সমাজবিজ্ঞান বৃত্তি পরীক্ষা চতুর্থ শ্রেণি ২০১৫ চতুর্থ শ্রেণী প্রশ্নের উত্তর/ samaj biggan britti 2015 question answers
২০১৯ সাল বৃত্তি বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের উত্তর এই লিংকে ক্লিক করে দেখুন
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৫
-
পূর্ণমান- ৫০
বিষয় : বিজ্ঞান সময়: ১ ঘন্টা ৩০ মিঃ
৫ × ১ = ৫
১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) :
ক) গাছ খাবার তৈরী করে-----।
উঃ- পাতায়
খ) দাঁতের বেশীরভাগ অংশটাই মাড়ির------থাকে।
উঃ-ভিতরে
গ) ---------থেকে শক্তি পাই।
উঃ-খাবার
ঘ)বাতাসে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম-----।
উঃ- নাইট্রোজেন
ও) সব খাবারই আমরা পাই আসলে------থেকে।
উঃ- উদ্ভিদ
চ) কেরোসিন, পেট্রল এগুলি------বস্তু।
উঃ-দাহ্য
।২। সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো পাঁচটি) :
ক) দুটি জীব ও দুটি জড়ের নাম লেখ।
উঃ- দুটি জীবের নাম হল হাঁস, মুরগি, গরু ।
দুটি জড়ের নাম হল ইট ,কাঠ, বালি পাথর।
খ) কঠিন পদার্থ কাকে বলা হয় ? উদাহরণ সহ লেখ।
উঃ- যে সকল পদার্থের নিজস্ব আকার আছে সেগুলিকে কঠিন পদার্থ বলে উদাহরণ পাথর ইট।
গ) নুনজল থেকে নুন কি করে আলাদা করবে?
উঃ- নুন জলকে ফোটালে জল বাষ্প হয়ে বেরিয়ে যাবে ।শেষে নুন পড়ে থাকবে।
ঘ) দাহ্য বস্তু কি? উদাহরণ সহ লেখ।-
উঃ- যেসব বস্তু আগুনে পুড়ে যায় সেগুলোকে দাহ্য বস্তু বলে যেমন কাঠ ,কয়লা ।
ঙ) ভেষজ গাছ কাকে বলে? দুটি উদাহরণ দাও।
উঃ- যেসব গাছ থেকে ওষুধ পাওয়া যায় সেগুলিকে ভেষজ গাছ বলে। যেমন তুলসী, সিংকোনা ।
চ) কেন্নোকে ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায়। কিন্তু টিকিটিকিকে ছুঁলে তা গোল হয় না কেন?
উঃ-কেন্নো কে ছুলে গোল হয়ে গুটিয়ে যায় কারণ কেন্নোর শিরদাঁড়া নেই। টিকটিকির শিরদাঁড়া আছে তাই গোল হয় না।
গ) দাঁত কিভাবে খারাপ হয়?
উঃ- ভালো করে দাঁত না মাজলে দাঁতের গোড়ায় খাবারের টুকরো জমা হয়। তাতে মুখে দুর্গন্ধ এবং দাঁত খারাপ হয়ে যায়। খাবার আগে এবং পরে দাঁত মাজা উচিত।
ঘ) উঁচু পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয় কেন?
উঃ- পাহাড়ের উপরে উঠলে বাতাস কমে যায়। তাই শ্বাস নিতে কষ্ট হয়
ঙ) যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
ক) পাখীরা আকাশে উড়তে পারে কেন?
উঃ- পাখিদের শরীরে ভেতরে বায়ুস্তলি থাকে। তাই পাখিরা আকাশে উড়তে পারে।
খ) একটি গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের দিকের গায়ে ফোঁটা ফোঁটা জল জমেকেন?
উঃ-গ্লাসে বরফ লাগলে গ্লাসটি ঠান্ডা হয়। বাতাসে জলীয় বাস্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়।
গ)মেঘ কিভাবে তৈরি হয়?
উঃ- নদী-নালা ,খাল ,বিল থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে ঠান্ডায় ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি হয়।
ঙ)গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝবে?
উঃ- কিছু পরিমাণ গ্যাস গ্যাস সিলিন্ডারে ভরলে দেখা যাবে সেটা অনেক ভারী হয়ে গেছে। তাই বোঝা যায় গ্যাসের ভর আছে
৪.যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও :
উঃ-
ক) বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন?
উঃ- চোরা শিকারীরা বাঘের দাঁত চামড়ার লোভে শিকার করছে। তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে।
খ) গাছ কিভাবে খাবার তৈরি করে?
উঃ- গাছ সূর্য থেকে সূর্যালোক ,বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, মাটি থেকে জল নিয়ে ক্লোরোফিল এর সাহায্যে খাবার তৈরি করে।
গ)সুষম খাবার কাকে বলে?
ক)উঃ- যেসব খাবারে সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে সেই সব ধরনের খাবার পরিমাণ মতো মিলেমিশে খাওয়া হল সুষম আহার
৫। ভুল সংশোধন করো :
ক) সাপের লেজে বিষথলি থাকে।
উঃ- সাপের দাঁতে বিষথলি থাকে।
খ) সব মানুষের সুষম আহার একই রকমের।
উঃ-সব মানুষের সুষম আহার আলাদা রকমের।
গ) তরলের নিজস্ব আকার আছে।
উঃ-কঠিনের নিজস্ব আকার আছে।
ঘ) সব প্রাণীরই দাঁত থাকে।
উঃ-সব প্রাণীরই দাঁত থাকে না।
ঙ) প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়।
উঃ-প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না।
৫ × ৪ = ২০
২ × ৫ = ১০
২০১৯ সালের বৃত্তি বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের উত্তর দেখুন