক কে লেখা কিছু চিঠি দেখুন
কতগুলি বন্ধুকে চিঠি লেখা নিচে দেওয়া হল। পরীক্ষার দুটি চিঠি থাকলেও একটি চিঠি বন্ধুকে নিয়ে লেখা থাকে ।তাই এগুলি খুব গুরুত্বপূর্ণ।
নিম্নলিখিত চিঠি গুলি এই অংশে তোমরা পাইবে
(১)পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া নিয়ে বন্ধুকে চিঠি লেখো
(২)দিদির বিয়েতে বন্ধুকে নেমন্তন্ন করে চিঠি লেখ
(৩)পুজোর ছুটি কেমন কাটলো তার জন্য বন্ধুকে চিঠি লেখ।
(৪) গ্রামে দুর্গাপুজোর আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখ
(৫)নদী মেলায় আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।
(৬)তোমার জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।
(৭)এবছর বন্যার ভয়াবহতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো ।
(৮)পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।
(৯)তৃতীয় পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।
(১০) একটা ভ্রমণ কাহিনী নিয়ে বন্ধুকে চিঠি লেখো।
(১১)মায়ের অসুস্থতা খবর জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।
চিঠি লেখার সময় যে ভুল ত্রুটি গুলি বেশি হয সেগুলি একটু জেনে নাও অর্থাৎ শিক্ষকরা যে যে ভুলটা লক্ষ্য রাখে সেই ভুলগুলি কথা আমি এখানে তুলে ধরলাম ।
★মনে কর তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো তোমার জন্মদিন উপলক্ষে। তোমার জন্মদিন যদি ২৫ বৈশাখ হয় তাহলে তার তারিখটা ১২ কি ১১ বৈশাখ হবে অর্থাৎ তুমি আগে তাকে চিঠি লিখছো
★ যদি তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হয় তাহলে পরীক্ষার ফলাফলটা আগে বের হয়েছে অর্থাৎ 24 শে ডিসেম্বর তুমি চিঠি লিখছো কিন্তু জানুয়ারি 5 অথবা 6 তারিখ হবে। অর্থাৎ তারিখটা পরে হবে।
★ মনে কর তুমি বার্ষিক পরীক্ষা প্রস্তুতি নিয়ে চিঠি লিখছো সেখানে তোমার পরীক্ষা হবে 12 ডিসেম্বর তারিখটা লিখতে হবে 5 ডিসেম্বর কি 6 ডিসেম্বর কি 7 ডিসেম্বর অর্থাৎ আগে হবে।
এই নিয়মগুলি লক্ষ্য রাখবে আর যদি কিছু না তেমন লিখতে পারো ,তাহলে যে বয়ান যে বয়ানটা দিয়ে দিলাম সেটা লিখলে কিছু নম্বর পাবে।।
★আর যারা ছাত্রী তারা সুদীপের বদলে সুদীপা লিখে নেবে ।আর নিচে নামটা তোমার লিখে যাবে। যেখানে প্রিয় বন্ধু লেখা আছে
★ আর একটা বিষয় ইংরেজি মাসের নাম দিয়ে কোন ঘটনা লিখলে, তারিখটা ইংরেজি সংখ্যা দেবে। যেমন ডিসেম্বর লিখলে ইংরেজিতে 5 লিখবে।৫ লিখবে না
★বয়ান-
পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া নিয়ে
বন্ধুকে চিঠি ।
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস।..........
.......................................................
........................
