অষ্টম শ্রেণী বাংলা ভাষা চর্চা (৪ অধ্যায়) বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর /class 8 bhasa charcha 4 chapter
অষ্টম শ্রেণী বাংলা
ভাষা চর্চা (৪ অধ্যায়)
বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া
হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর।
১. ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :-
১.১ তোকে নিয়ে পারি না।—নিম্নরেখ অংশটি হলো ঃ
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) অব্যয়
(ঘ) ক্রিয়া।
উঃ। (গ) অব্যয়।
১.২ তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হলো ঃ
(ক) কথা বলতে বলতে
(খ) বলতে বলতে
(গ) এলে
(ঘ) চলে এলে।
উঃ। (খ) বলতে বলতে।
১.৩ মূলকে বলে—
(ক) সমাপিকা
(খ) অসমাপিকা
(গ) ধাতু
(ঘ) প্রত্যয়।
উঃ। (গ) ধাতু।
১.৪ ওর কথা আর তুমি বোলো না। ওকে কেউ পছন্দ করে না। আমি এটা জানি।—এই অংশে সর্বনামের সংখ্যা হলো—
(ক) ছয়
(খ) সাত
(গ) পাঁচ
(ঘ) চার।
উঃ। (ঘ) চার।
১.৫ আমি এবং সুভাষ কলকাতায় যাবো। কিন্তু তুমি যে যাবে সেটাও আমার জানা।—এই অংশে অব্যয়ের সংখ্যা হল –
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উঃ। (ক) দুই।
২.৩ কোন পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের পূর্ণ দোষ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে। বিশেষণ পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পরে পুষে , সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে যাচ্ছে।
২.৬ আমি লিখি।-বাকাটিতে কিনা বিশেষণ যোগ করে লেখো।
৩. নীচের বাকাগুলিতে কোনটি কোন শ্রেণির অব্যয় তা নির্দেশ করো :
৩.১ আমি আর তুমি সেখানে যাবো।
উঃ- সংযোজক অব্যয়
৩.২ বাঃ চমৎকার বলেছ।
উঃ- আবেগমূলক অব্যয়
৩.৩ এ তো মেয়ে মেয়ে নয়, দেয়া মিশ
উঃ- আলংকারিক অব্যয়
-৩.৪ শাবাস, এমন কাজ তো তোমাকেই মানায়।
উঃ- আলংকারিক অব্যয়
৩ ৫ তুমি বাসে সময়মতো আমার কাছে জিনিসটি পৌঁছে দেবে।
উঃ। সংযোজক অব্যয়।
পরের পর্ব-
কারক, বিভক্তি ও অনুসর্গ