নবম শ্রেণী গণিত কষে দেখি 20 সমাধান স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল /class 9 math 20 chapter - Online story

Friday, 28 October 2022

নবম শ্রেণী গণিত কষে দেখি 20 সমাধান স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল /class 9 math 20 chapter



  21 অধ্যায় দেখুন (লগ)

 

  পরের   পর্ব ২ দেখুন

স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল
গণিত সমাধান
কযে দেখি- 20
1. নীচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় কর ঃ
(i) (2, - 2), (4, 2) এবং (– 1, 3)
(ii) (8, 9), (2, 6) এবং (9, 2)
(iii) (1, 2), (3, 0) এবং মূল বিন্দু


 (i) ( 2, - 2), (4, 2) এবং (– 1, 3) শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
-
= ½12(2 - 3) + 4(3 + 2) – 1(– 2 – 2) | বৰ্গএকক = 21 - 2 + 20 + 4 | বর্গএকক
= 11 বর্গএকক


(ii) (8, 9), (2, 6) এবং (9, 2) শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
Ans.
½ [ 8 (6 - 2) + 2(2 – 9) + 99 – 6) ] বর্গএকক
= ½ [ 8 × 4 + 2(– 7) + 9 × 3 ] বর্গএকক

½ [32 – 14 + 27 】 বর্গএকক
     1.     
= ----.  45 বর্গএকক ==22½বর্গএকক
     2





(iii) (1, 2), (3, 0) এবং (0, 0) শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
Ans.
½ [ 1 (0 - 0) + 3 (0 - 2) + 0(2 – 0) ] বৰ্গএকক
 = ½ [0 - 6 + 0 ] বর্গএকক = 3 বর্গএকক





2. প্রমাণ করো যে, (3, - 2), (– 5, 4) এবং (− 1, 1) বিন্দু তিনটি সমরেখ
Ans. ( 3, - 2), (– 5, 4) এবং (– 1, 1) বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল

Ans.
 ½ [3(4 – 1) – 5(1 + 2) + 1(– 2 – 4) ]
বর্গএকক

=½ [8-15+6] বর্গএকক =0


. (3, - 2), (– 5, 4) এবং (– 1, 1) বিন্দুতিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 । সুতরাং বিন্দুতিনটি সমরেখ।




3. K-এর মান কত হলে (1, – 1), (2, – 1) এবং (K, – 1) বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে হিসাব করে লিখো।
Ans. (1, − 1), (2, – 1) এবং (K, +৮.1) শিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= ½ [1(-1 + 1) + 2 – 1 + 1) + K(− 1 + 1) ] বর্গএকক
= ½ [0+0+ 0 ] বর্গএকক
= 0 বর্গএকক

সুতরাং, K-এর যেকোনো বাস্তব মান এর জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে।




4. প্রমাণ কর যে (1, 2) এবং (– 2, – 4) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী।
Ans. যদি (1, 2) এবং (– 2, – 4) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূলবিন্দুগামী হয় তাহলে (1, 2), (0, 0) এবং ( 2,
- 4) বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে।
এখন, (1, 2), (0, 0) এবং (– 2, – 4) বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
=
½ [1(0 + 4) + 0 - 2(2 - 0) ] বৰ্গএকক

 = ½[4 + 0 – 4 | বর্গএকক
 = 0 বর্গএকক

যেহেতু (1, 2), (0, 0) এবং (– 2, – 4) বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0.

সুতরাং (1, 2) এবং (-2, - 4) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূলবিন্দুগামী।




5. প্রমাণ কর যে (2, 1) এবং (6, 5) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু (– 4, – 5) ও (9, 8) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত।

Ans. (2, 1) এবং (6, 5) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক   
               2+6       1+5
     =.  -----------. ,  ---------- = (4,3)
                 2.         2 2
এখন (− 4, – 5), (4, 3) এবং (9, 8) বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল

= ½ [-4(3 - 8) + 4 (8 + 5) + 9(– 5 – 3) ] বর্গএকক
 = ½ [20 + 52 – 72 ]বর্গএকক
 = 0 বর্গএকক

যেহেতু (– 4, – 5), (4, 3) এবং (9, 8) বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0.

সুতরাং (4, 3) বিন্দুটি অর্থাৎ (2,1) এবং
 (6, 5) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু ( 4, 5) 3 (9, 8) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত।



6. নীচের প্রতিক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রফল নির্ণয় কর-
(i) (1, 1), (3, 4), (5,-2),
(4, - 7) (ii) (1, 4), (-2, 1), (2, -3), (3, 3)
Ans. (i)

এখন (1, 1), (3, 4), (5, – 2) এবং (4, – 7) বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
-
∆ABD এবং ক্ষেত্রফল + ∆BCD-এর ক্ষেত্রফল

=½[(4 + 7) + 3(−7 − 1) + 4(1-4)]
+ ½ [3(-2+ 7) + 5(-7- 4) + 4(4 + 2) ]

-=½[11-24 - 12]+ ½[ 15 – 55 + 24 ] বৰ্গএকক

-=½ [ 25 + 16 ]বর্গ একক

    25.   16
= ----- +. ----- বর্গএকক
     2.      2
    25 +16
=  ---------.  বর্গএকক
         2.

