সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায় ১২/class 7 poribesh o jna sawshtha chapter - Online story

Friday 9 September 2022

সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায় ১২/class 7 poribesh o jna sawshtha chapter

 



 

 

 সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায় ৮

পরিবশ ও জনস্বাস্থ্য

প্রশ্ন-গোদ রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি?
উঃ-গোদ রোগের জন্য দায়ী জীবাণু হল উচেরেরিয়া ব্যাংক্রফটি (Wuchereria bancrofti)

প্রশ্ন-গোদকৃমি বা উচেরেরিয়া-র মুখ্য পোষক কী?
>>গোদকৃমির মুখ্য পোষক হল মানুষ।


 প্রশ্ন-গোদকৃমি বা উচেরেরিয়ার গৌণ পোষক কী?
» গোদকৃমির গৌণ পোষক হল কিউলেক্স মশকী।
প্রশ্ন-মানুষের দেহে উচেরেরিয়া-র সংক্রমণকারী দশাটি কী?
» মানুষের দেহে উচেরেরিয়ার সংক্রমণ দশাটি হল মাইক্রোফাইলেরিয়া।

প্রশ্ন- এসেফেলাইটিস কী ধরনের রোগ?
» এসেফেলাইটিস ভাইরাসঘটিত রোগ।

প্রশ্ন- এসেফেলাইটিস রোগ কোন প্রকার মশকীর দ্বারা বাহিত হয়?
> এসেফেলাইটিস কিউলেক্স/ এডিস মশকী দ্বারা বাহিত হয়।


প্রশ্ন- BCG-এর পুরো নাম কী?
>> ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (Bacillus calmette-guerin)।


প্রশ্ন-গোরুর দুধ কোন রোগের বাহক হতে পারে?
» গোরুর দুধ যক্ষ্মা রোগের বাহক।

প্রশ্ন-আমাশয় রোগের জীবাণুর নাম কী?
» আমাশয় রোগের জীবাণুর নাম এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba histolytica)।


প্রশ্ন-কলেরা রোগের জীবাণুর নাম কী?

>> কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি (Vibrio cholerae)।

প্রশ্ন-ব্যাকটেরিয়া শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?


>ব্যাকটেরিয়া শব্দটি গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন (Bakterion)বা ব্যাকট্রন (Baktron) থেকে উৎপত্তি হয়েছে,

প্রশ্ন-ব্যাকটেরিয়া কথা অর্থ কি?

>যার অর্থ ছোটো দণ্ড।


প্রশ্ন-কোন্ ব্যাকটেরিয়া মানবদেহে টাইফয়েড রোগ ছড়ায়?
>> সালমোনেল্লা টাইফি (Salmonella typhi) মানবদেহে টাইফয়েড রোগ ছড়ায়।


প্রশ্ন- OPV-এর পুরো নাম কী?
>> OPV-এর পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন (Oral Polio Vaccine)।

প্রশ্ন- OPV-এর আবিষ্কারক বিজ্ঞানীর নাম লেখো।

» OPV-এর আবিষ্কারক বিজ্ঞানী সেবিন।


প্রশ্ন-জলাতঙ্ক রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কী?
>> জলাতঙ্ক রোগের জন্য দায়ী ভাইরাস হল র‍্যাবিস্ ভাইরাস (Rabis virus ) ।


প্রশ্ন-পোলিও মায়েলাইটিস ভাইরাস মানুষের কোন তন্ত্রবকে আক্রমণ করে?

» পোলিও মায়েলাইটিস ভাইরাস মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে।
একটি বা দুটি বাক্যে উত্তর দাও


প্রশ্ন- WHO-র পুরো নাম কী?

>>WHO-এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন।

প্রশ্ন- সংক্রামক ব্যাধি প্রতিরোধের আসল উপায় কী?
» সংক্রামক ব্যাধি প্রতিরোধের আসল উপায় হল জনশিক্ষার প্রসার।

প্রশ্ন- দেহ ও মনের সুখানুভূতিকে এককথায় কী বলে?
>>দেহ ও মনের সুখানুভূতিকে এককথায় বলে স্বাস্থ্য।

প্রশ্ন-কোন্ বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন?

>ডক্টর এডওয়ার্ড জেনর (গুটি বসন্তের ভ্যাকসিন) প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন।

প্রশ্ন- একটি প্রোটোজোয়াঘটিত জলবাহিত রোগের নাম লেখো।

>একটি প্রোটোজোয়াঘটিত জলবাহিত রোগ হল অ্যামিবায়োসিস।

প্রশ্ন- যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী?
>> যক্ষ্মা রোগের জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম
টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis)।


প্রশ্ন-কোন্ প্রকার প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া রোগ হয়?

>> প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স (Plasmodium vivax) দ্বারা ম্যালেরিয়া রোগ হয়।


প্রশ্ন-ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন ভাইরাস ?
>> ডেঙ্গু রোগের জন্য দায়ী ভাইরাস হল ফ্ল্যাভি ভাইরাস (Flavi Virus)।


প্রশ্ন-গোদ রোগের অপর নাম কী?
>> গোদ রোগের অপর নাম ফাইলেরিয়া/এলিফ্যান্টিয়াসিস।

প্রশ্ন-কোন্ মশকীর কামড়ে গোদ রোগ হয়?
>> কিউলেক্স মশকীর কামড়ে গোদ রোগ হয়।


প্রশ্ন- মানুষের লসিকা নালি ও লসিকা গ্রন্থিতে কোন্ রোগের জীবাণু পাওয়া যায় ?
>> মানুষের লসিকা নালি ও লসিকা গ্রন্থিতে গোদ/ ফাইলেরিয়া রোগের জীবাণু পাওয়া যায়।

প্রশ্ন- DPT বলতে কী বোঝায়?
>> DPT বলতে বোঝায় ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস।


প্রশ্ন- কলেরা রোগের বাহক কী?
>> কলেরা রোগের বাহক হল মাছি।

প্রশ্ন- গোলাকার ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগের নাম লেখো।
>> গোলাকার ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ হল পোলিও।

প্রশ্ন- দণ্ডাকার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগের নাম লেখো।
>> দণ্ডাকার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগের নাম হল টাইফয়েড।


 প্রশ্ন-জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি?
>> জ্বর মাপার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি।

প্রশ্ন-রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভেতরের কোনো অঙ্গের ছবিতোলা হয় কীসের সাহায্যে?

>এক্স রশ্মির সাহায্যে রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভেতরের কোনো অঙ্গের ছবি তোলা হয়।

প্রশ্ন-‌ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের পরিবর্তে রাস্তায় ইদানীং কোন্ ধরনের আলো ব্যবহার করা হচ্ছে?

>> ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের পরিবর্তে রাস্তায় ইদানীং ‘ফ্লুরোসেন্ট বাল্ব’ ব্যবহার করা হচ্ছে।

প্রশ্ন- থার্মোমিটারে এবং ফ্লুরোসেন্ট বাল্ব তৈরিতে কোন্ তরল ধাতু ব্যবহার করা হয়?
>> থার্মোমিটারে এবং ফ্লুরোসেন্ট বাল্ব তৈরিতে পারদ ব্যবহার করা হয়।

প্রশ্ন-কোন্ ভাইরাসের আক্রমণে সর্দিকাশি দেখা দেয়?
>> রাইনো ভাইরাসের আক্রমণে সর্দিকাশি দেখা দেয়।

প্রশ্ন- ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কী?
» ডিপথেরিয়া রোগের জীবাণুর, নাম করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি।


প্রশ্ন- মাম্পস্ রোগের জীবাণুর নাম কী?
» মাম্পস্ রোগের জীবাণুর নাম মাম্পস্ ভাইরাস।


প্রশ্ন-গুটিবসন্ত বা স্মল পক্স রোগের জীবাণুর নাম কী?
>> গুটি বসন্ত বা স্মল পক্স রোগের জীবাণুর নাম ভ্যারিওলা মেজর এবং ভ্যারিওলা মাইনর।

 প্রশ্ন-ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম লেখো।
>> ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।


প্রশ্ন-হাম রোগের জীবাণুর নাম কী?
>> হাম রোগের জীবাণুর নাম মিজল্স্ ভাইরাস।

প্রশ্ন-রুবেলা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী?
>> রুবেলা রোগের জন্য দায়ী জীবাণুর নাম রুবেল্লা ভাইরাস।

প্রশ্ন- MMR বলতে কী বোঝায়?
>> MMR বলতে বোঝায় মিজ, মাম্পস্, রুবেল্লা।


প্রশ্ন-WHO নির্দেশিকা অনুযায়ী পানযোগ্য জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত?
» WHO নির্দেশিকা অনুযায়ী পানযোগ্য জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা 0.01 মিলিগ্রাম/লিটার।

প্রশ্ন- জলে আর্সেনিকের পরিমাণ বা মাত্রা কত হলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে?
» এক লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে।

প্রশ্ন-ভারতে পানীয় জলে ফ্লুরাইডের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত?

>ভারতে পানীয় জলে ফ্লুরাইডের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা 1.2 মিলিগ্রাম/লিটার।

প্রশ্ন-আর্সেনিকোসিস কী?
» আর্সেনিকোসিস হল আর্সেনিক দূষণের ফলে মানবদেহের একটি রোগ।

প্রশ্ন-
অস্থিসন্ধি শক্ত হয় এবং হাঁটুতে ‘নক্‌নি’রোগ দেখা যায় ?
>> ফ্লুরোসিস রোগে অস্থিসন্ধি শক্ত হয় এবং হাঁটুতে নক্‌নি' রোগ দেখা যায়।


প্রশ্ন-আর্সেনিক দূষণের ফলে আমাদের দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
>> আর্সেনিক দূষণের ফলে মানুষের ত্বক, স্নায়ুতন্ত্র এবং রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়।


প্রশ্ন-পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিকের প্রাধান্য আছে?

» পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগণা জেলায় মাটির নীচে আর্সেনিকের প্রাধান্য আছে।

প্রশ্ন- মিনামাটা রোগের জন্য দায়ী পারদের যৌগের নাম কী?

» মিনামাটা রোগের জন্য দায়ী পারদের যৌগের নাম মিথাইল মার্কারি।

 প্রশ্ন-মিনামাটা রোগের আবির্ভাব পৃথিবীর কোন্ শহরে হয়েছিল?
» জাপানের একটি ছোটো শহর মিনামাটাতে সর্বপ্রথম মিনামাটা রোগের আবির্ভাব ঘটে।

প্রশ্ন- মিনামাটা রোগের দুটি লক্ষণ লেখো।
» মিনামাটা রোগের প্রধান দুটি লক্ষণ হল—পেশির খিঁচুনিও দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া।


প্রশ্ন-অতিরিক্ত গ্লুকোজ ও ফ্যাট রক্তে ক্রমাগত জমা হতে থাকলে কোন্ রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় ?
» অতিরিক্ত গ্লুকোজ ও ফ্যাট রক্তে ক্রমাগত জমা হতে থাকলে ডায়াবেটিস রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়।

প্রশ্ন- ডিসলেক্সিয়া রোগের উপসর্গগুলি লেখো।
>> অক্ষর চেনা ও লেখা, বানান মনে রাখা, অঙ্কের হিসেব করাএবং বিভিন্ন তথ্য মনে রাখার ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। পড়া বুঝতে, মনে রাখতে আর লিখতেও অসুবিধা হয়।

প্রশ্ন- UNICEF-এর পুরো কথাটি কী?

» UNICEF-এর পুরো কথাটি হল ইউনাইটেড নেশনস্ ইন্টারন্যাশনাল চিলড্রেনস্ এমারজেন্সি ফান্ড (United
Nations International Children's Emergency Fund) |


 প্রশ্ন- UNICEF কবে গঠিত হয়?
>» UNICEF 1946 সালের 11 ডিসেম্বর গঠিত হয়।

প্রশ্ন-খাবারে বিষক্রিয়া ঘটায় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।

>> খাবারে বিষক্রিয়া ঘটায় এমন একটি ব্যাকটেরিয়া হল—ক্লসট্রিডিয়াম(perfringens)।পারফ্রিনজেনস্
(Clostridium


প্রশ্ন- বটুলিসম রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত
নাম কী?

>> বটুলিসম রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত ক্লসট্রিডিয়াম বটুলিনাম (Clostridium botulinum)।


প্রশ্ন- অ্যালার্জি সৃষ্টিকারী দুটি খাদ্যোপাদানের নাম লেখো।
>> অ্যালার্জি সৃষ্টিকারী দুটি খাদ্যোপাদান হল – চিংড়ি এবং বেগুন।


 প্রশ্ন-ভেজাল সরষের তেল খেলে কোন্ রোগ দেখা দেয় ?

>> ভেজাল সরষের তেল খেলে ড্রপসি রোগ দেখা দেয়।


 প্রশ্ন-খেসারির বিজ্ঞানসম্মত নাম কী?

>> খেসারির বিজ্ঞানসম্মত নাম—ল্যাথিরাস স্যাটিভাস(Lathyrus sativus)।

*86 | লাড্ডু ও গুঁড়ো হলুদের সঙ্গে যে কৃত্রিম রং মেশানো হয়, তার নাম কী?
>> লাড্ডু ও গুঁড়ো হলুদের সঙ্গে যে কৃত্রিম রং মেশানো হয়,তার নাম মেটানিল ইয়োলো।


প্রশ্ন- উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদি সব্জিতে সবুজ রং করার জন্য যে কৃত্রিম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার নাম কী?
>>উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদিকে সবুজ করার জন্য ম্যালাকাইট গ্রিন ব্যবহার করা হয়।

প্রশ্ন- মেটানিল ইয়োলো এবং ম্যালাকাইট গ্রিন দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করতে থাকলে, কী রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে?
>> মেটানিল ইয়োলো এবং ম্যালাকাইট গ্রিন দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করতে থাকলে, ক্যানসার রোগ সৃষ্টি করে।