আমার গণিত চতুর্থ শ্রেণি সরল অংক ৩০ অধ্যায় ২২৮ পাতা/class 4 saral math 228 page 30 chapter - Online story

Tuesday 6 September 2022

আমার গণিত চতুর্থ শ্রেণি সরল অংক ৩০ অধ্যায় ২২৮ পাতা/class 4 saral math 228 page 30 chapter

 


  ১ থেকে ৭পাতা অংকের সমাধান দেখুন।

  পরের পাতার অংক গুলি দেখুন

 আমার গণিত চতুর্থ শ্রেণি
সরল অংক ৩০ অধ্যায় ২২৮ পাতা
নিজে করি
সরল অংকের প্রথম নিয়ম

★প্রথম নিয়ম-শুধু যোগ বিয়োগের চিহ্ন থাকলে <
যোগ বিয়োগের নিয়ম অনুসারে প্রথমে সাজিয়ে নিতে হয় যোগের অংকগুলিকে অর্থাৎ কোন সংখ্যার বাঁদিকে চিহ্নটা সেই অংক চিহ্ন হিসেবে ধরে নিয়ে সাজাতে হয়। প্রথমে যোগের কাজ  শেষে বিয়োগের কাজ করতে হয়।

★ দ্বিতীয় নিয়ম -অংক রাশির মধ্যে যদি যোগ-বিয়োগ এবং বিভিন্ন থাকে তাহলে গুণের কাজটি আগে করে পরে যোগ দিয়েছেন নিয়ম ব্যবহার করতে হবে।

★তৃতীয় নিয়ম। -অংকের মধ্যে যদি যোগ বিয়োগ এবং ভাগে চিহ্ন থাকে তাহলে প্রথমে ভাগের কাজ তারপর যোগ বিয়োগের নিয়মে কাজ করতে হবে।

★ চতুর্থ নিয়ম -অংকের মধ্যে যদি শুধুমাত্র গুণ এবং ভাগ থাকে তাহলে প্রথম থেকে করতে হবে পরপর করতে হবে ।

★পঞ্চম নিয়ম -যদি বন্ধনে থাকে তাহলে প্রথম বন্ধনী কাজ প্রথম দ্বিতীয়বন্ধনের কাজ করতে হই
বে
 

নিচের অংকটি যোগ এবং বিয়োগের অংক তাই অংক গুলিকে সাজিয়ে নিয়ে প্রথমে যোগের কাজ শেষের কাজ করতে হবে।
(১) ৮–৯ + ৩
= ৮+৩-৯
= ১১-৯
=২
অঙ্গটি যোগ এবং বিয়োগের অংক গুলিকে সাজিয়ে নিয়ে প্রথমে যোগের কাজ শেষে বিয়োগের কাজ করতে হবে
(২) ১-৬ + ৯
= ১ + ৯-৬
= ১০-৬
= 8

নিচের অংকটি যোগ বিয়োগের নিয়ম নিয়ম
(৩) ৬ + ৭–১৮ +৯
= ৬ + ৭ + ৯-১৮
= ২২-১৮
= 8

এটাও যোগ বিয়োগের নিয়ম নিয়ম
(৪) ১৩ + ৫-২০ - ৮
= ১৩ + ৫ + ৮-১০
= ২৬–২০
=৪
এটাও যোগ বিয়োগের নিয়ম
(৫) ৭–৯ + ৪-১
= ৭ + ৪-৯-১
= ১১-১০
=১

এটাও যোগ বিয়োগের নিয়ম
(৬) ৫-৮ +১০-২
= ৫ + ১০–৮-২
= ১৫-১০
এটাও যোগ বিয়োগের নিয়ম

(৭) ৮-১০ + ৫-২
= ৮ + ৫-১০-২
= ১৩-১২
= ১
এই অংকটি ও যোগ বিয়োগের নিয়ম ব্যবহার করতে হবে
(৮) ৯–৩ +১০ – ১২
= ৯ + ১০ – ৩ – ১২
= ১৯-১৫
= 8
এই অংকটিও যোগ বিয়োগের নিয়ম ব্যবহার করতে পারবেন

