তৃতীয় শ্রেণি পরিবেশ তৃতীয় পরীক্ষার প্রশ্ন সাজেশন/class 3 3rd examination questions - Online story

Saturday, 29 October 2022

তৃতীয় শ্রেণি পরিবেশ তৃতীয় পরীক্ষার প্রশ্ন সাজেশন/class 3 3rd examination questions

 






তৃতীয় শ্রেণি পরিবেশ তৃতীয় পরীক্ষার প্রশ্ন সাজেশন


তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র - ২০১৭
                         পরিবেশ
                       তৃতীয় শ্রেণি
প্রাপ্ত নম্বর গ্রেড।               পূর্ণমান – ৫০
                                     ১ঘণ্টা ৩০ মিনিট
পরীক্ষার্থীর নাম.........
..বিভাগ............ রোল নং.........
(প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি।)


 



১। একটি বাক্যে উত্তর দাও     :৬×২=১২

(ক) ছায়া কখন লম্বা হয় ?
উঃ. দুপুর বারোটার সময়। সূর্য যখন ঠিক মাথার উপর আসে।



(খ) পূর্ণিমার পর থেকে কোন্ পক্ষ শুরু হয় ?
উঃ.. পূর্ণিমার পর কৃষ্ণপক্ষ শুরু হয়।


(গ) কৃষি সম্পদ কাকে বলে ?
উঃ. কৃষি থেকে যে সম্পদ পাওয়া যায় সেগুলিকে কৃষি সম্পদ বলে।


(ঘ) কাগজ তৈরি করতে কী কী লাগে ?
উঃ কাগজ তৈরি করতে গেলে ঘাস ,খড়, কাপড়ে টুকরো ইত্যাদি লাগে

(ঙ) পিনকোড বলতে কী বোঝো ?
ជិះ পিন কোড হল পোস্ট অফিসের একটা নাম্বার।

(চ) দিগন্তরেখা কাকে বলে ?
উঃ ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা দূরে কোথাও মিশে গেছে। এটাকে বলা হয় দিগন্ত রেখা।



২। সঠিক উত্তরের মাথায় টিক্ (v) চিহ্ন দাও :
                                    ।।      ৫×১=৫
(ক) বাজ সাধারণত পড়ে (ছোটো গাছে/উঁচু গাছে/ নীচু গাছে)।
উঃ উঁচু গাছে


(খ) যেসব জিনিস চাষ করতে হয় তাকে বলে (নির্মাণ শিল্প/প্রাকৃতিক সম্পদ)।

উঃ প্রাকৃতিক সম্পদ


(গ) রামধনু দেখার সময় সূর্য আমাদের (সামনে/পিছনে/মাথার উপরে) থাকে

উঃ পিছনে

(ঘ) অমাবস্যার পর চাঁদ ওঠে (পূর্ব/উত্তর/পশ্চিম) আকাশে।
উঃ পশ্চিম

(ঙ) ঔষধ পাওয়া যায় (জাম/বাসক/বকুল) গাছ থেকে।
উঃ বাসক





৩। শূন্যস্থান পূরণ করো :       ৫×১=৫
(ক) সোজাসুজি-------দিকে তাকালে চোখের ক্ষতি হয়।
উঃ সূর্যের

(খ) পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা ঠিক------- আকাশে ওঠে।

উঃ পূর্ব
(গ) সুস্থ শরীর আমাদের ---------- হতে পারে।
উঃ খারাপ

(ঘ) রাস্তা তৈরির কাজে লাগে--------‌
উঃ মাটি


(ঙ)---- কাজ না করলে টেস্টার দিয়ে দেখে।
উঃ বিদ্যুৎ সরবরাহ


৪। নীচের বাক্যগুলির মধ্যে যেগুলো ঠিক তার জন্য সত্য এবং ভুল বাক্যের জন্য মিথ্যা লেখো :
(ক) দুপুর বেলা ছায়া বড়ো হয়
উঃ ভুল


(খ) বাতাসে ধূলো থাকলে চোখ জ্বলে।
উঃ ঠিক

(খ) চাঁদের নিজস্ব আলো আছে।

উঃ ভুল
(গ) বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ।
উঃ ঠিক
(৩) জল, বায়ু, মাটি আর সূর্যের আলো প্রকৃতির প্রধান সম্পদ।
উঃ ঠিক


৫। কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তুলতে হবে। তখন কীভাবে সাবধান হবে ? পরে কী কী করবে ? এসব নিয়ে তোমার ভাবনা নীচের ছকে লেখো :
কাজ                                  সাবধানতা
জল থেকে তোলার সময় -দুহাতে ভালো করে ধরে তুলতে হবে
পেটের জল বের করার সময়-  বুকের নিচু থেকে  পেট পর্যন্ত আস্তে আস্তে চাপ দিতে হবে
শ্বাস চালু করার সময় -পেটে আস্তে আস্তে চাপ দিতে হবে এবং শ্বাস প্রশ্বাস চালু হওয়ার মত সময় দিতে হবে
তারপরের সাবধানতা- শ্বাস প্রশ্বাস শুরু হলে তাকে মুক্ত বাতাসে শুয়ে রাখতে হবে



৬। নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও :                 ৫×৩-১৫
(ক) মেঘ কাকে বলে ?
 উঃ নদী নালা খাল বিল থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় ।এবং আকাশে ভেসে বেড়ায় তাকে মেঘ বলা হয়।


(খ) শরীর সুস্থ রাখতে কী কী করা উচিত ? উঃ শরীর সুস্থ রাখতে গেলে পরিমিত খাবার খেতে হবে শরীরকে এক্সারসাইজ করতে হবে।


(গ) দিগন্তরেখা কাকে বলে ?
 উঃ ফাঁকা জায়গা দাঁড়ালে মনে হয় আকাশটা দূরে কোথাও মিশে গেছে তাকে বলা হয় দিগন্ত রেখা


(ঘ) “বে নী আ স হ ক লা” বলতে কী বোঝো ? এর পুরো নাম কী ?
উঃ সাতটি রংয়ের প্রথম অক্ষর বেগুনি নীল আসমানী সবুজ হলুদ কমলা লাল


(ঙ) চাষের ক্ষেত্রে কী ভাবে জল ব্যবহার করা উচিত ?
উঃ চাষের ক্ষেত্রে নদী, খাল ,বিল থেকে থেকে মেশিন বা কপিকলের সাহায্যে জল তুলে শেষ করতে হয়।