Dheuyer tale tale class 3 bangla anushilani তৃতীয় শ্রেণীর বাংলা। ঢেউয়ের তালে তালে পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর/ - Online story

Sunday, 18 September 2022

Dheuyer tale tale class 3 bangla anushilani তৃতীয় শ্রেণীর বাংলা। ঢেউয়ের তালে তালে পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর/

 

পর্যটন হাতে কলমে অনুশীলন  উত্তর
নৌকা যাত্রা দেখুন এই লিংকে ক্লিক করে
তৃতীয় শ্রেণীর বাংলা।

ঢেউয়ের তালে তালে

পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়
হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
 
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১.১ অভিযানে লেখকের সঙ্গীর নাম কী?
 উঃ। অভিযানে লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক।

১.২ অভিযানের নৌকাটির নাম কী?
উঃ। অভিযানের নৌকোটির নাম 'কনৌজ আংরে।
-
১.৩ নৌকোটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ?
 উঃ। নৌকোটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল।

১.৪ লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল?
উঃ। লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান


১.৫ ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন?
উঃ। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ, লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিলেন, তখন আদর করছে ভেবে এগিয়ে এসেছিল।এই ভেবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল।
১.৬ দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল?
উঃ। দুপুরবেলা মাছের সাথে ডিউক এবং লেখকের লড়াই চলছিল।

১.৭ আহরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু?
উঃ। আহরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানা রঙের মাছেরা।


২. শূন্যস্থান পূরণ করো :
২.১------- জল কেটে এগিয়ে চলেছে।
.।


উঃ-আংরে 

২.২ আজ সকাল থেকে একটা-------চলেছে
উঃ-কচ্ছপ
২.৬ চারধারে--------. নিয়ে বসেছে ডিউক।

উঃ-সেক্সটান্ট

 ২.৪ ----খাওয়া যাক।

উঃ-রসগোল্লা 

.৫ পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায়----মাইল সাঁতরে আসতে হবে‌ ফুঁসছে।
উঃ-২০০ জন
 ২.৭ হঠাৎ আওয়াজ করে----আমাদের পেছনে পেছানে ঝাঁপিয়ে পড়ে জলে

উঃডিউক

৩. টীকা লেখো :

উঃ। সেক্সটান্ট : যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়, তার নাম সেক্সটান্ট। এটি পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র।

কনৌজি আংরে-: ১৯৬৯ সালের ১ ফেব্রুয়ারি লেখক এবং ডিউক যে ডিঙি নৌকা করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন, তার নাম ছিল কনৌজি আংরে।

 চিড়িয়াখানা : -চিড়িয়াখানা হল সেই জায়গা সেখানে বিভিন্ন পশু, পাখিদের রাখা হয়। এখানে বাঘ, সিংহের মতো হিংস্র পশু আবার কুমিরের মতো জলজ প্রাণী, সাপ, পাখিদের বিশেষ ভাবে রাখা হয়। চিড়িয়াখানায় বিভিন্ন দুর্লভ পশুপাখিদেরও রাখা হয়। মানুষেরা এখানে এসে তাদের দেখে আনন্দ লাভ করে। কলকাতার আলিপুরে এমনই একটি চিড়িয়াখানা আছে।
রসগোল্লা- : রসগোল্লা একধরনের রসালো মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি হয়। এটি আকৃতিতে গোলাকার। এটির স্বাদের
তুলনা হয় না, বাঙালিদের মধ্যে রসগোল্লা খুবই বিখ্যাত এবং প্রিয় মিষ্টি।

অভিযান : -অভিযান বলতে বোঝায় কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা। যেমন- দেশ জয়, আবিষ্কার করা। তবে অবশ্যই এই গন্তব্যকে একটু অসাধারণ বা অজানা হতে হবে। অভিযানে সর্বদা রোমাঞ্চ থাকে।


৪. বাক্য তৈরি করো :
সমুদ্র- সমুদ্রে অনেক জল থাকে। কচ্ছপ- নদীতে কচ্ছপ দেখা যায়।
নৌকো— নদীতে নৌকা দেখা যায়
পিঁপড়ে-পিঁপড়ে খুবই ক্ষুদ্র প্রাণী।

 সাঁতার-  সাঁতার কাটলে শরীরের সব ব্যায়াম হয়

ঘুড়ি— নদী মেলায় সারি সারি ঘুরে উড়তে দেখা যায়।



৫. বিপরীতার্থক শব্দটি লেখো : বিরাট-ক্ষুদ্র। পেছনে—সামনে।
বন্ধ-খোলা।
 ঠিক-ভুল।
 দিন-রাত।


৬. নির্দেশ অনুসারে উত্তর দাও :
৬.১ মনে করো, নৌকো চেপে তুমি কোথাও বেড়াতে গেছ-যাওয়ার সময় যা যা দেখতে পাবে না লেখো।
উঃ। নৌকা করে বেড়াতে গেলে নদীর দুপাশে শস্য ক্ষেত ,জলের মাছ, পানকৌড়ি, বক দেখতে পাব। এছাড়া নদীর বুকে চড়ও দেখতে পেতে পারি। তাছাড়া নদীতীরের গাছপালা, পরিবেশ এসবই দেখতে পাব।


 

ারতবর্ষের পূর্বদিকে বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। 

কলকাতা ভারতবর্ষের পূর্বদিকে
পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণভাগে অবস্থিত। এছাড়া ভারতবর্ষের পূর্বদিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণদিকে ভারত মহাসাগর অবস্থিত