(৯) ১২-৫ +৯+২
= ১২ + ২–৫-৯
= ১৪-১৪
= 0


৩১ -অধ‍্যায়


সরল অংকের দ্বিতীয় নিয়ম
যোগ বিয়োগ চিহ্নের সাথে যদি গুন বা ভাগের চিহ্ন থাকে, তাহলে গুণ অথবা ভাগে কাজটি আগে করে নেবে। যেটা থাকবে সেটা ।তারপরে যোগ বিয়োগের নিয়ম ব্যবহার করব । প্রথম নিয়ম অনুসারে অর্থাৎ যোগ বিয়োগের চিহ্ন সাজিয়ে নিয়ে আমরা অংকটা করতে পারব।
নিজে করি :
(১) ৩×৮–৩০+৬
= ২৪+৬–৩০
=৩০-৩০
= ০ উ:


এই অংকটিতে দ্বিতীয় নিয়ম ব্যবহার করা হয়েছে যোগ বিয়োগের সঙ্গে গুন আছে তাই আগে গুণের কাজ পরে  সাজিয়ে নিয়ে যোগ বিয়োগের কাজ।

(২) ২০-২৮+৩×৮
= ২০-২৮+২৪
= ২০+২৪-২৮
= ৪৪-২৮
= ১৬ উ:
নিচের অংকটিতে গুণ যোগ এবং বিয়োগের চিহ্ন আছে তাই প্রথমে গুণের কাজটি করে নিয়ে সাজিয়ে নিতে হবে যোগ বিয়োগে চিহ্নগুলিকে তারপরে ওদের কাজ শেষে গেলে

(৩) ৭×৫-১০+২
= ৩৫+২-১০
= ৩৭-১০
= ২৭ উ:

অংকুরেতে গুণ যোগ-বিয়োগের অংক আছে তাই আগের নিয়ম মত হবে
(৪) ৫৬-৫×১২+৮
= ৫৬–৬০+৮
= ৫৬+৮–৬০
=৬৪-৬০
=৪উঃ

এটিও আগের নিয়মের মতো
(৫)৪০-৩৫+৩×৩
= 40–35+৯
= 80+5-0
= ১৪ উ:
এটিও আগের নিয়মের মতো
(৬) ৩৯–৭×৭+১২
= ৩৯-৪৯+১২
= ৩৯+১২-৪৯
= ৫১-৪৯
=২


নিজে করি :
নিচের অংকগুলিতে ভাগ যোগ এবং বিয়োগের চিহ্ন আছে তাই প্রথমে ভাগে কাজ করে নিয়ে যোগ বিয়োগে চিহ্নগুলি সাজিয়ে নিতে হবে। পরে যোগের কাজ এবং শেষে বিরোধীদের কাজ।
(১) ১৮÷ ৩+৯-১২
= ৬+৯-১২
= ১৫-১২
= ৩ উঃ
আগের নিয়মের মতো হবে
(৪) ৬-১২+৩৬÷৪
= ৬-১২+৯
= ৬+৯-১২
= ১৫-১২
=৩ উঃ
আগে নিয়মের মত হবে
(২) ৭-৩২÷৪+৯
= ৭-৮+৯
= ৭+৯-৮
= ১৬-৮
= ৮ উ:

আগের নিয়মের মতো হয়
(৫)৬-৪৪÷৪+৭
= ৬-১১+৭
= ৬+৭-১১
= ১৩-১১
= ২ উঃ
আগের নিয়মের মতো হবে

(৩) ৮০÷৫-১০+৮
= ১৬-১০+৮
= ১৬+৮-১০
= ২৪-১০
= ১৪ উঃ
অংকটিতে গুণভাগে চিহ্ন আছে তাই প্রথম থেকে পরপর করতে হবে
(৫) ৪৯÷ ৭×৯
= ৭×৯
= ৬৩ উ:
নিচের অংকটি ভাগ যোগ এবং বিয়োগের অংক তাই প্রথমে ভাগ করতে হইবে পরে যোগ শেষে বিয়োগ
(৬) ১১+২-৪৫÷৫
= ১১+২-৯
= ১৩–৯
= ৪ উঃ

নিজে করি :


