class 4 britti biggan 2016 question answer / চতুর্থ শ্রেণি বিজ্ঞান বৃত্তি পরীক্ষা ২০১৬ সালের প্রশ্নের উত্তর
২০১৫ সালের বিজ্ঞান প্রশ্নের দেখুন
2022 সালের গণিত প্রশ্নের উত্তর দেখুন
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৬
পূর্ণমান – ৫০
বিষয় : বিজ্ঞান সময় : ১ ঘন্টা ৩০ মিঃ
১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) :
ক) সব খাবারের উৎস------
উঃ-উদ্ভিদ
খ) শিমুল গাছ থেকে আমরা----পাই।
উঃ-তুলো
গ) গ্যাস ----- পড়ে।
উঃ-ছড়িয়ে
ঘ) খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে---- যন্ত্র লাগে।
উঃ- অণুবীক্ষণ
ঙ) -------গাছে কোনদিন জল দিতে হয়না।
গ)উঃ- ফনিমনসা
চ) সুষম খাবারের মধ্যে মূলত--- ধরনের খাবার থাকে
উঃ- চার
২। ভুল সংশোধন কর (যে কোনো পাঁচটি) :
ক) সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে।
উঃ-সব জায়গায় বাতাসের উপাদানগুলি আলাদা পরিমাণে থাকে।
খ) লোহার পেরেক একটি পদার্থ, আর লোহা হল বস্তু।
উঃ-লোহার পেরেক একটি বস্তু, আর লোহা হল পদার্থ।
গ)সজারুর পায়ে কাঁটা নেই।
উঃ-সজারুর পায়ে কাঁটা আছে।
ঘ) ডোডো একটি পশু।
উঃ-ডোডো একটি পাখি।
ঙ) গ্যাসের ভর নেই।
উঃ-গ্যাসের ভর আছে।
চ) ব্যাঙেদের খাবার হল ঘাস।
উঃ-ব্যাঙেদের খাবার হল পোকামাকড়।
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
ক) ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টা শুকিয়ে যায়। জলটা কোথায় যায়?
উঃ- ভিজে কাপড় রোদ্দুরে রাখলে শুকিয়ে যায় কারণ সূর্যের তাপে ভিজে কাপড়ের জল বাষ্প হয়ে পড়ে উঠে যায়।
খ) কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে? কেন?
উঃ-কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে দেখা যাবে জল খানিকটা উপচে পড়ে গেল। কারণ জলের পাথরের নিজস্ব একটি আয়তন থাকাযবেড়ে যাওয়ার কারণে জল উপচে পড়ে যায়।
গ) সব সাপ মেরে ফেললে কি হবে?
ঘ)উঃ- ইন্দুর দের সংখ্যা বেড়ে যাবে
ঘ) শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম লেখ।
উঃ- কেঁচো আরশোলা
উ) গিরগিটি নিজের রং বদলায় কেন?
উঃ- গিরগিটি শিকার ধরা এবং নিজেকে বাঁচানোর জন্য রং বদলায়।
চ) শরীরের সবচেয়ে কঠিন অংশ কি?
উঃ- শরীরের সবচেয়ে কঠিন অংশের নাম দাঁত।
৪। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
ক) কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই? কিভাবে পাই?
৫× ৩ = ১৫
উঃ- খাবার থেকে আমরা কাজ করার শক্তি পাই ।খাবার এর মধ্যে যে পুষ্টি গুন থাকে সেগুলি আমাদের শক্তি বৃদ্ধি করে।
খ) বাতাসের তিনটি উপাদানের নাম লেখ।
উঃ- বাতাসে তিনটি উপাদানের নাম জলীয় বাষ্প ,অক্সিজেন ,নাইট্রোজেন
গ) বরফ থেকে যে ধোঁয়া বেরুতে দেখা যায় তা আসলে কি ব্যাখ্যা কর।
উঃ-ঘ) বরফ থেকে যে ধোঁয়া বেরুতে উঠে দেখা যায় তা আসলে বাস্প। বরফ যখন জলকণায় পরিণত হয় তখন বাষ্প দেখা যায়।
ঘ) দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন?
উঃ- দৌড়ানো ফলে শরীরে অনেক অক্সিজেনের দরকার হয়। তখন আমরা বারবার জোরে জোরে সাহস নেই
ঙ) . কী করলে ফুসফুস ভালো থাকে?
উঃ- ছুটোছুটি করলে, সাঁতার কাটলে ,মুক্ত বাতাসে বেড়ালে এবং শরীরে অন্যান্য এক্সারসাইজ করলে ফুসফুস ভাল থাকে
চ) খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার? সেগুলি কোথা থেকে পায় ?
উঃ- খাবার তৈরীর সময় উদ্ভিদের জল , কার্বন ডাই অক্সাইড এবং সূর্যালোক দরকার হয়
জল- মাটি থেকে পায়।
কার্বন-ডাই-অক্সাইড গ্যাস- বাতাস থেকে পায় ।
সূর্যালোক -সূর্য থেকে পায় ।
৫। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ৫ = ১৫
ক)প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায় ? কিভাবে সংরক্ষণ করা যায় ?
উঃ- লুপ্তপ্রায় প্রাণীগুলিকে বাঁচিয়ে রাখার জন্য যে পরিকল্পনা নেয়া হয় তাকে সংরক্ষণ বলে ।
সংরক্ষণ করতে হলে পশুপাখি কেন হারিয়ে যাচ্ছে ,তাদের বাসস্থান ঠিক আছে কিনা, তাদের খাদ্য ঠিকমতো পায় কিনা এবং চোরা শিকারিরা পশু প্রাণী হত্যা করছে কিনা, এসব লক্ষ্য রাখতে হয়।
খ) জলের ভর আছে তা কিভাবে বুঝবে?
উঃ- ভর বলতে বুঝি বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে। কিছু পরিমাণ জলকে নিয়ে দাঁড়িপাল্লায় ওজন করলে দেখা যাবে ভর আছে।
গ) পদার্থ কাকে বলা হয়? পদার্থের তিনটি অবস্থা কি কি? প্রতিটির একটি করে উদাহরণ দাও। একটি অবস্থা থেকে অন্য যে কোনও একটি অবস্থায় পরিবর্তনের একটি
উদাহরণ দাও।
উঃ- বস্তুর যেসব উপাদান দ্বারা গঠিত সেগুলি পদার্থ।
যেমন লোহার তৈরি গজাল ।এখানে লোহা পদার্থ ।সোনার গহনা এখানে সোনা হলো পদার্থ। বরফ জলের কঠিন অবস্থা এই অবস্থা থেকে যখন গলে জল হয়ে যায় তখন হয় তরল পদার্থ।
ঘ) খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন?
উঃ- খেতে খেতে কথা বললে অনেক সময় খাদ্য শ্বাসনালীতে আটকে যায়। তাকে বিষম লাগা বলা হয়।