class 4 britti samaj biggan porikha 2022 question answer/ চতুর্থ শ্রেণি বৃত্তি সমাজবিজ্ঞান পরীক্ষা ২০২২ প্রশ্নের উত্তর - Online story

Friday, 14 October 2022

class 4 britti samaj biggan porikha 2022 question answer/ চতুর্থ শ্রেণি বৃত্তি সমাজবিজ্ঞান পরীক্ষা ২০২২ প্রশ্নের উত্তর

 




প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০২২                    পূর্ণমান - ১০০
বিষয় : সমাজ বিজ্ঞান সময় : ২ ঘন্টা ৩০ মিঃ


১। সঠিক উত্তরটি বেছে লেখ :
 (যে কোন ১০টি)    
       ১০×১=১০

ক) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-ঋতু হল  শীত/গ্রীষ্ম/ বর্ষা।
   উঃ- গ্রীষ্ম

        
খ) ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে/ দুপুর বারটায় /বিকালে।
উঃ-দুপুর বারটায়


গ) আর্যভট্ট আমেরিকা/ ভারত/চীন দেশের লোক।
উঃ-আর্যভট্ট


ঘ) মানুষের প্রথম ব্যবহৃত ধাতু লোহা/ তামা/রূপা।
উঃ-তামা


ঙ) স্কোয়াশের চাষ হয় মরুভূমিতে/ সমভূমিতে/পাহাড়ে।
উঃ-সমভূমিতে


চ) খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো ঘুঘু/পায়রা/টিয়া।
উঃ-পায়রা



ছ) ধ্রুবতারা দেখা যায় আকাশের দক্ষিণে/পূর্বে/উত্তরে।
উঃ-উত্তরে


জ) লোহার জিনিস যারা তৈরি করেন, তাদের বলা হয় কর্মকার/কুম্ভকার/ মালাকার।
উঃ-কর্মকার



ঝ) কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য রাবারের/লোহার/প্লাসটিকের বেড় দেওয়া হয়।
উঃ-লোহার


ঞ) পৃথিবী/ শনি/ বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ।
উঃ-বৃহস্পতি



ট) জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে- হুগলী/ হলং/ তোর্ষা নদী।
উঃ-হলং


ঠ) খেলার জন্য বেশি সময় পাওয়া যায়- শীতকালে/গরমকালে।
উঃ-গরমকালে



২। শূন্যস্থান পূরণ করঃ (যে কোন ১০টি )
উঃ-

ক) তুলসি একটি   – উদ্ভিদ।
উঃ- ভেষজ


খ) পিনটেল এক ধরনের–।

উঃ- হাঁস


গ) ট্রয়ট্রেন দেখা যায়–।
উঃ- দার্জিলিং

ঘ) রবীন্দ্রসেতু–নদীর উপর অবস্থিত।
উঃ- হুগলি


ঙ) পাহাড়ের গায়ে–পদ্ধতিতে চাষ হয়।


উঃ- ধাপ চাষ

চ) চাঁদ পৃথিবীর একমাত্র–।
উঃ- উপগ্রহ


ছ) একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় –অরণ্যে।
উঃ- জলদাপাড়া


জ) –ঋতুতে দিন ছোট ও রাত বড় হয়।
উঃ- শীত



ঝ) মানুষ প্রথম পোষ মানিয়েছিল–নামক পশুকে।
উঃ- কুকুর


ঞ) শিমূল গাছ থেকে আমরা-- পাই।
উঃ- তুল্য


ট) জলের কঠিন রূপ হল–
উঃ- বরফ


৩। বামদিকের শব্দগুলির সাথে ডানদিকের শব্দগুলি মিলিয়ে দাও :
বামদিক।        ডানদিক,

১) মনোহরা              ক) পৌষমেলা
২) ছৌ-নাচ                খ) ধনেখালি
৩) সূর্য।                      গ) মিষ্টি
৪) তাঁতশিল্প               ঘ) পুরুলিয়া
৫) শান্তিনিকেতন        ঙ) স্থির

