"পর্যটন " কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Sunday, 18 September 2022

"পর্যটন " কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর


 
ঢেউয়ের তালে তালে হাতে-কলমে অনুশীলন
তৃতীয় শ্রেণি বাংলা
পর্যটন  কবিতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

 এক কথায় উত্তর দাও :
১ পর্যটন করেন যিনি তাঁকে কী বলা হয়?

  উঃ। পর্যটন করেন যিনি তাঁকে পর্যটক বলা হয়।
১.২ 'ভ্রমণ' শব্দের অর্থ লেখো।
উঃ। ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো।

১.৩ বাদাকশান, মোম্বাসা, সান্টা ফে, শ্যামবাজার— এই জায়গাগুলো কোথায়?

3ঃ। বাদাকশান-উত্তর-পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ-পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে অবস্থিত।
মোম্বাসা- আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশে
অবস্থিত।
সান্টা ফে—মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেস্কিকোতে অবস্থিত।

শ্যামবাজার—উত্তর কলকাতায় অবস্থিত।


১.৪ কেউ, বিষ্ণু, মহেশ্বর নামগুলো কবিতাটিতে কী অর্থে ব্যবহার হয়েছে?
উঃ। কেষ্ট, বিষ্ণু, মহেশ্বর নামগুলো  গণ্যমান্য ব্যক্তির নাম হিসাবে ব্যবহার হয়েছে।


১.৫ কবিতায় লোকটির মনে বেড়ানোর ‘শখ' জাগল কেন?
উঃ। কেষ্ট, বিট্টু, মহেশ্বর অর্থাৎ দুনিয়ার সবার বেড়ানো দেখে তা ,লোকটিরও বেড়ানোর শখ জাগল।

১.৬ যাঁরা পর্যটনে বেরিয়েছেন, তাঁদের হাবড়াব, সাজপোশাক, চলাফেরা কীভাবে কবিতাটিতে ধরা পড়েছে?

উঃ। যাঁরা পর্যটনে বেরিয়েছেন তাঁদের মধ্যে কেষ্টবাবু -মাথায় মস্ত পাগড়ি, গালভরা দাড়ি, ছাঁটা গোঁফ ।
বিষ্টুবাবু- সিংহের মতো দ্রুত পায়ে পর্যটনে যাচ্ছেন।
 মহেশ দাস- ভরদুপুরে প্রায় ছুটতে ছুটতে ধুলো উড়িয়ে পর্যটনে চলেছেন।

১.৭ সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন?

উঃ। সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে যান। যেমন : পূজোর ছুটি, গরমের ছুটি, ইত্যাদি।

১১.৮ মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন?
উঃ।  প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে স্বস্তি পেতেও মানুষের বেড়ানোর ইচ্ছা হয়।



● অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :

১। ‘পর্যটন’ কবিতাটি কোন কবির লেখা?
 উঃ। ‘পর্যটন’ কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা।

২। কে বাদাকশান যাচ্ছেন?
 উঃ। কেষ্টবাবু বাদাকশান্ যাচ্ছেন।

৩। পর্যটন কবিতায় বিষ্টুবাবু কোথায় যান? 

 উঃ। পর্যটন কবিতায় বিষ্টুবাবু মোম্বাসায় যান।


৪। কে সান্টা ফে যাচ্ছেন?
 উঃ। মহেশ দাস সান্টা
ফে যাচ্ছেন।

৫। কবি অবশেষে কোথায় যাওয়ার কথা ঠিক করলেন ?
উঃ। কবি অবশেষে শ্যামবাজার যাওয়ার কথা ঠিক করলেন।


৬। কবির কাছে পর্যটনের জন্য কত টাকা ছিল?

উঃ। কবির কাছে পর্যটনের জন্য মাত্র এক টাকা ছিল।


৭। মহেশ দাস কখন বেড়াতে বেরিয়েছেন?

 উঃ। মহেশ দাস ভর দুপুরে বেড়াতে বেরিয়েছেন।


৮। মোম্বাসা কোন্ মহাদেশে আছে?
উঃ। আফ্রিকা মহাদেশ


সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
১। তোমার জানা পাঁচটি দেশের এবং পাঁচটি বিদেশের পর্যটন কেন্দ্রের নাম লেখো।
উঃ। পাঁচটি দেশের মধ্যে পর্যটন কেন্দ্র হলো— দীঘা মুকুটমনিপুর কাশ্মীর, পুরী, গোয়া, সিমলা।

পাঁচটি বিদেশের পর্যটন কেন্দ্র হলো— ব্যাংকক আইসল্যান্ড নরওয়ে সুইৎজারল্যান্ড, সিঙ্গাপুর, ব্যাংকক, প্যারিস, লন্ডন।


২। কবিতায় কেষ্ট, বিষ্টু, মহেশ্বর এগুলি কাদের নাম?
উঃ। কবিতায় কেষ্ট শব্দটি কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম। বিষ্টু নামটি এসেছে বিষু অর্থাৎ নারায়ণের নাম থেকে আর মহেশ্বর হল শিব বা মহাদেবের আর একটি নাম।


৩। পর্যটন কবিতায় কে কী পোশাকে কোথায় পর্যটনে যাচ্ছে?
উঃ। মাথায় মস্ত একটি পাগড়ি এঁটে দাড়ি রেখে গোঁফ ছেটে কেষ্টবাবু বাদাকশান বেড়াতে গেলেন। বিষ্টুবাবু কুলির মাথায় মাল চাপিয়ে সিংহের মতো লাফ দিয়ে মোসাম্বায় বেড়াতে চললেন আর ভরদুপুর বেলা ধুলো উড়িয়ে মহেশ দাস সান্টা ফে বেড়াতে চলে গেলেন।


৪। এত বেড়াবার জায়গা থাকতে কবিকে শ্যামবাজার যেতে হলো কেন?

উঃ। দেশে-বিদেশে বেড়ারনোর জন্য টাকা পয়সার প্রয়োজন। কিন্তু কবির কাছে খরচ করার মতো একটি মাত্র টাকাই রয়েছে। তাই কবি কলকাতার মধ্যে চেনা জায়গা শ্যামবাজার যেতে হলো ‌



১।