অষ্টম শ্রেণী ইতিহাস নোট সাজেশন তৃতীয় পরীক্ষার জন্য - Online story

Sunday, 30 October 2022

অষ্টম শ্রেণী ইতিহাস নোট সাজেশন তৃতীয় পরীক্ষার জন্য

 



  ভূগোলের প্রশ্ন দেখুন

  অষ্টম শ্রেণী ইতিহাস নোট সাজেশন তৃতীয় পরীক্ষার জন্য

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণকরো :
1 × 10 = 10
-
i)' দেশীয় মুদ্রণ আইন জারী করেন - লর্ড লিটন / লর্ড নর্থব্রুক / লর্ডডালহৌসি।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় /

উঃ লর্ড লিটন

ii) জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন
উমেশচন্দ্র মুখোপাধ্যায় / মহাত্মা গান্ধী।
উঃ উমেশচন্দ্র মুখোপাধ্যায়

iii) বঙ্গভঙ্গ কার্যকরী হয় ১৯০৫-এর – ১৬ই আগষ্ট / ১৬ই জুন / ১৬ই অক্টোবর।
উঃ ১৬ই অক্টোবর।


iv) অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন – পুলিন বিহারী / সতীশ চন্দ্র / যতীনদাস।
উঃ সতীশ চন্দ্র

(v) বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন – ডাফরিন / কার্জন / ওয়েলেসলি।
উঃ কার্জন

vi) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল—কলকাতা/বোম্বাই/ মাদ্রাজ-এ।
উঃ বোম্বাই

.vii) কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন – ফজলুল হক / মহম্মদ আলি জিন্না /
জওহরলাল নেহেরু।
উঃ ফজলুল হক


viii) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন – গান্ধীজী / জিন্না / নেহেরু।
উঃ নেহেরু

ix) ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। নেতাজী / গান্ধীজী / ফজলুল হক।
উঃ নেতাজী

x) মুসলিম জগতের ধর্মগুরু হলেন – খলিফা / জিন্নাহ / পুরোহিত।
উঃ খলিফা


xi) ভারত স্বাধীন হওয়ার সময়ে ভারতের বড়লাট কে ছিলেন - (ফ্লিমেন্ট এটলী
চার্চিল / জন সাইমন্র / লর্ড মাউন্ট ব্যাটেন)
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন

xii) চম্পারন নামক জীয়গাটি অবস্থিত-(বিহারে / গুজরাটে/ মহারাষ্ট্রে)।
উঃ বিহারে

xiii) কৃষক প্রজাপার্টি নেতা ছিলেন - (ফজলুল হক / মহঃ আলি জিন্না / জওহরল
নেহেরু)।

উঃফজলুল হক

xix) গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন - (ড. রাজেন্দ্র প্রসাদ / বি.
আম্বেদকর / জওহরলাল নেহেরু)।
উঃ ড. রাজেন্দ্র প্রসাদ


xx) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় - (১৯০৯ / ১৯১৯/১৯৯১
উঃ ১৯১৯


xxi) লোকসভার সদস্য হওয়ার জন্য বয়স ( ২৪ / ২৫ / ২৭) বছর

উঃ ২৫




2. ‘ক’-স্তম্ভের সঙ্গে ‘খ’-স্তম্ভ মেলাও :
    ক-স্তম্ভ.                            খ-স্তম্ভ
i) নবগোপাল মিত্র.           a) ইণ্ডিয়ান লিগ
ii) সুরেন্দ্রনাথ                 b) শিবাজী উৎসব
বন্দ্যোপাধ্যায়.
iji) শিশির কুমার ঘোষ.   c) ভারত সভা
(iv) তিলক           d) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
v) বাঘা যতীন.           e) হিন্দু মেলা
-

উঃ
i) নবগোপাল মিত্র.         e) হিন্দু মেলা
ii) সুরেন্দ্রনাথ                c) ভারত সভা
বন্দ্যোপাধ্যায়.
iji) শিশির কুমার ঘোষ.     a) ইণ্ডিয়ান লিগ
(iv) তিলক           b) শিবাজী উৎসব
v) বাঘা যতীন.     d) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
-



৩। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :-

   ক-স্তম্ভ.                            খ-স্তম্ভ
স্বরাজ্য দল         নীল বিদ্রোহ
হিন্দু প্যাট্রিয়ট       লাহোর ষড়যন্ত্র মামলা
ভগৎ সিং            চিত্তরঞ্জন দাশ
পট্টভি সিতারামাইয়া   হরিপুরা কংগ্রেস

