class 9 bengali question suggestion about himalay darshan /নবম শ্রেণী বাংলা গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলি হিমালয় দর্শন - Online story

Thursday 15 September 2022

class 9 bengali question suggestion about himalay darshan /নবম শ্রেণী বাংলা গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলি হিমালয় দর্শন

 


 

 নবম শ্রেণী
বাংলা গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলি
হিমালয় দর্শন
সঠিক উত্তর লেখো-

প্রশ্ন- হিমালয় রেলপথ কোথা থেকে আরম্ভ হয়েছে?
উত্তর-শিলিগুড়ি থেকে


প্রশ্ন- চাষের ক্ষেত্রগুলি কেমন দেখতে ছিল ?

উত্তর -সবুজ রঙের






৭. কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত?

উত্তর- ৪৮৬৪ ফুট






প্রশ্ন-কার্সিয়াং-এ পানীয় জলের একমাত্র উৎস কি?

উত্তর-পৌরসভার জল





প্রশ্ন-কার্সিয়াং-এ মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে –----।
উত্তর- আকাশের বলাকা





প্রশ্ন-ঢেঁকিতরুর উচ্চতা কত?

উত্তর-২০-২৫ ফুট




প্রশ্ন-হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে?
উত্তর-হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে।




প্রশ্ন-. হিমালয়ের নির্জন বন্য পথে বাঘ না থাকলেও অন্য কি থাকে?

উত্তর- সর্প ও ছিনেজোঁক আছে।



প্রশ্ন- কাদের সংস্পর্শে পাহাড়নি-রা তাদের সদ্গুণরাজি হারাচ্ছে?

উত্তর-নীচেকা আদমি-দের সংস্পর্শে




প্রশ্ন- কোন্ প্রাকৃতিক দৃশ্যকে লেখিকা বসুমতীর ঘন কেশপাশ ও সিঁথির সঙ্গে তুলনা করেছেন?

উত্তর-লেখিকা বেগম রোকেয়া পার্বত্য অঞ্চলের নিবিড় সবুজ বনাঞ্চলকে দেখে সেটিকে বসুমতীর ঘন কেশপাশ এবং বনের ভিতরের আঁকাবাঁকা পথগুলিকে দেখে সেগুলিকে তার সিঁথির সঙ্গে তুলনা করেছেন।





প্রশ্ন-লেখিকা বেগম রোকেয়া ঢেঁকি শাকের কথা কোথা থেকে জেনেছিলেন?
উত্তর- ‘মহিলা’ নামক একটি পত্রিকায় থেকে।

প্রশ্ন-ঢেঁকিতরু কত লম্বা হয়?
উত্তর-ঢেঁকিতরু ২০/২৫ ফুট লম্বা হয়।






প্রশ্ন- লেখিকা বেগম রোকেয়া কেন পার্বত্য বনাঞ্চলে নির্ভয়ে বেড়াতে পারতেন?

>>পার্বত্য বনাঞ্চলে বাঘের ভয় ছিল না, তাই লেখিকা বেগম রোকেয়া নির্ভয়ে সেখানে ঘুরতে পারতেন।


প্রশ্ন-. লেখিকার পার্বত্য বনাঞ্চলে ভ্রমণকালে কোন্ জীবের আক্রমণ ঘটেছে?

উত্তর- পার্বত্য অঞ্চলের বনে ভ্রমণকালে ছিনেজোঁক দুই-তিনবার লেখিকা বেগম রোকেয়ার রক্তশোষণ করেছে।
প্রশ্ন-. “এই ভুটিয়ানিরাও ঐ অবলা জাতির অন্তর্গত না কি?” – লেখিকা বেগম রোকেয়ার মনে কেন এরকম জিজ্ঞাসা জাগে?

 ভুটিয়ানিরা এক মন বোঝা নিয়ে এবড়োখেবড়ো পাহাড়ি পথ বেয়ে অবলীলায় উঁচুতে উঠতে পারে – এই দৃশ্যদেখেই লেখিকা বেগম রোকেয়ার মনে এরকম জিজ্ঞাসাজাগে।


প্রশ্ন- ভুটিয়ানিরা কেমন স্বভাবের হয়?


উত্তর - ভুটিয়ানিরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী হয়।


প্রশ্ন-. পাহাড়নিরা কীভাবে তাদের সদ্গুণ হারিয়ে ফেলছে?
উত্তর- পাহাড়ের নীচের সমতলভূমির মানুষদের সংস্রবে পাহাড়নিরা তাদের সদ্‌গুণ হারিয়ে ফেলছে।


প্রশ্ন- কীভাবে অন্যান্য জাতির সঙ্গে পাহাড়নিদের সংমিশ্রণ ঘটছে?
উত্তর-সমতলভূমির মানুষদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে পাহাড়নিদের সঙ্গে অন্যান্য জাতির সংমিশ্রণ ঘটছে।

প্রশ্ন-. “ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি।” লেখিকার এইরূপ মন্তব্যের কারণ কী?
উত্তর- লেখিকা বেগম রোকেয়ার পাহাড়ের রূপদর্শন করার সাধ ছিল, পাহাড়ে এসে তাঁর সেই সাধ পূর্ণ হওয়ায় তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।


প্রশ্ন- কী দেখে চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় ?
উত্তর- অঙ্কিত চিত্র দেখে চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়।



প্রশ্ন-. প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন-প্রাণ স্বতঃই সমস্বরে কী বলে ওঠে?
উত্তর- প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন-প্রাণ স্বতঃই সমস্বরে
বলে ওঠে—“ঈশ্বরই প্রশংসার যোগ্য। তিনিই ধন্য।”

প্রশ্ন- “ক্রমে আমরা সমুদ্র (sea level) হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি,”—তিন হাজার ফুট উঁচুতে গিয়েলেখিকার কীরূপ অনুভূতি হয়েছিল?

উত্তর-• তিন হাজার ফুট উঁচুতে ওঠার পর লেখিকার মনে হয়গাড়িটি মেঘের ভিতর দিয়ে চলতে শুরু করল, যদিও শীতবোধ হচ্ছিল না। উঁচু থেকে সাদা কুয়াশা দেখে লেখিকার নদী বলে মনে হচ্ছিল; আর গাছ, লতা, ঘাস, পাতা—সবই তাঁর অতি সুন্দর লাগছিল।


পরের অধ্যায়গুলো দেখুন
*