চতুর্থ শ্রেণীর বাংলা" ঘুম ভাঙ্গানি"কবিতা মোহিত লাল মজুমদার হাতেকলমে প্রশ্নের উত্তর - Online story

Thursday, 20 October 2022

চতুর্থ শ্রেণীর বাংলা" ঘুম ভাঙ্গানি"কবিতা মোহিত লাল মজুমদার হাতেকলমে প্রশ্নের উত্তর

 


  যতীনের জুতো গল্পের প্রশ্ন উত্তর

"মায়াদ্বীপ" প্রশ্নের উত্তর
"বাঘাযতীন" প্রশ্নের উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা
ঘুম ভাঙ্গানি
মোহিত লাল মজুমদার

হাতেকলমে প্রশ্নের উত্তর
১. মোহিত লাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উঃ মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থ হল— স্মরগরল,হেমন্ত গোধূলি, ।



২. তাঁর সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।
উঃ তাঁর সম্পাদিত দুটি পত্রিকা হল   বঙ্গভারতী ও বঙ্গদর্শন



৪. ‘পিটিপিটি’ ও ‘মিটিমিটি’ তাকানোর অর্থ হল-

উঃ ‘পিটিপিটি’ ও ‘মিটিমিটি তাকানোর অর্থ হল ’ চোখ অল্প খুলে  করে চাওয়া ও মিটমিট অর্থ হল চোখ অল্প খুলে  করে ঘনঘন পলক ফেলে চাওয়া।



৫.
লক্ষ্মীটি’ শব্দটি কবিতায় যে অর্থে ব্যবহার হয়েছে----

উঃ  শিশুকন্যার সরলতা অর্থে।




৮। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
৮.১. কবিতায় কোন্ ঋতুর কথা রয়েছে?
উঃ কবিতায় বসন্তকালের কথা বলা হয়েছে।


৮.২. গান গেয়ে কারা ডাকে?
উঃ লণ্ঠনরা গান গেয়ে ডাকে


৮.৩. জানালায় মুখ বাড়িয়ে বাইরে কী দেখা গেল ?
উঃ জানলায় মুখ বাড়িয়ে বাইরে সাদা জ্যোৎস্না দেখা গেল।

৮.৪. পাতাগুলোকে রুপোলি লাগছে কেন?
উঃ পাতাগুলির গায়ে জ্যোৎস্নার আলো পড়ে সাদা হয়ে রয়েছে তাই পাতাগুলি রুপালি লাগছে।


৮.৫. 'ওঠো শোনো কান পেতে'—কান পাতলে কী শোনা যাবে?

[গায়-ছেলে টির গায় নূতন পোশাক।
গায়—কাকু খালি গলায় সুন্দর গান গায়।
বাসি—বাসি খাবার খেলে শরীর খারাপ হয়।
[ বাসি— মা সন্তানকে বলে তোকে খুব ভালোবাসি



৮.৬. ‘চুপি চুপি ভয়ে ভয়ে’ কবিতার কথক কোন্ কাজ করতে চায়?
উঃ ‘চুপি চুপি ভয়ে ভয়ে’ কথক জোছনার আবছায় বাইরেটা দেখতে চায়।


৮.৭. তাঁর উদ্দেশ্য সফল হল কি?
 উঃ  তার উদ্দেশ্য সফল হয়নি।



১২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১২.১. কবিতায় কথক রাত জেগে বাইরে কী দেখে?

উঃ কবিতায় কথক রাত জেগে বাইরে দেখে জোছনার রুপোলি আলোয় গাছের পাতা রুপালি হয়ে গেছে।
১২.২. কবিতায় বর্ণিত বনভূমি নিঝঝুম কেন?
উঃ জ্যোৎস্না রাতে চাঁদ মিটি মিটি চাইছে। রাত তখন অনেক। সবাই ঘুমোচ্ছে। বনভূমিও ঘুমোচ্ছে। তাই বনভূমি নিঝঝু


১২.৩. ‘মোরা আছি গানে মেতে’—এখানে ‘মোরা’ বলতে কাদের কথা বলা হয়েছে? তারা গান গেয়ে কী বলছিল
উঃ এখানে ‘মোরা’ বলতে লণ্ঠনদের কথা বলা হয়েছে।
তারা বলছিল ঝকঝকে পল্টন, আমোদের রোশাই।


১২.৪. কথক চুপি চুপি জুতোমোজা পায়ে দিয়ে বাইরে যেতে কী ঘটনা ঘটল তা নিজের ভাষায় লেখো।
উঃ কথক চুপি চুপি জুতো মোজা পায়ে দিয়ে বাইরে যেতে তিনি দেখলে কোথাও সুর নেই, গান নেই। আমোদের রোশনাই
নিবে গেছে, পরিদের কোনো খোঁজ নেই। শোনা যাচ্ছে বাতাসের ফুরফুর শব্দ। আকাশটা ফ্যাকাশে হয়ে গেছে। শ্যামা পাখি
ভোর হয়েছে জানান দিচ্ছে।

মায়াদ্বীপ অনুশীলনী প্রশ্নের উত্তর