তাং-.............. ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
পিন-412325
★চিঠি গুলি দেখতে পাবে আমি এই বয়ানগুলি সর্বদা ব্যবহার করেছি।
(১)পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া নিয়ে
বন্ধুকে চিঠি ।
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী বাইশে আশ্বিন দুর্গাপুজোর ছুটি শুরু হবে। এবছর দুর্গাপূজাটা অন্যভাবে কাটাতে চাই। তোকে সঙ্গে নিয়ে আমার মা ববার সঙ্গে ছুটি কাটাতে মুকুটমণিপুর পাহাড় যে বেড়াতে চাই। ওখানে অনেক কিছু দেখার আছে ।আমার কাছে ওটা নতুন জায়গা। পাহাড় আমার খুব ভালো লাগে। তুই যদি সঙ্গে থাকিস তাহলে ভালোলাগাটা আরো সুন্দর হবে। দুজনে আনন্দ করে আমরা বেড়াতে পারবো। আশা করি তুই অমত করবি না। ২৪ শে আশ্বিন আমরা যাত্রা শুরু করব। আগের দিন তুই চলে আসবি ।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং-১২ই আশ্বিন ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(২)দিদির বিয়েতে বন্ধুকে নেমন্তন্ন করে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী বাইশে শ্রাবণ আমার দিদির বিয়ে ঠিক হয়েছে। ঐদিন রাত্রে অনেক লোকজন খাওয়া-দাওয়া করবে । এখন থেকেই আমি খুব ব্যস্ত আছি ।কারণ বিয়ের আর বেশি দেরি নেই। ওই দিন সকালে তুই নটার ট্রেনে দিদি রেবাকে সঙ্গে করে নিয়ে চলে আসবি। ওই সময় আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো । বিয়ের দিন তুই সঙ্গে থাকলে আমার খুব আনন্দ হবে। অনেক আলো দিয়ে সাজানো হবে বাড়ি। মাইক বাজবে ।ঐদিন খাবারে মধ্যে তোর প্রিয় খাবার পনির থাকবে। খুব মজা হবে ।অবশ্যই আসবি ।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং-১২ইশ্রাবণ ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(৩)পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে
বন্ধুকে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস।
তুই জানতে চেয়েছিস পুজো ছুটি আমার কেমন কাটলো পুজোর ছুটি দেখতে দেখতে কেটে গেল ।পূজা মন্ডপ মন্ডপ গুলি সুন্দর সাজে সেজেছিল। চারিদিকে নতুন নতুন আলোকসজ্জা পূজা মন্ডপগুলি সজ্জিত ছিল। চোখ ফেরাতে মন হয় চাইছিল না । মাইকের গান আর লোকজনের ভিড়ে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছিলাম ।রাণু দিদিকে সঙ্গে করে নিয়ে দুই দিন রাত্রে (অষ্টমী এবং নবমী) নবদ্বীপ গিয়েছিলাম ঠাকুর দেখতে ।সেখানে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম ।আলোকসজ্জা দেখলাম ।তুই সঙ্গে থাকলে আরো ভালো লাগতো। বৃষ্টি না হলে খুব আনন্দ হতো। তবে খাওয়া-দাওয়া খুব ভালো হয়েছে । নারকোল এর গুড়ের মিষ্টি মিষ্টি, চাল ভাজা ,গরম গরম পাপড় এগুলি বেশি পরিমাণ খাওয়া হয়েছে।
। ।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং-২৬শে আশ্বিন ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(৪) গ্রামে দুর্গাপুজোর আমন্ত্রণ জানিয়ে
বন্ধুকে চিঠি ।
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস।
আগামী ১২ই আশ্বিন থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে তুই তো জানিস পুজোর চার দিন আমাদের গ্রামে চার রকম অনুষ্ঠান হবে খুব ঘুম হবে সপ্তমীর দিন অপেরা দলে গান অষ্টমীর দিন কলকাতার এক অর্কেস্ট্রা পার্টি গান মমির দিন নামকরা একজন বাউল গান এবং দশমীর দিন গ্রাম্য ছেলেদের নিয়ে এক নিত্য অনুষ্ঠান চারদিন খুব মজা হবে তুইতো বাউল গান শুনতে ভালোবাসিস তাই অবশ্যই যেন আমাদের গ্রামে পুজো দেখতে চলে আসবে সঙ্গে রানু দিদি কে নিয়ে আসবি অনেক কুটুম আসবে বাড়িতে খাওয়া-দাওয়া ভালো হবে বিকাল থেকে বেরিয়ে পড়বো বিভিন্ন পূজা মন্ডপ গুলো আলোকসজ্জা সজ্জিত পূজা মন্ডপ গুলোকে দেখলে ভালো লাগবে।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ১লা আশ্বিন ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(৫) নদী মেলায় আমন্ত্রণ জানিয়ে
বন্ধুকে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস।
আগামী ১২ই পোস্ট প্রতি বছরের মত এ বছরও আমাদের গ্রামের নদী মেলা অনুষ্ঠিত হবে ।তুই তো জানিস আমাদের গ্রামের পূর্বদিকে যে খড়ি নদীটা বয়ে গেছে, তারই এক বট তলায় এই মেলা অনুষ্ঠিত হয়। যদিও মেলাটা একদিনের ।তা হলেও খুব আনন্দ হয়। তুই এলে তোর সঙ্গে রানু দিদিকে সঙ্গে নিয়ে মেলায় যাবো। সকাল থেকে মেলায় ভিড় জমে ,। আকাশে অনেক ঘুড়ি উড়ে, এবার তোর জন্যও আমি দুটো লাটাই এবং ঘুড়ি নিয়ে রেখে দিয়েছি। আমরাও মেলায় ঘুড়ি ওড়াবো ।নদীতে স্নান করে নেব সকলের সঙ্গে। ওখানেই ঠাকুরের ভোগ ভোগ খাওয়া-দাওয়া করব। তুই তো জানিস বটতলায় যে কালি ঠাকুর আছে ,ওকে কেন্দ্র করেই নদী মেলাটা হয়। ওখানে অনেক সাধু আসে।। সাধুদের কাছে অনেক আমরা আশীর্বাদ নেব। তারপর বিকালের দিকে মেলাটা ভালো করে ঘুরে বাড়ির পথে রওনা হবো। বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ১লা পৌষ ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(৬)তোমার জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে
বন্ধুকে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস।
আগামী ১২ই বৈশাখ আমার জন্মদিন । এবার জন্মদিন টা একটু ঘটা করে হবে দুপুরে অনেক লোকজন খাবে রাত্রি আলোক সজ্জায় বাড়ি থেকে সজ্জিত করা হবে মাইকের গান বাজবে বাড়িতে অনেক কুটুম আসবে সন্ধ্যার দিকে কেক কাটা হবে কাজল দিপু সমীর শিখা,মনিকা, দিশা আয়েশা তিথি ওরা সবাই থাকবে। সঙ্গে তুই থাকলে খুব আনন্দ হবে। ঐদিন সকালে তোর দিদি মিলিকে সঙ্গে করে চলে আসবি। সকাল নটার ট্রেন আছে ওই ট্রেনে চলে আসবি। আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো ।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ২রা বৈশাখ ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(৭)এবছর বন্যার ভয়াবহতা জানিয়ে
বন্ধুকে চিঠি ।
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। গতই ১২ ই আশ্বিন যে ভয়ংকর বন্যা টিভির পর্দায় ভেসে উঠেছিল সে খবর নিশ্চয়ই তোর অজানা নয়। ঐদিন আমাদের গ্রামে অনেক রাস্তায় এক হাঁটু উপরে জল দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের গ্রামে যে সামনেই কাঁদর টা আছে ওই কাঁদরের জল গ্রামে ঢুকে ছিল ।পূর্ব পাড়ার লোকেরা নিজেদের বাড়ি ঘর ছেড়ে আমাদের উত্তরপড়ার দিকে আশ্রয় নিয়েছিল। তাদের অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে। সরকারের লোকেরা এসেছিল কিন্তু সাহায্য দিবে বলে গেছে ।পূর্ব মাঠের ফসল খেত গুলো নষ্ট হয়ে গেছে । এবছর ভালো ধান পাওয়া যাবে না। আমাদের অনেক ক্ষতি হবে। রাস্তাঘাট গুলো ফেটে চৌচির হয়ে গেছে। পুকুরের মাছ সব নদীতে চলে গেছে। গ্রামের সকলের খুব মন খারাপ। কেউ কেউ লুকিয়ে লুকিয়ে কাঁদে।
বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ২৫শে আশ্বিন ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
৮)পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুকে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। গত ২৪ শে ডিসেম্বর আমাদের পরীক্ষা রেজাল্ট বের হয়েছে। সকল বিষয়ে রেজাল্ট ভালো হলেও অংকের রেজাল্ট একটু খারাপ হয়েছে। তার জন্য মা-বাবা খুব চিন্তিত। তুই তো জানিস অংকটা আমি ভালো বুঝতে পারিনা। অন্যান্য বিষয়ে মধ্যে ইংরেজিতে একশোর মধ্যে ৮০
বিজ্ঞানে একশোর মধ্যে ৮৫
ইতিহাসে একশোর মধ্যে ৮৮
ভূগোলে ১০০ মধ্যে ৯০ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করলেও আমার নিজের মন ভালো নেই। কারণ অংক পরীক্ষা খারাপ হওয়ার জন্য ।তুই তো জানিস সাইন্স নিয়ে পড়তে হলে অংক ভালো জ্ঞান চাই। কিন্তু আমাদের গ্রামে ভালো শিক্ষক পাচ্ছি না ।তাই অংকের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছি না ।যাই হোক নতুন ক্লাসে পড়া শুরু করে দিয়েছি ।তোর কেমন পরীক্ষা ফলাফল হল আমাকে অবশ্যই জানাবি। বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ২রা জানুয়ারি। ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(৯)তৃতীয় পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুকে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী 2রা ডিসেম্বর থেকে তৃতীয় পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। খুব মন দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। স্কুলের স্যাররা যে সাজেশন দিয়েছে সেগুলো ভালোভাবে তৈরি করতে হচ্ছে ।পড়তে পড়তে রাত দশটা এগারোটা বেজে যাচ্ছে । অংকটা একটু বেশি সময় দিয়ে পড়তে হচ্ছে। তুই তো জানিস অংকটা আমি ভালো পারি না ।গত পরীক্ষায় অংকটা ভালো রেজাল্ট হয়নি ।প্রাইভেটে স্যাররা খুব পরিশ্রম করে আমাদেরকে তৈরি করছেন ।যাতে পরীক্ষার ফলটা ভালো হয় । সপ্তাহে একদিন করে পরীক্ষা নিচ্ছে আমাদের । যাতে স্কুলে বার্ষিক পরীক্ষাটা ভালো দিতে পারি। কোন সময় কি বিষয়ে পড়তে হবে তার জন্য স্যার একটা রুটিন তৈরি করে দিয়েছেন। যাতে অন্য বিষয়ে পড়াটা বাদ না পড়ে যায়। ইংরেজি স্যার দুদিন টাইম বাড়িয়ে দিয়েছেন ।আর পরীক্ষার দশ দিন বাকি ।তোর পরীক্ষার প্রস্তুতি কেমন আমাকে জানিয়ে চিঠি লিখবি।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং 22 নভেম্বর ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(১০) একটা ভ্রমণ কাহিনী নিয়ে বন্ধুকে চিঠি