উঃ-
বামদিক।        ডানদিক,
পাই।
১) মনোহরা              ক) মিষ্টি
২) ছৌ-নাচ                খ)  পুরুলিয়া
৩) সূর্য।                      গ)  স্থির
৪) তাঁতশিল্প               ঘ) ধনেখালি
৫) শান্তিনিকেতন        ঙ) পৌষমেলা



৪। অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
 (যে কোন ১০টি)


ক) পশ্চিমবঙ্গের কোথায় চা হয়?
উঃ- দার্জিলিং , কালিংপং এবং তরাই অঞ্চলে।

খ) মানুষ প্রথম কী থেকে লোহা পায়?
উঃ- মানুষ প্রথম উল্কা থেকে লোহা পায়।

গ) বিষ্ণুপুরের মন্দিরগুলি কী দিয়ে তৈরী?
উঃ- পোড়ামাটি দিয়ে তৈরি


ঘ) আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল?
উঃ- আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল এবং পাথর


ঙ) চাঁদের গায়ের দাগগুলোকে কী বলে?
উঃ- চাঁদের গায়ে দাগগুলিকে বলা হয় কলঙ্ক।


চ) খাবার থেকে আমরা কী পাই?
উঃ- খাবার থেকে আমরা পাই শক্তি।


ছ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোন্‌টি?
উঃ- সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ

জ) পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয়?
উঃ- যারা পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে কোথাও মালাহার,কোথাও স‍্যাঁকরা, কোথাও ঢেপ্পো বলে ডাকা হয়।

ঝ) পশ্চিমবঙ্গের কোথায় রেল-ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উঃ- চিত্তরঞ্জনে

ঞ) দূরবীন আবিস্কার করেন কে?
উঃ- গ্যালিলিও


ট) কার কাছ থেকে পৃথিবী আলো পায়?
উঃ- সূর্যের কাছ থেকে পৃথিবী আলো পায়।


ঠ) মাছ ধরা যাদের জীবিকা তাদের কী বলে?
উঃ- মাছ ধরা যাবে জীবিকা তাদের বলে জেলে।



৫।টিকা লেখঃ (যেকোন ৪টি)
4×5=20


ক) টুল (যন্ত্রপাতি) ; খ) দিন ও রাত ;
 গ) পটুয়া ; ঘ) ক্ষুদ্রশিল্প; ঙ) জীবিকা।
উঃ-



৬। একটি বাক্যে উত্তর দাও : (যেকোন ১০টি)
১০×২=২০



ক) কোথায় ভারতীয় সিংহ পাওয়া যায় ?
উঃ-

খ) ব্রোঞ্জ কী কী ধাতু দিয়ে গঠিত?
উঃ-

গ) পাহাড়ি অঞ্চলের মানুষের দু’টি জীবিকা কী কী?
উঃ-

ঘ) নকশি কাঁথা কী কী দিয়ে তৈরি?
উঃ-

ঙ) ইস্পাত কী?
উঃ-

চ) গ্রীষ্মকালের একটি ফুল ও একটি ফলের নাম লেখ।
 উঃ-


                                          
ছ) যন্ত্র কাকে বলে?
উঃ-


জ) চাঁদের আলো কীভাবে পাওয়া যায়?
উঃ-


ঝ) পশুপালনের দু'টি সুবিধা লেখ।
উঃ-

ঞ) শরৎকালের দু’টি বৈশিষ্ট্য লেখ।
উঃ-


ট) জঙ্গল থেকে পাওয়া যায় এমন দু'টি জিনিসের নাম লেখ।
উঃ-


৭। যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও :
৫×৫=২৫


ক) মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল? আগুনের ব্যবহারের সুবিধা কী কী? ২+৩
উঃ-


খ) ডোকরা শিল্প কী? পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলায় এই শিল্প দেখা যায় ? ৩+২
উঃ-


গ) কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী সুবিধা পাই ?
উঃ-



ঘ) বিপন্ন বাসভূমি বলতে কী বোঝানো হয়েছে?
উঃ-


ঙ) শীতকালে তাড়াতাড়ি জামাকাপড় শুকোয় কেন? কোন্ কোন্ মাস নিয়ে শীতকাল? ৩+২
উঃ-



চ) ক্ষুদ্র শিল্প কী? কুটির শিল্প কী?
৩+২