চতুর্থ শ্রেণি বাংলা আদর্শ ছেলে কুসুম কুমারী দাশ হাতে কলমে প্রশ্নের উত্তর
যতীনের জুতো গল্পের প্রশ্নের উত্তর
চতুর্থ শ্রেণি বাংলা
আদর্শ ছেলে
কুসুম কুমারী দাশ
হাতে কলমে প্রশ্নের উত্তর কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলো।
১২। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১২.১ 'কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে'—বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উঃ-কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে'—বলতে কবি বোঝাতে চেয়েছে, যে বড়ো বড়ো কাজ করার বড়াই না করে, বড়ো বড়ো কাজ করে দেখাতে পারবে ।যে কাজের মধ্যে দিয়ে দেশের কল্যাণ হবে ।সেই ছেলের কথা বলছেন।
১২২ 'চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?’ – চেতনাসম্পন্ন মানুষ কী ধরনের কাজে এগিয়ে যায়?
উঃ সমাজের সকলের তথা দেশের মঙ্গল হবে এমন কাজে চেতনাসম্পন্ন মানুষ এগিয়ে যায়।
১২.৩ ‘সবারই রয়েছে কাজ এ বিশ্বমাঝার।’ –তুমি বড়ো হয়ে কোন কাজ করতে চাও? কেনই বা তুমি সেই কাজ করতে চাও লেখো।
উঃ আমি বড়ো হয়ে শিক্ষক হতে চাই।
কারণ আমি শিক্ষার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের ছেলেমেয়েদের শিক্ষাদান করে সমাজের অন্ধকার দিকগুলো মুছে ফেলতে চাই । কুসংস্কার থেকে তাদেরকে বার করে এনে সমাজে আলোর স্রোতে ফিরিয়ে দিতে চাই। তাদের হাতে শিক্ষার শক্তি তুলে দিতে চাই। যে শক্তি দিয়ে তারা একদিন দেশ গড়ার সুযোগ পাবে ।
১২.৪ 'আদর্শ ছেলে' কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন?
উঃ কবি কুসুমকুমারী দাশ এদেশের ছেলেদের কাছে অনেক আশা রাখেন। যেমন— তারা কথায় বড়ো না হয়ে কাজে বড়ো হবে। মুখে হাসি, বুকে বল আর তেজে ভরা মন নিয়ে তারা মানুষ হওয়ার প্রতিজ্ঞায় অটল হবে। বিপদে এগিয়ে যাবে নির্ভয়ে। নিজের সর্বশক্তি দিয়ে দেশের উন্নতি করবে।
১২.৫ প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞ করা উচিত?
উঃ প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞ করা উচিত মুখে কথা কম বলে, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে নিজের যোগ্যতা । তেজে ভরা মন প্রাণ আর বুকে বল নিয়ে এগিয়ে যেতে হবে।
১২.৬ দেশের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন, এমন কয়েকজনের নাম লেখো।
উঃ বাঘাযতীন নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ইত্যাদি।
১২.৭ ‘আদর্শ ছেলে’-কে প্রধানত কোন্ কোন্ বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে?
উঃ ‘আদর্শ ছেলে’ হতে গেলে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে হবে।
বুকে ভরা সাহস দরকার ।মুখে হাসি থাকতে হবে ।মন প্রাণ থাকবে তেজে ভরা। কথা কম বলে কাজ বেশি করা।তাকে মানুষের মতো মানুষ হতে হবে।
১২.৮ 'আদর্শ ছেলে' কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন, তেমন কোনো প্রিয় ছেলে’-র সম্পর্কে কয়েকটি বাক্য লেখো।
অন্য গুলির উত্তর দেখুন
(১) সবার আমি ছাত্র
(২) নরহরি দাস
(৩) বনভোজন
(৬) বনের খবর
(৭) মালগাড়ি
(৮) বিচিত্র সাধ
আর ও আমি সাগর পাড়ি দেবো
(১০) আলো
(১১) আমাজনের জঙ্গলে
(১২) দক্ষিণ মেরু অভিযান
(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়
(১৪) আমার মা-র বাপের বাড়ি
(১৫) দূরের পাল্লা
(১৬) নইলে
(১৭) ঘুম পাড়ানি ছড়া
(১৮) আদর্শ ছেলে
(১৯) যতীনের জুতো
(২০) ঘুম ভাঙ্গানি
(২১) মায়াদ্বীপ
(২২) বাঘা যতীন
আর ও বাঘা যতীন