নিচের অংকটি গুণ এবং ভাগের সরল তাই প্রথম থেকে পরপর কাজ করতে হবে
(১) ৮১÷ ৯× ৮
= ৯×৮
= ৭২ উ:

★নিচে অংকটি এখানে নিয়মটি ভাগ এবং গুণের তাই পর পর হবে প্রথম থেকে।
(২) ৭৭÷ ৭ × ৫
= ১১×৫
= ৫৫ উ:


★নিচের অংকটি গুণ ও ভাগের অংক তাই প্রথম থেকে করিতে হইবে
(৪) ১৮×৫÷ ৯
= ৯০ ÷৯
= ১০

নিচের অংকটি ভাগ এবং গুণের তাই প্রথম থেকে কাজ করতে হবে।
(৫) ৪৯÷ ৭×৯
= ৭×৯
= ৬৩ উ:

★নিচের অংকটি গুন এবং ভাগের তাই প্রথম থেকে  শুরু করতে হবে
(৬) ৫৪÷৬×৪÷১২
= ৯×৪ ÷ ১২
= ৩৬÷১২
= ৩ উ:

★নিচের অংকটি গুণ এবং ভাগের কাজ তাই নিয়ম অনুসারে প্রথম হইতে হবে
(৭) ১৬×৫÷৪×৩
=৮০ ÷৪ × ৩
= ২০ × ৪
= ৮০


★নিচের অংকটি গুণ ও ভাগের অংক তাই প্রথম থেকে করিতে হইবে।
(৮) ৪২×৬÷ ৭×৫
= ২৫২ ÷৭ × ৫
=৩৬ ×৫
= ১৮০ উ:

★নিচের অংকটি ভাগ গুন এবং বিয়োগের তাই প্রথমে ভাগের কাজ পরে গুণের কাজ শেষে বিয়োগের কাজ।
(৯) ৩২÷৮×৮-১০
= ৪×৮-১০
= ৩২-১০
= ২২ উ:


★নিচের অংকটি গুণভাগ এবং বিয়োগের অংক তাই প্রথমে ভাগে কাজ পরে গুণের কাজ শেষে বিয়োগের কাজ করতে হবে।
(১০) ৮৪–৪৮ ÷৪ × ৭
= ৮৪-১২ × ৭
= ৮৪-৮৪
= ০ উ:

★নিচের অংকটি গুণ ভাগ এবং বিয়োগের অংক তাই প্রথমে ভাগ করে গুন শেষে বিয়োগ
(১১) ৭২÷ ৮ ×৯–২০
= ৯×৯ – ২০
= ৮১-২০
= ৬১ উ:

★এখানে নিয়মটি ভাগ গুণ বিয়োগ আছে তাই প্রথমে ভাগ পরে গুন শেষে বিয়োগের কাজ
(১২) ৭০-২৫÷৫ × ৫
= ৭০ ÷ ৫ × ৫
= ৭০-২৫
= ৪৫ উ:

★নিচের অংকটি ভাগ গুণ এবং যুগের অংক তাই প্রথমে ভাগের কাজ পরে গুণের কাজ শেষে যোগের কাজ করতে হইবে
(১৩) ৬৮÷৪+৫×৮
= ১৭+৫×৮
= ১৭ + ৪০
= ৪৭ উ:


★নিচের অংকটিও গুণ ভাগ ও বিয়োগের অংক তাই প্রথমে ভাগ করে গুণ শেষে বিয়োগ
(১৪) ৪ ×৬৪÷৮–৬
= ৪×৮-৬
= ৩২-৬
= ২৬ উ:


★নিচের অংকটি একই চিহ্নের কাজ অর্থাৎ ভাগের কাজ আছে তাই প্রথম থেকে করিতে হইবে
(১৫) ৮১÷৯÷৩
= ৯÷৩
= ৩

★নিচের অংকটি শুধুমাত্র গুণের অংক অর্থাৎ একই চিহ্নর অংক তাই প্রথম থেকে গরিতে হইবে।
(১৬) ১৫×৪×৩
= ৬০×৩
= ১৮০ উ:
 
পরের অংকগুলি দেখতে এই লিংকে ক্লিক করুন