অষ্টম শ্রেণী ভূগোল ওশিয়ানিয়া মহাদেশ ছোট ছোট প্রশ্ন উত্তর সহ / class 8 geography oshiyaniya mahadesh - Online story

Saturday, 24 September 2022

অষ্টম শ্রেণী ভূগোল ওশিয়ানিয়া মহাদেশ ছোট ছোট প্রশ্ন উত্তর সহ / class 8 geography oshiyaniya mahadesh

 

   উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর দেখুন


 ভূগোল
অষ্টম শ্রেণীর
ওশিয়নিয়া মহাদেশে
ছোট প্রশ্ন

প্রশ্ন- নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কোন্‌দিকে অবস্থিত?
উঃ। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত।

.প্রশ্ন- কোন্ কোন্ দ্বীপের সমন্বয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে?
উঃ। উত্তর দ্বীপ, স্টুয়ার্ট, চ্যাথাম এবং আরো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে।


 প্রশ্ন-নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? 

 উঃ। দক্ষিণ আল্পস পর্বতের মাউন্ট কুক। (3764 মিটার)


প্রশ্ন-. কুক প্ৰণালী কোথায় অবস্থিত? 

 উঃ। উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যস্থ প্রণালীর নাম কুক প্রণালী।


প্রশ্ন- নিউজিল্যান্ড দেশটি কারা আবিষ্কার করেন?
উঃ। ওলন্দাজরা নিউজিল্যান্ড দেশটি প্রথম আবিষ্কার করেন।


প্রশ্ন-ওশিয়ানিয়ার একটি সক্রিয়
আগ্নেয়গিরির নাম লেখো।

উঃ। মৌনালোয়া।

.প্রশ্ন- মারে-নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উঃ। মারে-নদী অস্ট্রেলিয়ান আল্পস থেকে উৎপন্ন হয়েছে।

 প্রশ্ন-মারে ডার্লিং অববাহিকায় কী কী খনিজ সম্পদ পাওয়া যায়?

উঃ রুপা, সীসা, দস্তা, সোনা, তামা, টিন প্রভৃতি উল্লেখযোগ্য খনিজ সম্পদ পাওয়া যায়।

. প্রশ্ন-মারে ডার্লিং অববাহিকার আয়তন কত?

উঃ। মারে ডার্লিং অরবাহিকার আয়তন প্রায় 9,1 বর্গকিমি।


প্রশ্ন- অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝে অবস্থিত মরুভূমিগুলির নাম লেখো।
উঃ। ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি।


প্রশ্ন-ডাউনস কাকে বলে?

উঃ। মারে- ডার্লিং অববাহিকা অঞ্চলে কম বৃষ্টিপাতের বিশাল তৃণভূমি অঞ্চলেকে ডাউনস বলে


প্রশ্ন- মারে ডার্লিং অববাহিকার জলবায়ু কী প্রকৃতি
র?
উঃ। মারে ডালিং নদী অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোয় প্রকৃতির।

প্রশ্ন- নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি ?

  উঃ। ওয়াইটাকি নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী।


প্রশ্ন- কোন শহরকে রূপার শহর' বলা হয়? 

উঃ। ব্রোকেনহিল শহরকে।


 প্রশ্ন-ওশিয়ানিয়ার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।
উঃ। রুয়াপেহু।


প্রশ্ন-পাপুয়া-নিউগিনির একটি নদীর নাম করো। 

 উঃ। ফ্লাই।


প্রশ্ন- নিউজিল্যান্ডের প্রধান নদ-নদীগুলি কী কী?

উঃ। ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামই, টায়েরি প্রভৃতি এখানকার প্রধান নদনদী।


প্রশ্ন- কোন্ মহাদেশে ক্যাঙ্গারু দেখা যায় ?
 উঃ। অস্ট্রেলিয়া মহাদেশে।


 প্রশ্ন-পৃথিবীর গভীরতম খাতটির নাম কী?
উঃ। মারিয়ানা খাত।



 প্রশ্ন-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোন্ গোলার্ধে অবস্থিত?
 উঃ। দক্ষিণ গোলার্ধে


প্রশ্ন- ওশিয়ানিয়ার কয়েকটি আগ্নেয় দ্বীপের নাম লেখো।
 উঃ। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি।


 প্রশ্ন-মারে ডার্লিং অববাহিকায় একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লেখো।
 উঃ। অ্যাডিলেড।


প্রশ্ন-টাসমানিয়া কোন্ প্রণালী দ্বারা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন?
উঃ। বাস প্রণালী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।


প্রশ্ন-..নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ কোন্‌টি?
উঃ।  তাউপো।

.প্রশ্ন-.. ওশিয়ানিয়া মহাদেশের লোকসংখ্যা কত?
উঃ। প্রায় সাড়ে তিন কোটি।


প্রশ্ন-... মারে ডার্লিং অববাহিকার দক্ষিণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কী কী ফলের চাষ হয়?
উঃ। আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, ন্যাসপাতি প্রভৃতি ফলের চাষ হয়।


প্রশ্ন-.. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কী ? এর উচ্চতা কত?
উঃ নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 2230 মিটার।

প্রশ্ন-.. ওশিয়ানিয়াকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?
উঃ। ওশিয়ানিয়াকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন—
(1) অস্ট্রেলেশিয়া, (2) মাইক্রোনেশিয়া, (3) মেলানেশিয়া, (4) পলিনেশিয়া।
প্রশ্ন-.. অস্ট্রেলিয়া কী উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
উঃ। পশম উৎপাদনে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে।
.প্রশ্ন-. ওশিয়ানিয়ার আয়তন কত?
উঃ। 44 লক্ষ বর্গকিমি।


প্রশ্ন-.. ওশিয়ানিয়া মহাদেশের সীমা আলোচনা করো।
উঃ। উত্তরে 15° উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47° দক্ষিণ অক্ষাংশ আর পশ্চিমে 114° পূর্ব দ্রাঘিমা থেকে 134° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।


. প্রশ্ন-.ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো। এর উচ্চতা কত?

