ক্লাস সিক্স গণিত কষে দেখি 18.2 সমাধান - Online story

Tuesday, 25 October 2022

ক্লাস সিক্স গণিত কষে দেখি 18.2 সমাধান

 


 

 কষে দেখি–18.2

1. হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন্ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16. 20 ও 24 দ্বারা বিভাজ্য।
উঃ-:
2 ) 12, 16, 20, 24
    ----------------------
2  ) 6, 8, 10, 12
     -------------------
 3 ) 3, 4, 5, 6
     ---------------
 2 ) 1, 4, 5, 2
    ---------------
 2 ) 1, 2, 5, 1
     ---------------
5 ) 1, 1, 5, 1
   ------------------
     1, 1, 1, 1
নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা
= 2 × 2 x 2 × 2 x 3 x 5 x 3 × 5
=2² × 2 ² × 3² × 5 ²
 = 3600




2. দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড়ো সংখ্যাটি ছোটো সংখ্যাটির 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কী কী?

মনেকরি  ছোটো সংখ্যা = x
তাহলে,বড়ো সংখ্যা = 2x
প্রশ্নানুসারে,
 বড়ো সংখ্যা x ছোটো সংখ্যা = 98
বা, 2x × x = 98

বা,  2x²= 98
             98
বা, x² = -------.  =49
              2
বা,x =√49 = 7

 ছোটো সংখ্যা  = 7
এবং বড়ো সংখ্যা = 2 × 7 = 14




3. কোন্ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17
উ: ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা =
পূর্ণবর্গ সংখ্যা = 17 × 17 = 289.



4. 10, 15, 20ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের
পূর্ণবর্গ সংখ্যা কোন্‌টি তা লিখি।
উ:
2 )10, 15, 20, 30
   -------------------------
5 ) 5, 15, 10, 15
  -----------------------
3 )1, 3, 2, 3
    ------------------
2) 1, 1, 2, 1
     ------------------
       1, 1, 1, 1
নির্ণেয ক্ষুদ্রতম সংখ্যা = 2 × 5 ×3 × 2 = 60

10, 15, 20 ও 60 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা = 60 x 15 = 900
পরের পূর্ণবর্গ সংখ্যাটি হবে 900 × 4 = 3600





5. নীচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি।
20, 27, 50, 75, 100, 108, 144, 169, 180, 256
ক্ষুদ্রতম কোন্ ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে

উ:
পূর্ণবর্গ সংখ্যা নয়.          পূর্ণবর্গ সংখ্যা

100, 144, 169,
256
                           20, 27, 50, 75, 108,
                               180,

20 কে 5 দ্বারা গুণ করতে হবে
27 কে  3 দ্বারা গুণ করতে হবে
50 কে 2 দ্বারা গুণ করতে হবে
75 কে 3 দ্বারা গুণ করতে হবে
108 কে  3 দ্বারা গুণ করতে হবে
180 কে 5 দ্বারা গুণ করতে হবে



6. এক বছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীরশিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওইদিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি।

উঃ

2 )18, 24, 27
----------------------
3 ) 9, 12, 27
---------------------
3 ) 3, 4, 9
------------------
2 ) 1, 4, 3
--------------------
2 ) 1, 2, 3
-----------------
3 )1, 1, 3
 --------------------
  1, 1, I
ক্ষুদ্রতম সংখ্যা = 2 x 3x 3 x 2 x 2 x 3
= 3²x2²x 6
=
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = 3² x 2² x 6x6
== 9 × 4 × 6 × 6
:=36x36
= 1296
. ওইদিন আমরা কমপক্ষে 1296 জন ছাত্র উপস্থিত ছিলাম।



7. দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147; বড়ো সংখ্যাটি ছোটো সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কী কী হিসাব করি।
উ: দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147
মনেকরি,ছোটো সংখ্যা  = x
বড়ো সংখ্যাটি = 3x
শর্তা অনুসারে,
       x × 3x =147
বা,3x² =147
            147
বা, x²= -------- =49
             3
বা, x = √49 =7
ছোটো সংখ্যা =7
বড়ঝ  সংখ্যা  °=7×2 =14

সংখ্যা দুটি হল = 21, 7


৪. মানের ঊর্ধ্বক্রমে সাজাই : √36 + √25, √49 + √9, √25 + √100, √4 + √16_

উ: প্রথম রাশি √36+√25
                    = 6 + 5 = 11
-
দ্বিতীয় রাশি = √49+√9
                      = 7 + 3 = 10
তৃতীয় রাশি = √√25 +√25+√100
                     = 5 + 10 = 15
চতুর্থ রাশি = √4 + √16
                    =  2 + 4 = 6
মানের ঊর্ধক্রমে = √4 + √16 <√49 + √9 < √36+√25 < √25 + √100.



9.তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24 ; দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 ; এবং প্রথম ও তৃতীয়টি গুণফল 32 ; সংখ্যা তিনটি কী কী হবে হিসাব করি।


প্রথম × তৃতীয় সংখ্যা = 24
দ্বিতীয় × তৃতীয় সংখ্যা = 48
প্রথম × তৃতীয় সংখ্যা = 32

..
প্রথম × দ্বিতীয় × দ্বিতীয় × তৃতীয় × প্রথম × তৃতীয় = 24 × 48 x 32

বা, প্রথম,² x দ্বিতীয়² × তৃতীয়²
 = 24 × 48 x 32
প্রথম × দ্বিতীয় × তৃতীয়
 ___________
√24X48 ×32
     _________________________________
= √ 2×2×2×3×2×2×2×3×2×2×2×2×2×2

= 2 ×2×2×2×2×2×3
 = 192

                   প্রথম × দ্বিতীয় × তৃতীয়  
প্রথম সংখ্যাটি = ------------------------
                            দ্বিতীয় × তৃতীয়।     
    192
= -------- = 4
     48                 
                     প্রথম × দ্বিতীয় × তৃতীয়  
দ্বিতীয় সংখ্যাটি = ------------------------
                             প্রথম × দ্বিতীয়     

    192
= -------- = 6
     32       

                        প্রথম × দ্বিতীয় × তৃতীয়  
দ্বিতীয় সংখ্যাটি = ------------------------
                             প্রথম × দ্বিতীয়    

     192
= -------- = 8
      24    

:: সংখ্যা তিনটি হইল
= 4, 6, 8



10. প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। একসময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করেও সাজান। ওইদিন কমপক্ষে কতজন
ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি

2 )12, 15, 20
   -----------------
2 ) 6, 15, 10
   -----------------
3 ) 3, 15, 5
   -----------------
5 ) 1, 5, 5
   -----------------
     1, 1, 1
ছাত্রছাত্রীদের দাঁড় করানো হয় 12-15 ও 20 সারিতে
12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা = 60 × 15 = 900 জন।
বিদ্যালয়ে কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল।