class 4 gamit britti 2022 question answer / চতুর্থ শ্রেণি গণিত বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্নের উত্তর - Online story

Thursday 13 October 2022

class 4 gamit britti 2022 question answer / চতুর্থ শ্রেণি গণিত বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্নের উত্তর

 


  ২০১৬ সালের সমাজবিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন

 প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০২২
-
পূর্ণমান - ১০০
বিষয় : গণিত সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
১। প্রশ্নের উত্তর দাও : (যে কোন ৫টি)

ক) যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি কি?
উঃ- ২
খ) কোন ভগ্নাংশের লব ৮ এবং হর ১২। ভগ্নাংশটি লেখ।
         ৮
উঃ- -------
        ১২

গ) ৯, ২, ৬ দিয়ে গঠিত ছোট সংখ্যাটি লেখ।

উঃ- ২ ৬ ৯


ঘ) যে রেখা এঁকে বেঁকে চলে তাকে কী রেখা বলে?

উঃ-বক্ররেখা


ঙ) ৬০৯ সংখ্যার শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান কত?

উঃ- ৯ (নয়)


চ) অধিবর্ষ বা লিপইয়ার বছরটি কত দিনে হয়?
উঃ- ৩৬৬ দিনে।

যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও :
উঃ-
ক) কথায় লেখ
২০,৫০০।

উঃ- কুড়ি হাজার পাঁচ শত।

খ) ৯ বছর =[ ]মাস?
উঃ-৯ বছর =৯×১২ মাস= ১০৮ মাস

গ) একটি ট্রেন ১৪টা ৩০-এ ছাড়বে। তোমার ঘড়িতে সময় কী দেখাবে?

উঃ-১৪টা ৩০
   - ১২টা ০০
------------------
   ২ টা ৩০ মিনিট

ঘ) ছোট থেকে বড় সাজাও
৭৪৩২,৫২৮৮


উঃ-৫২৮৮ <৭৪৩২


ঙ) দশমিক ভগ্নাংশে প্রকাশ কর – দশ ভাগের ৬ ভাগ।
       ৬
উঃ- ---- = ০.৬
       ১০


চ) দু'টি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় না বিজোড় হবে লেখ।
উঃ-বিজোড়

উদাহরণ ৩×৫=১৫



ছ) ১ লিটার = কত মিলিলিটার?
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও :

উঃ- ১০০০মিলিলিটার

ক) ঝড়ের পর ১৫ জন ছেলে আম কুড়োতে গেল। প্রত্যেক ছেলে এক ডজন করে আম কুড়িয়েছে। তারা মোট কত আম কুড়িয়েছিল হিসাব করে দেখাও?
উঃ- ১৫ × ১২ =১৮০

তারা মোট ১৮০টি আম কুড়িয়েছিল।


খ) একটি বাগানের জন্য ৩৫০টি চারাগাছ কিনে আনা হল। ২৫টি সারিতে সমান সংখ্যায়
ভাগ করে রাখা হল। প্রতি সারিতে কতগুলো করে চারাগাছ রাখা হল তা হিসাব করে
দেখাও।

উঃ- ৩৬০÷২৫ =১৪
প্রতি সারিতে ১৪টি করে চারাগাছ রাখা হল।

গ) এবারের বৈশাখী মেলায় ৯৯৫ জন মহিলা, ১৮২৮ জন শিশু ও ৬৯০ জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কত জন এসেছে হিসাব করে দেখাও।
উঃ-
   ৯৯৫ জন মহিলা,
 ১৮২৮ জন শিশু
   ৬৯০ জন পুরুষ
-------------
৩৫১৩ জন

এই মেলায় এবারে মোট ৩৫১৩ জন এসেছে।

ঘ) স্থানীয় মান অনুসারে বিয়োগ কর :
৯৬৪২ – ১৭২৮

উঃ-৯৬৪২
  – ১৭২৮
--------------
   ৭৯১৪


ও) মিতালী পিসি ৭৮০টি কলা নিয়ে বাজারে গেলেন। তিনি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন? হিসাব করে দেখাও।
উঃ- ৭৮০÷১২ =৬৫
মিতালী পিসি ৬৫ ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন।


চ) বিয়োগ কর :  (১ মাস = ৩০ দিন ধরে)
৮ বছর ২ মাস ১৭ দিন
২ বছর ৬ মাস ২২ দিন


  ৮ বছর ২ মাস ১৭ দিন
  ২ বছর ৬ মাস ২২ দিন
--------------------------------

  আবার              

      ৮ বছর ১ মাস ৪৭ দিন
      ২ বছর ৬ মাস ২২ দিন
---------------------------–------
আবার              

      ৭ বছর ১৩ মাস ৪৭ দিন
      ২ বছর   ৬ মাস ২২ দিন
---------------------------–------
      ৫ বছর  ৭ মাস   ২৫ দিন। (উঃ)

ছ) একটি অঙ্কে ভাজক ১৮, ভাগফল ৬, ভাগশেষ ১১। ভাজ্য কত নির্ণয় কর?
উঃ-( ১৮ × ৬)+১২
 ১০৮ +১১ ÷১১৯
বাকি উত্তর গুলি শীঘ্রই দেয়া হচ্ছে