উঃ

   ক-স্তম্ভ.                            খ-স্তম্ভ
স্বরাজ্য দল              চিত্তরঞ্জন দাশ
হিন্দু প্যাট্রিয়ট             নীল বিদ্রোহ  
ভগৎ সিং            লাহোর ষড়যন্ত্র মামলা
পট্টভি সিতারামাইয়া   হরিপুরা কংগ্রেস



3. ঠিক অথবা ভুল নির্ণয় কর :
১) জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ।
উঃ ভুল ঠিক উত্তরটি হবে উমেশ চন্দ্র ব্যানার্জি


i২)পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় বিধান পরিষদের অস্তিত্ব আছে।

উঃ ভুল( বই আছে গঠন অস্তিত্ব নেই বর্তমানে এর অস্তিত্ব তৈরি করা হয়েছে।)


৩)আজাদ-হিন্দ-ফৌজের দায়ভার গ্রহন করেন সুভাষচন্দ্র।
উঃ ঠিক


৪) পাকিস্থান প্রস্তাব তোলা হয়েছিল ১৯৪০ খ্রীষ্টাব্দে লাহোর অধিবেশনে।
উঃ-ঠিক

৫ অলিন্দ যুদ্ধের মূল নায়ক হলেন বিনয়-বাদল-দীনেশ।
উঃ ঠিক

৬) কোন ঘটনাকে ব্যাঙ্গ করে তিনদিনের তামাশা বলা হতো?

উঃ- কংগ্রেসের আদি পর্বে কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন- কেন্দ্রিক। অর্থাৎ বছরে একবার অধিবেশন করা হতো । এই ঘটনাকে কেন্দ্র করে তিন দিনের তামাশা বলা হত।


৭) বেঙ্গল ক্যামিকেল এ্যাণ্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে তৈরি করেন?উঃ
উঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

৮) জাতীয় শিক্ষা পরিষদ কবে তৈরি হয়?
উঃ ১৯০৬ খ্রিষ্টাব্দে


৯) বঙ্গভঙ্গ রদ করা হয় কবে?
উঃ ১৯১১ খ্রিস্টাব্দে


১০) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল?
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ এপ্রিল


১১) কোন আইনভঙ্গের মধ্য দিয়ে গান্ধীজী আইন অমান্য আন্দোলনের সূচনা
করেন ?
উঃ লবণ আইন

১২) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ?
উঃ খান আব্দুল গফুর খান

১৩) লাহোর ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিল?
উঃ লাহোর ষড়যন্ত্র মামলায় ভগত সিং, সুখদেও , রাজগুরু বিপ্লবীরা অভিযুক্ত ছিল।


১৪) করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার?
উঃ মহাত্মা গান্ধীর উক্তি । ভালো নাম মোহনদাস করমচম গান্ধী
১৫) বর্গাদার কাকে বলা হয়?
উঃ


১৬) স্বাধীন ভারতের সংবিধানের রূপকার কে?
উঃ বি,আর, আম্বেদকর

১৭) সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উঃ কেরল রাজ্যে

১৮) ‘সত্যশোধক সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ জ্যোতিরাও ফুলে

1৯) হুল শব্দের অর্থ কী?
উঃ বিদ্রোহ ( সাঁওতালদের সংগঠিত বিদ্রোহ)


২০) ‘শিবাজী উৎসব’ কে চালু করেন?
উঃ বালগঙ্গাধর তিলক

২১) জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯০৭ খ্রিস্টাব্দে


২২) ‘হিন্দ স্বরাজ’ বইটি কার লেখা?
উঃ মহাত্মা গান্ধী

২৩) ‘করেঙ্গে-ইয়ে মরেঙ্গে’ কে ডাক দিয়েছিলেন?
উঃ মহাত্মা গান্ধী ভালো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী

২৪) খলিফা পদ কবে বিলুপ্ত হয়?
উঃ ১৯২৪সালে ৩রা মার্চ

২৫) ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়?
উঃ ১৯৫০ সালে ২৬জানুয়ারি

২৬) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ

২৭) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়


২৮) ফরোয়ার্ড ব্লক দল কে গঠন করেন?
উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু

২৯) ‘সীমান্ত গান্ধি’ কাকে বলা হত?
উঃ খান আব্দুল গফফার খান কে

৩৯) কত সালে 'ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট’ পাশ হয়?
উঃ ১৯০৯ সালে।

। দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে কোনো এগারোটি) :-


ক) গান্ধিজী অহিংসা সত্যাগ্রহ বলতে কী বুঝিয়েছেন?
উঃ

খ)লাল-বাল-পাল নামে কারা পরিচিত?
(খিলাফৎ আন্দোলনের মূল কারণ কী ছিল?

