বিচিত্র সাধ রবীন্দ্রনাথ ঠাকুর হাতেকলমে প্রশ্নের উত্তর / class 4 bangla bichitra sadh question answer
"মায়াদ্বীপ" প্রশ্নের উত্তর
আমাজনের জঙ্গলে অনুশীলনী প্রশ্নের উত্তর দেখুন
আমি সাগর পাড়ি দেবো, কাজী নজরুল ইসলাম অনুশীলনী উত্তর
বিচিত্র সাধ
রবীন্দ্রনাথ ঠাকুর
হাতেকলমে প্রশ্নের উত্তর
১। সহজপাঠ বইটির লেখকের নাম কী?
উঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
২। কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উঃ ১৯১৩ সালে।
৩। একটি বাক্যে উত্তর দাও :
৩.১ ‘পাঠশালা’ শব্দটির একটি সমার্থক শব্দ লেখো।
উঃ ‘পাঠশালা’ শব্দটির একটি সমার্থক শব্দ হল বিদ্যালয়।
৩.২ কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়?
উঃ পাঠশালায় পড়তে যায়।
৩.৩ পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন্ কল্পনা জেগে ওঠে?
উঃ কথকের ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে ফেরিওলার মতো জিনিস ফেরি করে।
৩.৪ সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কে কী দেখতে পায় ?
উঃ সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কথক দেখতে পায় কোদাল নিয়ে বাবুদের ওই ফুলবাগানের মালি মাটি কোপায়।
৩.৫ ‘ফেরিওলা’, ‘মালি’ কিংবা ‘পাহারাওলার’ জীবনের স্বাধীনতা কথককে কীভাবে আকর্ষণ করে?
উঃ কথকের ইচ্ছে করে সে ‘ফেরিওলা’, ‘মালি’ কিংবা ‘পাহারাওলা'র মতো স্বাধীন হয়ে থাকবে।
৩.৬ রাতেরবেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখে?
উঃ রাতেরবেলা জানলা দিয়ে বক্তা দেখে পাগড়িমাথায় লণ্ঠন হাতে ফেরিওলাকে।
৪। তিন-চারটি বাক্যে উত্তর দাও।
৪.১ মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলি কী?
উঃ বক্তা যখন ছুটির পরে বাড়ি ফেরে তখন মালি কোদাল নিয়ে বাবুদের ফুলবাগানে মাটি কোপায়, অর্থাৎ তখনও মালির ছুটি হয় না।
(২) মালির গায়ে-মাথায় কত ধুলো লাগছে, তাকে কেউ বকে না। কিন্তু বক্তার গায়ে-মাথায় ধুলো লাগলে মা তাকে বকবে এবং ধুলোবালি ধুইয়ে দিয়ে পরিষ্কার জামা পরিয়ে দেবে।
৪.২ ফেরিওলার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে?