    41
=  ----.  বর্গএকক
     2.

        1
=20 ----বর্গএকক
        2



(ii) (1, 4), (-2, 1), (2,
3), (3, 3)

Ans. (1, 4), (– 2, 1), (2, – 3) এবং (3, 3) বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল

= ∆ABD-এর ক্ষেত্রফল + ∆BCD-এর ক্ষেত্রফল
=½[1(1-3) -2(3-4) + 3(4-1)]
 +½[-2(-3-3) + 2(3 − 1) + 3(1 + 3) ])
বৰ্গএকক
= ½[-2+2+9] + ½[12 + 4 + 12 ] বৰ্গএকক
    
-=½ [ 9 + 28 ]বর্গ একক
     9      28
= ----- +. ----- বর্গএকক
     2.      2

   9+28
=  ----.  বর্গএকক
     2.


    37
=  ----.  বর্গএকক
     2.

        1
=18 ----বর্গএকক
        2









 




7. A, B, C বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে (3, 4), (– 4, 3) এবং (8, – 6); ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। এবং A বিন্দু থেকে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর
Ans. A ( 3, 4), B ( 4, 3) ও C(8, - 6) বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল

½ [3(3 + 6) - 4(– 6 - 4) + 8(4 – 3) ] বর্গএকক
-
=½ [27 + 40 + 8 ] বর্গএকক
-
-=½ [ 67+ 8 ]বর্গ একক
     67      8
= ----- +. ----- বর্গএকক
     2.      2

   67+8
=  ----.  বর্গএকক
     2.
    75
=  ----.  বর্গএকক
     2.

        
= 37.5 বর্গএকক
BC বাহুর দৈর্ঘ্য        
     ____________________
= √(– 4 –8)² + (3+6)² একক
     _________.  
= √ 144 +81.একক
    ______
=√ 225 একক

=15 একক


আবার AABC-এর ক্ষেত্রফল

= ½ × BC ,×AD
                             75
বা, ½× 15 ×AD = ------
                              2

                  75 ×2
বা, AD =    ----------
                  15×2


বা, AD = 3

অথএব , ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 37.5 বর্গএকক এবং A বিন্দু থেকে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য 3 একক।



8. ABC ত্রিভুজের A বিন্দুর স্থানাঙ্ক (2, 5) এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক (– 2, 1) হলে BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
Ans. মনেকরি BC বাহুর মধ্যবিন্দু D-এর স্থানাঙ্ক (x,y)
আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2 : 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।


:: শর্তানুযায়ী,                       এবং
  2x + 1 × 2                   2y + 1 × 5   
   -------------- =–2         -------------- = 1      
      2+1                       .       2+1     
বা, 2x + 2 = - 6       বা,   2y + 5 = 3
বা, 2x = – 8               বা, 2y = - 2
বা, x = - 4                 বা, y = - 1


::  BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক (– 4, – 1 )


9. একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (4, - 3), (– 5, 2) এবং (x, y) যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয়
তাহলে x ও y-এর মান নির্ণয় কর।

Ans. মনেকরি D, AB-এর মধ্যবিন্দু।
                           4–5        –3+2
D বিন্দুর স্থানাঙ্ক ----------  ,    --------
                             2               2

       1          1
= – -----,  – -----
       2          2


আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র 2 : 1 অনুপাতে মধ্যমাকে অন্তর্বিভক্ত করে।

:: শর্তানুযায়ী,
    2(½ )+1(x),              2(½ )+1(y),
  ----------- =0.      ----------------- =0.     
          2+1                          2+1
বা, - 1 + x = 0.         বা, - 1 + y = 0.     
বা, x = 1.                বা, y = 1


সুতরাং x ও y-এর মান (1, 1)












Ans.                        3 + 4.     1 +7
. D বিন্দুর স্থানাঙ্ক = ---------. ,.  -------= (4,4)
                                   2.           2
               
                                 5–1.     7–2
. E বিন্দুর স্থানাঙ্ক = ---------. ,.  -------= (2,6)
                                   2.           2

                                 –1+3.     5+1
. F বিন্দুর স্থানাঙ্ক = ---------. ,.  -------= (1,3)
                                   2.           2



 

এখন ADEF-এর ক্ষেত্রফল
    1
= ---- 4(6 - 3) + 2(3–4) + 1 (4 -6)
    2
বর্গএকক
    1
= ----- 12 - 2 - 2 বর্গএকক
    2

   1
= ----- 12 - 4 বৰ্গএকক
    2

     1
= ----- ×8 বৰ্গএকক = 4 বর্গএকক
    2

আবার AABC-এর ক্ষেত্রফল


    1
= ---- –1(1 - 7) + 3(7–5) + 5 (5 -1)
    2
বর্গএকক
    1
= ----- 6 + 6 +20 বর্গএকক
    2

   1
= ----- 12 +20 বৰ্গএকক
    2

     1
= ----- ×32  বৰ্গএকক = 16বর্গএকক
    2

    ∆ABC = 4  ∆ DEF
         16.     = 4 ×4
        16.      =16



পরের পর্ব দেখে নিন