উঃ লালা রাজপথ রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল ।

খিলাফত আন্দোলনের মূল কারণ ছিল তুরস্কের খলিফাকে গতিচ্যুত করার জন‍্য।


ঘ) মুসলীম লীগ কবে কোথায় গঠিত হয়?
উঃ ১৯০৬ সালে ডিসেম্বর মাসে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্স অধিবেশনে মুসলিম লীগ গঠিত হয়।


ঙ) ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী নামে পরিচিত?
উঃ উচ্চকক্ষ হলো রাজ্যসভা।
 নিম্নকক্ষ হলো লোকসভা।

চ) পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কি কি?
উঃ(১) জেলা পরিষদ, (২)পঞ্চায়েত সমিতি (৩) গ্রাম পঞ্চায়েত।

ছ) দ্বিজাতি তত্ত্ব কী?
উঃ দ্বিজাতি তত্ত্ব হইল দুটি জাতির মধ্যে আলাদা করার পন্থা । ১৯৩০ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতা সময়ে এই তথ্য খাড়া করে 'পাকিস্তান 'আলাদা রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়।


জ) নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ
উঃ বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস


ঝ) ইয়ংবেঙ্গল কাদের বলে?
উঃ কলকাতায় হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছাত্ররা স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে, বিভিন্ন সামাজিক প্রথা জাতপাত , বাল্যবিবাহ ,  বহুবিবাহ প্রবৃত্তি প্রথা বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেই ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত হয়।
য়।
ঞ) গান্ধি-আরউইন চুক্তির দুটি শর্ত লেখ।

উঃ  গান্ধি-আরউইন চুক্তির দুটি শর্ত ছিল (১)ব্রিটিশ পণ্য বর্জন করা চলবে না।
(২)দমন মূলক আইনগুলি ব্রিটিশ সরকার তুলে নেবে ।এসবের বদলে কংগ্রেস আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করবে।

ট) ভারতকে ‘ধর্ম নিরপেক্ষ’ রাষ্ট্র বলা হয়েছে কেন?
উঃ ভারতে প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্ম উচ্চারণ করতে পারবেন। ভারত রাষ্ট্রে নিজস্ব কোন ধর্ম নেই। তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে।


ঠ) ফরাজী আন্দোলন কোথায় শুরু হয়? এর নেতার নাম কী?
উঃ ফরাজি আন্দোলন পূর্ববাংলায় ফরিদপুর অঞ্চলে শুরু হয় ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হজি শরীয়ত উল্লাহ

ড) দুটি দমনমূলক আইন উল্লেখ কর। (ব্রিটিশ ভারতে)

উঃ
ঢ) ভারতবাসী কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন?

উঃ
ণ) ভারতীয় নাগরিকদের দুটি মৌলিক অধিকারের উল্লেখ কর।
উঃ (১) ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানের সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া।
(২) জাতীয় সম্পত্তি রক্ষা করা ও হিংসা ত্যাগ করা।


5. দু-তিনটি বাক্যে উত্তর দাও ( যে কোনো দশটি) :
i) চরমপন্থী কয়েকজন নেতার নাম লেখ।
উঃ

ii) সভা-সমিতির যুগ কাকে বলে?

উঃ
iii) খিলাফৎ আন্দোলন ভারতে কেন হয়েছিল?

উঃ
ix) চৌরিচৌরার ঘটনা কি?
বা কবে কে স্বরাজ্য দল গঠন করেন?

উঃ
vi) দিল্লীচুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ


ক) গান্ধিজী কেন অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন?
উঃ



গ) সাঁওতাল বিদ্রোহের মূল কারণ কী ছিল?

উঃ
vii) আজাদ-হিন্দ-ফৌজ কবে কে গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং এবং রাস বিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন।

viii) ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী?
উঃ ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বোঝানো হয়েছে।
এর মূলত তাৎপর্য হইল জনগণ দ্বারা সরকার নির্বাচিত হয়

_ix) ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন?
উঃ ভারতে প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্ম উচ্চারণ করতে পারবেন। ভারত রাষ্ট্রে নিজস্ব কোন ধর্ম নেই। তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে।