উঃ। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম। এর উচ্চতা 4509 মি.।


. প্রশ্ন-.ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কী ? 

 উঃ। অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং।

প্রশ্ন-. মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসলগুলির নাম কী ?
উঃ। মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসল গম।

.প্রশ্ন-. মারে ডার্লিং অববহিকায় কোন্ কোন্ পশু পালিত হয়?
উঃ মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি উৎকৃষ্ট জাতের মেষ ও দুগ্ধ, মাংস প্রদায়ী গবাদি পশু পালিত হয়।

.প্রশ্ন-. অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম কী ?
উঃ গ্রেট ব্যারিয়ার রিফ।

.প্রশ্ন-. কে এবং কত সালে পিটাকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ?
উঃ। 1739 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

.প্রশ্ন-. মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম লেখো।
উঃ। মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম হল মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন।


প্রশ্ন-. জ্যাকোস কী?

উঃ। মারে ডার্লিং অববাহিকার পশুখামারগুলি খুব বড়ো আর যারা এই পশু খামারগুলিতে কাজ করে, তাদের বলে জ্যাকোস

প্রশ্ন-. ওশিয়ানিয়ার দুটি অন্তবাহিনী নদীর নাম লেখো। 

 উঃ। কুপার, আয়ার।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
. প্রশ্ন-ওশিয়ানিয়া মহাদেশটি কীভাবে গঠিত হয়েছে?
উঃ। অস্ট্রেলিয়া, টাসমানিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দ্বীপ এবং সলোমান, ফিজি, নিউ হেব্রিডিস,নিউ ক্যালিডোনিয়া, বিসমার্ক, চেস্টারক্লিড, সান্টাক্রুজ প্রভৃতি দ্বীপপুঞ্জের সমন্বয়ে ওশিয়ানিয়া মহাদেশটি গঠিত হয়েছে।

.প্রশ্ন- মৌনোলোয়ার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও এভারেস্ট কে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় কেন?
উঃ। মৌনোলোয়ার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9.170 মিটার। এর মধ্যে 5000মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নীচে আর বাকি 8.17 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8.848 মিটার। তাই মোট উচ্চতার বিচারে মৌনালোয়ার উচ্চতা বেশি। কিন্তু পৃথিবীর উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে। তাই মাউন্ট এভারেস্ট কে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়।


প্রশ্ন- ওশিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের বর্ণনা দাও।
উঃ। ওশিয়ানিয়া মহাদেশে বিচিত্র প্রাণী ও উদ্ভিদের দেখা পাওয়া যায়। যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না।
যেমন—ক্যাঙারু, ওয়ালবি, প্লাটিপাস (হাঁস ও ছুঁচোর মিশ্রণ), গাছে থাকা ছোটো কোয়ালা ভাল্লুক, এমু পাখি, ডানা নেই কিউই
পাখি প্রভৃতি। এখানে ইউক্যালিপটাস গাছের জন্ম। এছাড়া জারা, কারি প্রভৃতি চিরহরিৎ গাছ কেবল এই মহাদেশেই দেখা যায়।
প্রশ্ন- অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও।
উঃ। ওশিয়ানিয়ার প্রধান স্থলভূমি অস্ট্রেলিয়া। এটি একটি সুবৃহৎ দ্বীপ। আয়তনে এই দ্বীপটি এত বড়ো যে, একে দ্বীপ
মহাদেশ বলা হয়। অস্ট্রেলিয়ার আয়তন 77 লক্ষ 25 হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতের আয়তনের প্রায় আড়াই গুণের
সমান। সমগ্র ওশিয়ানিয়া মহাদেশের 87 শতাংশ এলাকাই অস্ট্রেলিয়ার অন্তর্গত।

প্রশ্ন- গ্রেট ব্যারিয়ার রিফ কী?
উঃ। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বদিকে উপকূলের প্রায় সমান্তরালে কোরাল সাগরে রয়েছে
প্রায় 2000 কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর। একে বলে গ্রেট ব্যারিয়ার রিফ।
এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রবাল কীট জমে সমুদ্রের মধ্যে এই আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে। জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ।


.প্রশ্ন- মারে-ডার্লিং অববাহিকার শিল্পের বিবরণ দাও।
উঃ। মারে ডার্লিং অববাহিকায় খনিজ সম্পদের অভাবে ধাতব শিল্পের সেভাবে বিকাশ ঘটেনি। কৃষিভিত্তিক শিল্পের মধে
দা, বেকারি, সুরা খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ গড়ে উঠেছে। পশু সম্পদের উপর নির্ভর করে এখানে পশম,  শিল্প গড়ে উঠেছে।