চতুর্থ শ্রেণীর বাংলা যতীনের জুতো সুকুমার রায় হাতেকলমে প্রশ্নের উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা
যতীনের জুতো
সুকুমার রায়
হাতেকলমে প্রশ্নের উত্তর
কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হলো
১। আবোল তাবোল বইটি কার লেখা ?
উঃ আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা।
২। তাঁর লেখা দুটি নাটকের নাম লেখো।
উঃ লক্ষ্মণের শক্তিশেল,অবাক জলপান।
৩। একটি বাক্যে উত্তর দাও :
৩.১ নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কী বলেছিলেন?
উঃ যতীনের বাবা যতীনকে জুতো এনে দিয়ে বলেছিলেন যে, এবার যদি সে জুতো নষ্ট করে তাহলে ওই ছেঁড়া জুতোই সে পরে থাকবে।
৩.২ যতীনের স্লেট পেনসিলগুলো টুকরো টুকরো কেন?
উঃ স্লেটের পেনসিলগুলো সর্বদাই যতীনের হাত থেকে পড়ে যেত। তাই পেনসিলগুলো টুকরো টুকরো ।
৩.৩ যতীন কোন্ জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত?
উঃ যতীন তাঁর ঘুড়িগুলোকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত।
৩.৪ যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত?
উঃ যখন ঘুড়ি ছিঁড়ে যেত তখন যতীন রান্নাঘরে গিয়ে আঠার জন্য উৎপাত করত।
৩.৫ খেলার সময়টা সে কীভাবে কাটাতে ভালোবাসত?
উঃ খেলার সময়টা সে ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত।
৩.৬ যতীন কোথায় দরজিদের দেখা পেয়েছিল?
উঃ অজানা দেশের এক খালি মাঠে যতীন দরজিদের দেখা পেয়েছিল।
৩.৭ দরজিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল?
উঃ দরজিরা যতীনকে পেনসিল চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছিল।
৩.৮ অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল?
উঃ অসহায় যতীনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল তাঁর ঘুড়ি।
৪। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৪.১ যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কী হয়েছিল?
উঃ যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় মাটিটা তার পায়ের নীচ থেকে সুড়ুৎ করে সরে যায়। সেই সময় চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে অজানা ঠিকানা ছুটে চলে।
৪.২ চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন?
উঃ চটিদের যে প্রাণ আছে। জোড়ে হাঁটলে তাদের লাগে। সেটা তাকে বোঝাবার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল।
৪.৩ ‘মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙাবে না’—কারা যতীনকে এই কথা বলেছিল?
উঃ অজানা দেশের মুচিরা যতীনকে এই কথা বলেছিল।
অন্য গুলির উত্তর দেখুন
(১) সবার আমি ছাত্র
(২) নরহরি দাস
(৩) বনভোজন
(৬) বনের খবর
(৭) মালগাড়ি
(৮) বিচিত্র সাধ
আর ও আমি সাগর পাড়ি দেবো
(১০) আলো
(১১) আমাজনের জঙ্গলে
(১২) দক্ষিণ মেরু অভিযান
(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়
(১৪) আমার মা-র বাপের বাড়ি
(১৫) দূরের পাল্লা
(১৬) নইলে
(১৭) ঘুম পাড়ানি ছড়া
(১৮) আদর্শ ছেলে
(১৯) যতীনের জুতো
(২০) ঘুম ভাঙ্গানি
(২১) মায়াদ্বীপ
(২২) বাঘা যতীন
আর ও বাঘা যতীন