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। পুজোর ছুটিতে প্রাইভেট স্যারের সাথে হাজারদুয়ারি বেড়াতে গিয়েছিলাম। আমার সাথে আরো পাঁচ জন গিয়েছিল। অনেকদিন ইচ্ছে ছিল হাজারদুয়ারি বেড়াতে যাব ।খুব আনন্দ হল। বাড়ি থেকে টোটো করে কাটোয়া রেল জংশন পৌছালাম । সকাল নটার ট্রেনে চেপে মুর্শিদাবাদে লাল গোলায় নামলাম। সেখান থেকে অটো চেপে হাজারদুয়ারি পৌছালাম। অনেক বড় প্রাসাদ ।জীবনের কোনোদিন দেখিনি ।অনেক ঘর । অনেক দরজা । গুনে শেষ হয় না ।আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। অনেক মানুষ এখানে ভিড় করেছিল। তাদের সঙ্গে পরিচয় হলো। একটা অদ্ভুত হয় না দেখলাম। যে আয়নাটা মাথা দেখা যায় না। শুধু শরীর দেখা যায়। আজও সে আয়নার কথা মনে পড়ে। হয়তো কোনদিন জীবনে ভুলবো না। সিরাজদৌলক যে ঘরে থাকতো সেটা দেখলাম । মীরজাফর এর ঘর দেখলাম। সব লিখে দেওয়া আছে। তারা কি অস্ত্র ব্যবহার করত ,কি পোশাক পরতো সব আজও রাখা আছে বিকালের দিকে আবার টোটো করে স্টেশন, সেখান থেকে আবার কাটোয়া জংশন, সন্ধের দিকে বাড়ি ফিরলাম
বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ১১ কার্তিক ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
জেলা নদীয়া
পিন-412325
(১১)মায়ের অসুস্থতা খবর জানিয়ে বন্ধুকে চিঠি ।
সূর্যকান্তপুর
নদীয়া
প্রিয় বন্ধু সুদীপ,
পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আমার মায়ের শরীর ভালো নেই গত কয়েকদিন ধরে আমার মা জ্বরে ভুগছেন। প্রথমে এমনি সাধারণ জ্বর মনে হয়েছিল কিন্তু পরে জানা গেল ওটা ম্যালেরিয়া জ্বর । ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না । হাঁটতে পারছেন না বাবার অফিস ঠিকমত যাওয়া হচ্ছে না । আমার স্কুল মাঝে মাঝে কামাই হয়ে যাচ্ছে সময় সময় ওষুধ খাওয়াতে হচ্ছে। হাসপাতালে চার দিন ভর্তি ছিল। এখন বাড়ি নিয়ে এসেছি। ডাক্তার বলেছে ভয়ের কোন কারণ নেই ।দিন চার পাঁচ সময় লাগবে সুস্থ হতে ।আমার কিছু ভালো লাগছে না । যদি সময় একবার আসিস। মাকে দেখে যাবি।বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে জানিয়ে শেষ করলাম।
তাং ১১ কার্তিক ইতি তোর বন্ধু
সমরজিৎ।
ঠিকানা-
সুদীপ সেন
C/o জগন্নাথ সেন
গ্রাম চন্দ্রপুর
পোস্ট চন্দ্রপুর
শেষ --
অন্য বিষয়ে চিঠি গুলো শীঘ্রই দেয়া হবে।
প্রধান শিক্ষক কে লেখা চিঠি গুলি দেখুন
রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন
৩. সময়ের মূল্য
৪. আমাদের গ্ৰাম
৫. দুয়ারে সরকার
৭. পরিবেশ দিবস
১১. শীতের সকাল
১২. সরস্বতী পূজা
১৩. দূর্গা পূজা
১৪. নবান্ন উৎসব
১৫. ছায়াতরু বটবৃক্ষ
১৬. বর্ষাকাল
১৭. বইমেলা (১)
১৮. তোমার ইস্কুল
২০. উৎসব মুখর বাংলা
২১. একটি নদীর শোভা
২৩. একটি শীতের দিন
২৪. শীতকাল (১)
২৬. পরিবেশ দিবস
২৭. কাজের গৌরব
২৮. মাতার স্নেহ
২৯. দূরদর্শন
৩১. সংবাদ পত্র
৩২. জগদীশ চন্দ্র বসু
৩৮. বসন্ত কাল
৩৯. চিড়িয়াখানা
৪০. কালবৈশাখী
৪১. জীবনের লক্ষ্য
৪৩. গ্ৰন্থাগার
৪৪. গৃহপালিত পশু
৪৫. তোমার প্রিয় খেলা
৪৯. গ্ৰামের হাট
৫০.. ছোটো অন্য রচনা
৫২. মাতৃভাষা
৫৯. বাংলার ফুল ফল
৬০.বনোমহোৎসব
৬১. তোমার প্রিয় উৎসব
৬২. কুকুর
৬৬. চন্দ্রযান -৩
৬৮. গ্ৰামের পরিবেশ
৬৯. শহরের পরিবেশ
৭১. শরীর চর্চা
৭২. খেলাধুলার জগৎ
৭৪. মাটি দূষণ
৭৯. বাংলার কৃষক
৯৮. নদীর গুরুত্ব
১০০. স্বাস্থই সম্পদ
১০১. বিদ্যুতের গুরুত্ব
১০২. ম্যালেরিয়া
১০৩. বিশ্ব উষ্ণায়ন
১০৪. বর্যণ মুখর বাংলা
১০৫. শীতের দিন
১০৬. গ্ৰাম বাংলার উৎসব
পত্ররচনা বাবা কে