ভাষা চর্চা অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় কারক বিভক্তি ও অনুসর্গ হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর
ভাষা চর্চা
অষ্টম শ্রেণি
পঞ্চম অধ্যায়
কারক বিভক্তি ও অনুসর্গ হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর
১. ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো,
১.১ কালকে আমরা প্রধানত যে ক ভাগে ভাগ করতে পারি ?
(ক) দুই (খ) তিন (গ) ৪ (গ) ৫
উত্তর- কালকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি।
১.২ যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয়—
(ক) নিত্য বর্তমান
(খ) ঘটমান বর্তমান
(গ) পুরাঘটিত বর্তমান
(ঘ) ঘটমান অতীত।
উঃ। ঘটমান বর্তমান।
১.৩ আমি তো এসে গেছি।—এই বাক্যের ক্রিয়ার কালটি হলো :
(ক) অতীত কাল
(খ) পুরাঘটিত অতীত
(গ) পুরাঘটিত বর্তমান
(ঘ) ঘটমান বর্তমান।
উঃ। (ক) অতীত কাল।
১.৪ ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিদানে সম্মানিত করেন'।—এই বাক্যের ক্রিয়ার কালটি হলো :
(ক)নিত্য বর্তমান
(খ) ঘটমান বর্তমান
(গ) পুরাঘটিত বর্তমান
(ঘ) সাধারণ অতীত।
উঃ। (ক) নিত্য বর্তমান।
১.৫ আমি যখন চেঁচাতে থাকব, তুই এসে আমাকে সামলানোর অভিনয় করতে থাকবি।—এই বাক্যে সমাপিকা ক্রিয়া দুটির কাল হলো ঃ
(ক) সাধারণ বর্তমান ও সাধারণ ভবিষ্যৎ
(খ) ঘটমান বর্তমান ও ঘটমান ভবিষ্যৎ
(গ) দুটিই ঘটমান বর্তমান
(ঘ) দুটিই ঘটমান ভবিষ্যৎ।
উঃ। (ঘ) দুটিই ঘটমান ভবিষ্যৎ।
১.৬ কাল ও পুরুষানুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে, সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে— (ক) ক্রিয়া বিভক্তি
(খ) ক্রিয়ার কাল
(গ) ক্রিয়ার ভাব
(ঘ) ক্রিয়ার ধাতু।
উঃ। (ক) ক্রিয়া বিভক্তি।
১.৭ আমি যদি ক্যাপ্টেন হই, তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব।— এটি ক্রিয়ার কোন্ ভাবের উদাহরণ?
(ক) নির্দেশক
(খ) বর্তমান অনুজ্ঞা
(গ) ভবিষ্যৎ অনুজ্ঞা
(ঘ) আপেক্ষিক ভাব।
উঃ। (খ) বর্তমান অনুজ্ঞা।
১.৮ আগামী তিনদিনের মধ্যে কাজটি দাও।'—এটি ক্রিয়ার কোন ভাবের উদাহরণ ? (ক) নির্দেশক
(খ) বর্তমান অনুজ্ঞা
(গ) ভবিষ্যৎ অনুজ্ঞা
(ঘ) আপেক্ষিক ভাব।
উঃ। (গ) ভবিষ্যৎ অনুজ্ঞা।
১.৯ ‘সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ!'—এই বাক্যটি সম্পর্কে নীচের কোন্ বক্তব্যটি ঠিক—(ক) এটি বর্তমান কাল ও বর্তমান অনুজ্ঞার উদাহরণ
(খ) এটি বর্তমান কাল ও নির্দেশক ভাবের উদাহরণ
(গ) এটি অতীতকাল ও অতীত
অনুজ্ঞার উদাহরণ
(ঘ) এটি অতীতকাল ও নির্দেশক ভাবের উদাহরণ।
উঃ। (ক) এটি বর্তমান কাল ও নির্দেশক ভাবের উদাহরণ।
১.১০ নীচের কোন্টি মৌলিক কালের উদাহরণ?
(ক) পুরাঘটিত নিত্যবৃত্ত
(খ) নিত্যবৃত্ত অতীত
(গ) পুরাসম্ভাব্য নিত্যবৃত্ত
(ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
উঃ। (ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
২. নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়?
উঃ। কালকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা—
(১) অতীত কাল,
(২) বর্তমান কাল,
(৩) ভবিষ্যৎ কাল।
২.১ বর্তমান কাল বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখো।
উঃ। যে ক্রিয়া এখন, বর্তমানে সংঘটিত হচ্ছে, তাঁর কালকে বলা হয় বর্তমান কাল।
যেমন— 'তাই এখন সে পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে।'
২.৩ পুরাঘটিত বর্তমান ও ঘটমান বর্তমানের মধ্যে পার্থক্য লেখো।
পুরাঘটিত বর্তমান। ঘটমান বর্তমান
(i) যে ক্রিয়াটি সংঘটিত (i) যে ক্রিয়ার কাজ
হয়ে গেলেও তার ফল এখনও সংঘটিত
এখনও বর্তমান, হচ্ছে তার কালকে
তার কালকে বলা হয়। বলা হয় ঘটমান
পুরাঘটিত বর্তমান।। বর্তমান
শেষ