নীতি গল্প ৩."ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন" - Online story

Tuesday 25 October 2022

নীতি গল্প ৩."ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন"

 


 

 নীতি গল্প
  ৩."ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন" ।তোমাদের কয়েকটা গল্প আমি শোনাবো। যে গল্পগুলি শুনলে সত্যিকারে একটা ভাবনা আসবে ঈশ্বর যা কিছু করে সবই ভালোর জন্য করে, শুধু আমাকে বিশ্বাসের অভাব থেকে যায়। চলো সেরকম আজকে একটা গল্প আমরা শুনি। অন্য গল্পটি শোনার আগে জন্য নিচের লিংকে ক্লিক করুন।
  নীতিগল্প২

 

 

 

 গল্প শুরু করি এক রাজা একদিন মজা করে ফল কাটতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলেছিল। অনেক চিকিৎসা করে আঙুলটা ভালো হয়েছিল বটে কিন্তু ,আঙুলে মাথা কিছু অংশ নষ্ট হয়ে গেছিল।  রাজা একদিন তার সভায় বসে এই আঙ্গুলের ব্যাপারে আলোচনা করছিলেন। রাজা বলছিলেন আমি তো প্রজার মঙ্গল করি, আমি মানুষকে ভালবাসি। তাহলে আমার আঙ্গুল কেটে গেল কেন ? আমি কি কোন অন্যায় করেছি?  পাপ করেছি? যদি কোন অন্যায় কারো করে থাকি আর যদি কোন পাপ করে থাকি তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো । এমন সময় রাজসভায় একজন বলে উঠলো, রাজা, দুঃখ করবেন না" ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন"। রাজা ক্ষিপ্ত হল এই কথা শুনে। আমার আঙুল হারিয়ে গেছে আর তুমি কিনা বলছ ঈশ্বর ভালো করেছে। তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে চলে যাও। রাজা আদেশ দিয়ে তাকে রাজ্য ছাড়া করলেন। কিছুদিন পর রাজা বনে শিকারে গিয়েছিলেন। শিকারের জন্য অনেক ঘোরাঘুরি করে তিনি গভীর বনে প্রবেশ করেছিলেন।। সেখানে থাকতো এক কাপালিক । তিনি রাজাকে সেই বনের মধ্যে আটকে এক পর্ন কুটিরে বন্দী করে রাখলেন ।রাতে তাকে নর বলি দেওয়া হবে । তাহলে কাপালিকের সংকল্প সিদ্ধ হবে। কাপালিক মনে মনে খুশি হয়ে তার যোগ্য সম্পূর্ণ করে , বলি দেবার জন্য রাত্রে পর্ন কুটির থেকে রাজাকে বাহির করিয়া এনে তাকে যখন বলি দেবার জন্য প্রস্তুত করা হচ্ছে, তখন কাপালিক দেখতে পায় রাজার একটা আঙ্গুলের কিছুটা অংশ নেই। রাজার  খুঁত আছে। খুঁত থাকলে নাকি তাকে বলি দেওয়া যায় না । কাবালিক তখন ক্ষুব্ধ হয়ে বলে ওঠে যা তোর কপাল ভালো। রাজাকে বন থেকে বার করে দেয়। হয়তো সেদিন কাপালিকের বলি দেবার সংকল্প সিদ্ধ হয়নি কিন্তু  রাজার প্রাণ বেঁচে ছিল । রাজা মনে মনে ভেবেছিলেন, আমার আঙ্গুলে খুঁত হয়েছিল বলেই তো আজকে আমি রক্ষা পেলাম  আর না হলে এতক্ষণে আমি হয়তো মারা যেতাম। তাই ঈশ্বর তো সেদিন ভালোই করেছিল  এই কথা ভেবে তিনি তখন আবার তার সেনাপতিদের নির্দেশ দিলেন যাকে গ্রাম ছাড়া করেছিলেন তাকে গ্রামে ফিরিয়ে আনার জন্য ।



ছোট গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন