অষ্টম শ্রেণী ইতিহাস ৭ অধ্যায়অনুশীলনীর প্রশ্ন ও উত্তর /class 8 history 7 chapter question answer
আট অধ্যায়ের অনুশীলনী উত্তর দেখুন
বাংলা "টিকিটের অ্যালবাম" গল্পের প্রশ্নের উত্তর
অষ্টম শ্রেণী ইতিহাস ৭ অধ্যায়
ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন
ভেবে দেখো খুঁজে দেখো
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
তৃতীয় পরীক্ষার জন্য ইতিহাস সাজেশন নোট
১. নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও ঃ
(ক) বিবৃতি : গান্ধি পাশ্চাত্য আদর্শের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা ১ : গান্ধি রক্ষণশীল মানুষ ছিলেন।
ব্যাখ্যা ২ : গান্ধি মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা।
ব্যাখ্যা ৩ : গান্ধি চাইতেন সমস্ত ভারতের মানুষ সরল জীবনযাপন করুক।
উঃ। গান্ধি মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা।
(খ) বিবৃতি : ১৯১৯ খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল।
ব্যাখ্যা ১ : ভারতীয় রাজনীতিতে গান্ধির প্রভাব কমানোর জন্য।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ-বিরোধী ক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলি দমন করার জন্য।
ব্যাখ্যা ৩ : ভারতীয়দের সাংবিধানিক সুযোগ-সুবিধা দেওয়ার জন্য।
উঃ। ব্রিটিশ বিরোধীক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলি দমন করার জন্য।
(গ) বিবৃতি : গান্ধিজি খিলাফৎ আন্দোলনকে সমর্থন করেছিলেন।
ব্যাখ্যা ১ : ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য।
ব্যাখ্যা ২ : তুরস্কের সুলতানের প্রতি সহানুভূতি দেখানোর জন্য।
ব্যাখ্যা ৩ : মুসলমান সমাজের উন্নতির দাবি জোরালো করে তোলার জন্য।
উঃ। ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায়ের জন্য।
(ঘ) বিবৃতি ঃ ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল।
ব্যাখ্যা ১ : ভারতীয়রা স্যর জন সাইমনকে পছন্দ করত না।
ব্যাখ্যা ২ : স্যর জন সাইমন ছিলেন ভারতীয়দের বিরোধী।
ব্যাখ্যা ৩ : সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না।
উঃ। সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না।
(ঙ) বিবৃতি : সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেন।
ব্যাখ্যা ১ ঃ রাসবিহারী বসুর অনুরোধ রক্ষা করার জন্য।
ব্যাখ্যা ২ : আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানে
ব্যাখ্যা ৩ : জাপান সরকারকে সাহায্য করার জন্য।
উঃ। রাসবিহারী বসুর অনুরোধ রক্ষার জন্য।
তৃতীয় পরীক্ষার ইতিহাস জন্য সাজেশন