উঃ ফেরিওলার ‘চুড়ি চা–ই, চুড়ি চাই’ হাঁক খুব আকর্ষণ করেছে বক্তাকে। কারণ সাধারণত শিশুরা বেশি অনুকরণ করতে
শেখে এবং সুর করে এই ডাক শিশুরা অনায়াসে বলতে পারবে। তা ছাড়া পুতুলের ঝুড়ি নিয়ে দশটা বা সাড়ে দশটা যখন
খুশি ফেরিওলা যেখানে খুশি যেতে পারে। এই স্বাধীনতা বক্তাকে ভীষণ আকর্ষণ করে।
৪.৩ বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো।
উঃ বক্তা অর্থাৎ এই কবিতার কবি রবীন্দ্রনাথ যখন শিশু ছিলেন তখনকার কলকাতার রাত ছিল অনেক বেশি অন্ধকারময়।
তখন অলিতে-গলিতে এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোক চলাচল ছিল
না বললেই চলে। গ্যাসের আলো জ্বলত মিটমিট করে। পাগড়িপরা পাহারাওলা হাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে
দাঁড়িয়ে থাকত।
৪.৪ কবিতায় কথকের নানারকম সাধের যে পরিচয় পাও তা উল্লেখ করো।
উঃ কবিতার কথক প্রথমত ফেরিওলা হতে চেয়ে পথে পথে যেখানে খুশি যখন খুশি ঘুরে বেড়াতে চেয়েছেন। দ্বিতীয়ত তিনি
বাগানের মালির মতো কোদাল নিয়ে ফুলবাগানের মাটি কোপাতে চান এবং গায়ে মাথায় ধুলোবালি মাখো অবস্থায় সারাক্ষণ
থাকতে চান। তৃতীয়ত তিনি পাহারাওলা সেজে লণ্ঠন হাতে সারারাত গলির ধারে আপনমনে জেগে থাকতে চেয়েছেন।
৫। বাক্যরচনা করো ঃ কোদাল, পাগড়ি, গলি, খুশি, ফেরিওলা।
উঃ কোদাল— মাটি কোপানোর জন্য কোদাল দরকার।
পাগড়ি— অনেক ডাকাত দল মাথায় পাগড়ি বেঁধে ডাকাতি করে।
গলি— গলি রাস্তায় পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে।
খুশি— স্কুলের ছুটি পেয়ে ছেলেরা খুব খুশি হল।
ফেরিওলা— ফেরিওয়ালা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করে।
৬। এই কবিতায় এক শিশুর অনেক সাধের কথা আছে। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা যে কবিতায় ফুল, প্রদীপের আলো, পুকুরের জল এদের সাধের কথা আছে সেই কবিতাটির বিষয়ে নিজের ভাষায় ছয়টি বাক্য লেখো।
এখানে প্রয়োজনে শিক্ষিকা/শিক্ষকের সাহায্য নাও।
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এইরকমই একটি কবিতার নাম ‘কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে’। এই কবিতাটির বিষয়ে
নীচে ছয়টি বাক্য লেখা হল-
(১) ফুল একদিন ভাবল যেখানে খুশি উড়ে যাব। (২) প্রজাপতি হয়ে ফুল ডানা মেলে দিল। (৩) প্রদীপ প্রতিদিন ভাবছিল
উড়তে পারলে ভালো হত। (৪) প্রদীপ একদিন জোনাকি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। (৫) পাখির ওড়া দেখে পুকুরের
জলেরও উড়তে ইচ্ছা হল। (৬) ধোঁয়া-ডানা মেলে একদিন পুকুরের জল সহজে আকাশে চলে গেল।
৭। 'ওলা/ওয়ালা’ যোগে পাঁচটি শব্দ তৈরি করো : যেমন——ফেরিওলা’, ‘বাঁশিওয়ালা'।
উঃ বাড়িওলা/বাড়িওয়ালা। চুড়িওলা/চুড়িওয়ালা। কাবুলিওলা/কাবুলিওয়ালা। বাঁশিওলা/বাঁশিওয়ালা। রিকশাওলা/
রিকশাওয়ালা।
"আমি সাগর পাড়ি দেবো" হাতে কলমে অনুশীলন উত্তর
আমাজনের জঙ্গলে প্রশ্নে উত্তর দেখুন
অন্য গুলির উত্তর দেখুন
(১) সবার আমি ছাত্র
(২) নরহরি দাস
(৩) বনভোজন
(৬) বনের খবর
(৭) মালগাড়ি
(৮) বিচিত্র সাধ
আর ও আমি সাগর পাড়ি দেবো
(১০) আলো
(১১) আমাজনের জঙ্গলে
(১২) দক্ষিণ মেরু অভিযান
(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়
(১৪) আমার মা-র বাপের বাড়ি
(১৫) দূরের পাল্লা
(১৬) নইলে
(১৭) ঘুম পাড়ানি ছড়া
(১৮) আদর্শ ছেলে
(১৯) যতীনের জুতো
(২০) ঘুম ভাঙ্গানি
(২১) মায়াদ্বীপ
(২২) বাঘা যতীন
আর ও বাঘা যতীন