*) সংবিধান বর্ণিত যে কোনো দুটি মৌলিক কর্তব্য লেখ।
উঃ (১) ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানের সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া।
(২) জাতীয় সম্পত্তি রক্ষা করা ও হিংসা ত্যাগ করা।


xi) পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত-এর স্তরগুলি কি কি ?
উঃ- পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতে স্তর গুলির মধ্যে সর্ব উঁচুতে আছে জেলা পরিষদ। তার নিচে পঞ্চায়েত সমিতি ।এবং সব থেকে নিচে গ্রাম পঞ্চায়েত।

ii) পশ্চিবঙ্গের কোন দুটি জেলার জেলা পরিষদ নেই?
উঃ পশ্চিমবঙ্গে কলকাতা এবং দার্জিলিং জেলায় কোন জেলা পরিষদ নেই।

।ঘ) পাকিস্তান প্রস্তাব কি আলোচনা কর।
উঃ ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোঃ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। ওই অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি হিসেবে আলাদা স্বশাসিত রাষ্ট্রের দাবি উঠে আসে। এই প্রস্তাবটি খসড়া তৈরিতে সিকান্দার হারাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল । ফজলুল হক সেই প্রস্তাব উত্থাপন করেন । লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক কর্তৃত্ব গৃহীত মুসলিমদের জন্য পৃথক প্রাশাসিত রাষ্ট্রের এই প্রস্তাবই "পাকিস্তান প্রস্তাব "নামে পরিচিত।


ঙ) ভারতের সংবিধানের প্রস্তাবনাটি আলোচনা কর।
উঃ ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা আছে। সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা কে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়  সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে।



6. টীকা লেখ (যে কোনো চারটি ) ঃ
ক) ভারতসভা।
উঃ

ii) চিপকো আন্দোলন।
উঃ
iii) তেভাগা আন্দোলন।

উঃ
খ) টীকা লেখ :- অলিন্দ যুদ্ধ
উঃ



7. নিজের ভাষায় উত্তর দাও ( যে কোনো দুটি ) :
i) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো। প্রস্তাবনায় বর্ণিত সাধারণতন্ত্র শব্দটি কীভাবে বাস্তবায়িত হয়েছে বলে তোমার মনে হয়?
উঃ  ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা আছে। সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা কে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়  সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে।
প্রস্তাবনায় বর্ণিত সাধারণতন্ত্র শব্দটি বোঝায়, ভারতে শাসন ব্যবস্থায় বংশানুক্রমে কোন রাজা বা রানীর স্থান নেই । ভারতীয় শাসন ব্যবস্থা শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি । তিনি ও ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন । সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রে উৎস ও রক্ষক ভারতীয় জনগণ। সেজন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার হয়েছে ।

ii) স্যার সৈয়দ আহমদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের
পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা – বিশ্লেষণ কর।
উঃ


ক) ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজী ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা
কর।
উঃ গান্ধীজী নেতৃত্বে ভারতের জনগণ যখন বিভিন্ন আন্দোলনে সাড়া জাগা ছিল , তখন নেতাজী সুভাষ চন্দ্র আবির্ভাব ঘটে । তিনি গান্ধীজীর নেতৃত্ব কে স্বীকার করে নেন। অসহযোগ আন্দোলনে সক্রিয় থাকার জন্য তাকে জেলে যেতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হলে তিনি জার্মানে যাত্রা করেন। জাপানে ১৯৪২ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাহবিহারী বসু জাপানি যুদ্ধবন্দী- ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিংগাপুরে আজাদ হিন্দ বাহিনী তৈরি করেন। রাহবিহারী বসুর অনুরোধে, সুভাষচন্দ্র জার্মান থেকে জাপানে গিয়ে আজাদ হিন্দু বাহিনীর দায়িত্বভার নেন। ৪০ হাজার ভারতীয় যুদ্ধবন্দী এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনেকে আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে ২১ অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠাতা ঘোষণা করেন । তিনি হন তার প্রধানমন্ত্রী এবং বাহিনী সর্বাধিনায়ক।  খাদ্য এবং রসদ এর অভাবে আজাদ হিন্দ বাহিনী পরাজয়ের ঘটে, দিল্লি লালকেল্লায় বিচার শুরু করে ব্রিটিশ সরকার। নেতাজি দেশ ছেড়ে পালিয়ে যান । শোনা যায় তাইকুহু বিমান দুর্ঘটনায় তার তিনি প্রাণ হারান । যদিও তার মৃত্যু নিয়ে আজও রহস্য আছে।


গ) তুমি কি মনে করো ১৮৫৭ সালের বিদ্রোহ কেবলমাত্র ‘সিপাহী বিদ্রোহ’ ছিল?
তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উঃ