সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞান ছয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর /class 7 life science 6th chapter important question answer
সপ্তম শ্রেণীর বিঞ্জান
৬ অধ্যায়
মূল কাণ্ড ফুল ফল
এই অধ্যায়ের আগের প্রশ্নের উত্তরগুলি দেখুন
প্রশ্ন। আপেলের কোন্ অংশ আমরা খাই?
>> আপেলের রসালো পুষ্পাক্ষ আমরা খাই।
প্রশ্ন।ফুলের কোন্ অংশ ফল গঠন করে?
» ফুলের গর্ভাশয় ফল গঠন করে।
প্রশ্ন।শশা কী জাতীয় ফল ?
» শশা প্রকৃত ফল ৷
প্রশ্ন। চালতার কোন্ অংশ আমরা খাই?
>> চালতার বৃতি অংশ আমরা খাই।
প্রশ্ন। আমের বাইরের পাতলা আবরণকে কী বলে?
>> আমের বাইরের পাতলা আবরণকে বহিস্ত্বক বলে।
প্রশ্ন।কোন্ প্রকার ফলে বীজ উৎপন্ন হয় না?
>> পারথেনোকার্পিক ফলে বীজ উৎপন্ন হয় না।
প্রশ্ন।একটি নীরস ফলের নাম লেখো।
>> ধান একটি নীরস ফল।
প্রশ্ন। আতা, ছাতিম, পদ্ম প্রভৃতি ফল কী জাতীয় ?
>> আতা, ছাতিম, পদ্ম গুচ্ছিত ফল।
প্রশ্ন। বট, ডুমুর, কাঁঠাল ইত্যাদি কী জাতীয় ফল?
>> বট, ডুমুর, কাঁঠাল ইত্যাদি যৌগিক ফল।
প্রশ্ন। আমের কোন্ অংশ আমরা খাই?
>> আমের মধ্যত্বক অংশ আমরা খাই।
প্রশ্ন।পরাগমিলন বা পরাগযোগ কাকে বলে?
» ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের বা একই প্রজাতির কোনো ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে পরাগমিলন বা পরাগযোগ বলে।
প্রশ্ন।পরাগযোগ কত প্রকার ও কী কী?
» পরাগযোগ প্রধানত দু-প্রকার। যথা—1 স্বপরাগযোগ এবং 2 ইতর বা বিপরীত পরাগযোগ।
প্রশ্ন।একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কী বলে?
» একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে স্বপরাগযোগ বলে।
প্রশ্ন।একই প্রজাতির দুটি পৃথক গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কী বলে?
» একই প্রজাতির দুটি পৃথক গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে ইতর পরাগযোগ বলে।
প্রশ্ন।দোপাটি গাছে কী ধরনের পরাগযোগ ঘটে?
» দোপাটি গাছে স্বপরাগযোগ ঘটে।
প্রশ্ন।পুরুষ ও স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদে ফুটলে সেই উদ্ভিদকে কী বলে?
>> পুরুষ ও স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদে ফুটলে সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে।
প্রশ্ন। সহবাসী উদ্ভিদের কী জাতীয় পরাগযোগ ঘটে?
» সহবাসী উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে।
প্রশ্ন। ভিন্নবাসী উদ্ভিদে কোন্ প্রকার পরাগযোগ লক্ষ করা যায়?
>» ভিন্নবাসী উদ্ভিদে ইতর বা বিপরীত পরাগযোগ ঘটে।
প্রশ্ন।কোন প্রকার পরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়?
» স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়।
প্রশ্ন। কোন্ প্রকার পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়?
» ইতর বা বিপরীত পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়।
প্রশ্ন।কোন প্রকার পরাগযোগে সবল বংশধর সৃষ্টি হয়?
» ইতর বা বিপরীত পরাগযোগে সবল বংশধর সৃষ্টি হয়।
প্রশ্ন।স্বপ্নরাপযোগ কাকে বলে? কোন্ উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে?
» কোনো ফুলের পরাগধানী থেকে সৃষ্ট পরাগরেণুর সেই ফুলের বা সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে স্বপরাগযোগ বলে।
উদাহরণ : ধান, দোপাটি, সন্ধ্যামালতী প্রভৃতিতে স্বপরাগযোগ ঘটে।
প্রশ্ন। স্বপরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখো।
>> স্বপ্নরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম সন্ধ্যামালতী।
প্রশ্ন।ইতর পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখো।
>> ইতর পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম পেঁপে।
প্রশ্ন।বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটলে সেই ফুলকে কী বলে?
>> বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটলে সেই ফুলকে বায়ুপরাগী বলে।
প্রশ্ন। পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটলে সেই ফুলকে কী বলে?
>> পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটলে সেই ফুলকে পতঙ্গপরাগী বলে।
প্রশ্ন।কোন প্রকার পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না?
» স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না।
প্রশ্ন। কোন প্রকার পরাগযোগের ক্ষেত্রে নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে?
>> ইতর পরাগযোগে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে।
প্রশ্ন।পৃথক পৃথকভাবে স্ত্রী ও পুরুষ ফুল একই উদ্ভিদে ফুটলে সেই ধরনের উদ্ভিদকে কী বলে?
» পৃথক পৃথকভাবে স্ত্রী ও পুরুষ ফুল একই উদ্ভিদে ফুটলে সেই ধরনের উদ্ভিদকে সহবাসী উদ্ভিদ বলে।
প্রশ্ন।দুটি সহবাসী উদ্ভিদের নাম লেখো।
>> দুটি সহবাসী উদ্ভিদের নাম হল—লাউ, কুমড়ো।
প্রশ্ন। দুটি ভিন্নবাসী উদ্ভিদের নাম লেখো।
>> দুটি ভিন্নবাসী উদ্ভিদের নাম হল—পেঁপে, তাল।
প্রশ্ন। মটর বীজের বীজপত্রের সঙ্গে ঘৃণাক্ষটির সংযোগস্থলকে কী বলে?
>মটর বীজের বীজপত্রের সঙ্গে ঘৃণাক্ষের সংযোগস্থলকে পর্বসন্ধি বা পর্বস্থান বলে।
প্রশ্ন। ভুট্টা বীজের তৃণমূলের পাতলা আবরণীকে কী বলে?
» ভুট্টা বীজের ভ্রূণমূলের পাতলা আবরণীকে ভ্রূণমূলাবরণী বা কোলিওরাইজা বলে।
প্রশ্ন। ভুট্টা বীজের ভ্রূণমুকুলের আবরণীকে কী বলে?
» ভুট্টা বীজের ভ্রূণমুকুলের আবরণীকে ভ্রূণমুকুলাবরণী বা কোলিওপ্টাইল বলে।
প্রশ্ন। ভুট্টা দানার অন্তর্বীজের বেশিরভাগ অংশ কী নামে পরিচিত?
» ভুট্টা দানার অন্তর্বীজের বেশিরভাগ অংশ সস্য নামে পরিচিত।
প্রশ্ন।একটি দ্বিবীজপত্রী অসস্যল বীজের নাম লেখো।
>> একটি দ্বিবীজপত্রী অসস্যল বীজের নাম ছোলা বীজ।
প্রশ্ন।ভুট্টা বীজের বীজপত্র অনেকটা বর্মের মতো হওয়ায় একে কী বলে?
>>ভুট্টা বীজের বীজপত্র অনেকটা বর্মের মতো হওয়ায় একে স্কুটেলাম বলে।
প্রশ্ন। ভ্রূণের সরু ও বাঁকানো দণ্ডের মতো অংশকে কী বলে?
» ভ্রূণের সরু ও বাঁকানো দণ্ডের মতো অংশকে ভ্ৰূণাক্ষ বলে।
প্রশ্ন। ভুট্টা বীজের ভ্রূণমুকুল থেকে পর্বস্থান পর্যন্ত ঘৃণাক্ষের অংশকে কী বলে?
» ভুট্টা বীজের ভ্রুণমুকুল থেকে পর্বস্থান পর্যন্ত ভ্রুণাক্ষের অংশকে বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল বলে।
প্রশ্ন। ভুট্টা বীজের ভ্রূণমূল থেকে পর্বস্থান পর্যন্ত ঘৃণাক্ষের অংশকে কী বলে?
» ভুট্টা বীজের ভ্রূণমূল থেকে পর্বস্থান পর্যন্ত ভ্রুণাক্ষের অংশকে বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল বলে।
প্রশ্ন।ভুট্টা বীজের সস্য কোন্ স্তর দিয়ে ভ্রুণ থেকে পৃথক থাকে?
» ভুট্টা বীজের সস্য এপিথেলিয়াম স্তর দিয়ে ভ্রুণ থেকে পৃথক থাকে।
প্রশ্ন।মটর বীজত্বকের পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে কী বলে?
> মটর বীজত্বকের পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে বীজঅন্তস্ত্বক বা টেগমেন বলে।
প্রশ্ন। মটর বীজত্বকের একেবারে বাইরের আবরণকে কী বলে?
> মটর বীজত্বকের একেবারে বাইরের আবরণকে বীজবহিস্ত্বক বা টেস্টা বলে।
প্রশ্ন।মটর বীজত্বকের পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে কী বলে?
প্রশ্ন।মটর বীজের ডিম্বকনাভির সামান্য উপরে অবস্থিত অতিক্ষুদ্র গোলাকার ছিদ্রকে কী বলে?
>-মটর বীজের ডিম্বকনাভির সামান্য ওপরে অবস্থিত অতিক্ষুদ্র গোলাকার ছিদ্রকে ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইল বলা হয়।
প্রশ্ন।বীজের সংজ্ঞা নির্দেশ করো।
>> নিষিক্ত, পরিণত, পরিপক্ক, ভ্রুণযুক্ত, সঞ্চিত খাদ্যসমৃদ্ধ, বীজত্বক দ্বারা বেষ্টিত ডিম্বককেই বীজ বলে।
প্রশ্ন। বীজপত্র কী এবং বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজ কত প্রকার?
>> উপস্থিত ভ্ৰূণাক্ষ সংলগ্ন পাতার মতো অংশকে বীজপত্র বলা হয়।
বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজ তিন প্রকার-
একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহুবীজপত্রী।
প্রশ্ন।একবীজপত্রী বীজ কাকে বলে?
» যে বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বীজ বলে।
উদাহরণ : ধান, গম, ভুট্টা, নারকেল, তাল, খেজুর ইত্যাদির বীজ।
প্রশ্ন।দ্বিবীজপত্রী বীজ কাকে বলে?
>যে বীজে দুটি বীজপত্র থাকে, তাকে দ্বিবীজপত্রী বীজ বলে।
উদাহরণ : পাট, মটর, আম, ছোলা, তেঁতুল ইত্যাদির বীজ।
প্রশ্ন।বহুবীজপত্রী বীজ কাকে বলে?
> যে বীজে দুটির বেশি বীজপত্র থাকে, তাকে বহুবীজপত্রী বীজ বলে।
উদাহরণ : পাইনাস, সাইকাস ইত্যাদির বীজ।
প্রশ্ন। অঙ্কুরোদ্গমের সময় ডিম্বকরন্দ্র দিয়ে অন্তর্বীজে কী কী প্রবেশ করে?
>> অঙ্কুরোদ্গমের সময় ডিম্বকরন্দ্র দিয়ে অন্তর্বীজে জল ও অক্সিজেন প্রবেশ করে।
প্রশ্ন। অঙ্কুরোদ্গম বা জারমিনেশান কাকে বলে?
>> অনুকূল শর্তের উপস্থিতিতে সুপ্তাবস্থা কাটিয়ে বীজ মধ্যস্থ ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ ঘটাকেই অঙ্কুরোদ্গম বা জারমিনেশান বলে।
প্রশ্ন। কত ডিগ্রি সেলসিয়াস উন্নতায় বীজের স্বাভাবিক অঙ্কুরোদগম ঘটে?
>> 25°C-35°C উয়তায় বীজের স্বাভাবিক অঙ্কুরোদ্গম ঘটে।
প্রশ্ন।অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল বীজের কোন্ অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে?
>> অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল বীজের ডিম্বকরন্ধ্র পথে বেরিয়ে আসে।
প্রশ্ন।অঙ্কুরোদ্গমের আগে বীজ কোন্ পথে প্রচুর জল শোষণ করে?
>> অঙ্কুরোদ্গমের সময় বীজ ডিম্বকরন্ধ্র পথে প্রচুর জল শোষণ করে।
প্রশ্ন। কোন্ প্রকার অঙ্কুরোদ্গমে বীজের বীজপত্র মাটির মধ্যে থেকে যায়?
>> মৃদ্বর্তী অঙ্কুরোদ্গমে বীজের বীজপত্র মাটির মধ্যে থেকে যায়।
প্রশ্ন। কোন প্রকার অঙ্কুরোদগমে বীজের বীজপত্র মাটি ভেদ করে মাটির ওপরে উঠে আসে?
>> মৃভেদী অঙ্কুরোদ্গমে বীজের বীজপত্র মাটির ওপরে উঠে আসে।
প্রশ্ন। সুপ্তিকাল ছাড়া মাতৃ উদ্ভিদদেহে থাকাকালীনই ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম দেখা যায় কোন্ প্রকার অঙ্কুরোদ্গমে?
» সুপ্তিকাল ছাড়া মাতৃ উদ্ভিদদেহে থাকাকালীনই ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম দেখা যায় জরায়ুজ অঙ্কুরোদ্গমে।
প্রশ্ন।কোন্ উদ্ভিদের বীজে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ?
>> গরান/গেঁও উদ্ভিদের বীজে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়।
প্রশ্ন। কোন প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাধিকাণ্ড অপেক্ষা বীজপত্রাবকাণ্ড দ্রুত বৃদ্ধি পায় ?
» মৃদভেদী অঙ্কুরোদ্গমে বীজপত্রাধিকাণ্ড অপেক্ষা বীজপত্রাবকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়।
প্রশ্ন। কোন প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাবকাণ্ড অপেক্ষা বীজপত্রাধিকাণ্ড দ্রুত বৃদ্ধি পায় ?
>> মৃদ্বর্তী অঙ্কুরোদ্গমে বীজ পত্রাবকাণ্ড অপেক্ষা বীজ পত্রাধিকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়।
প্রশ্ন। কোন প্রকার অঙ্কুরোদগমে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে না?
>> মৃদ্ধতী অঙ্কুরোদ্গমে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে না।
প্রশ্ন। কোন প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে?
>> মৃদভেদী অঙ্কুরোদ্গমে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে।
প্রশ্ন। কোন প্রকার অঙ্কুরোদ্গমে ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের বৃদ্ধির হার সমান হয়?
>> মৃদ্বর্তী অঙ্কুরোদ্গমে ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের বৃদ্ধির হার সমান হয়।
প্রশ্ন। ব্যাপন বা ডিফিউশন কাকে বলে?
>» যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়, তাকে ব্যাপন বা ডিফিউশন বলে।
প্রশ্ন।পরমাণু কাকে বলে?
মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে।
প্রশ্ন।কোন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে?
>> ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে।
প্রশ্ন।উদ্ভিদ কোন্ পদ্ধতিতে খনিজ লবণ শোষণ করে?
>> উদ্ভিদ ব্যাপন পদ্ধতিতে খনিজ লবণ শোষণ করে।
প্রশ্ন। অভিস্রবণের পরীক্ষায় মাছের পটকাটিকে কী বলে?
>> অভিস্রবণের পরীক্ষায় মাছের পটকাটিকে অর্ধভেদ্য পর্দা বলা হয়।
প্রশ্ন।আবদ্ধ ঘরের কোণে একটি ধূপ জ্বালালে ওই ধূপের গন্ধ চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে—এটি কোন্ পদ্ধতির উদাহরণ?
>>এটি ব্যাপন পদ্ধতির উদাহরণ
প্রশ্ন।কারখানার চিমনির ধোঁয়া কোন্ পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে বায়ুদূষণ ঘটায়?
>>কারখানার চিমনির ধোঁয়া ব্যাপন পদ্ধতিতে চারদিকে ছড়িয়ে পড়ে দূষণ ঘটায়।
প্রশ্ন।কঠিনে-গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।
>> কঠিনে-গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল কয়লার সূক্ষ্মকণা ও বায়ুর মধ্যে ব্যাপন (ধোঁয়া)।
প্রশ্ন। কোন্ প্রক্রিয়ায় প্লাজমোলিসিস ঘটে?
>> বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় প্লাজমোলিসিস ঘটায়।
প্রশ্ন। শুকনো কিশমিশ জলে দিলে ফুলে ওঠে কোন শারীরবৃত্তীয় পদ্ধতিতে?
» ডিপ্লাজমোলিসিস পদ্ধতির ফলে শুকনো কিশমিশ জলে দিলে ফুলে ওঠে।
প্রশ্ন। কোন্ প্রক্রিয়ায় ফুলের গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে?
>> ব্যাপন প্রক্রিয়ায় ফুলের গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন।উদ্ভিদ মাটি থেকে কোন্ প্রক্রিয়ায় জল শোষণ করে?
>> উদ্ভিদ মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে।
প্রশ্ন। উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কোন্ প্রক্রিয়ায় ?
>> উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ব্যাপন প্রক্রিয়ায়।
প্রশ্ন।কোন্ প্রক্রিয়ার ফলে উদ্ভিদের কোশগুলি রসস্ফীত হয়?
>> অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ার ফলে উদ্ভিদের কোশগুলি রসস্ফীত হয়।
প্রশ্ন।কোন্ কৌশলে উদ্ভিদ বাষ্পমোচন করে?
» ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ বাষ্পমোচন করে।
প্রশ্ন।একটি বিকারের জলে কিছু পরিমাণ চিনি মেশালে চিনির অণু ধীরে ধীরে জলের সর্বত্র ছড়িয়ে পড়ে কোন্ প্রক্রিয়ায় ?
>> একটি বিকারের জলে কিছু পরিমাণ চিনি মেশালে চিনির অণু ধীরে ধীরে জলের সর্বত্র ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায়।
প্রশ্ন।উদ্ভিদদেহে শ্বসনের সময় কোন্ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়?
>> উদ্ভিদদেহে শ্বসনের সময় ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়।
প্রশ্ন। ব্যাপন ও অভিস্রবণের মধ্যে কোন প্রক্রিয়াটিতে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়?
>> অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়।
প্রশ্ন। অভেদ্য পর্দা কাকে বলে?
» যেসব পর্দার মধ্য দিয়ে দ্রাব বা দ্রাবক অণুর কোনোটিই যাতায়াত করতে পারে না তাদের অভেদ্য পর্দা বলে।
উদাহরণ : রবারের পর্দা, প্লাসটিক ইত্যাদি।
প্রশ্ন।অর্ধভেদ্য পর্দা কাকে বলে?
,» যে পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু যাতায়া করতে পারে তাকে অর্ধভেদ্য পর্দা বলে।
উদাহরণ : পার্চমেন্ট কাগজ।
প্রশ্ন।ভেদ্য পর্দা কাকে বলে?
» যেসব পর্দার মধ্য দিয়ে দ্রাব ও দ্রাবক উভয় অণুই সহজে যাতায়াত করতে পারে তাদের ভেদ্য পর্দা বলে।
উদাহরণ : ফিলটার কাগজ, কোশপ্রাচীর ইত্যাদি।
প্রশ্ন। পছন্দযুক্ত ভেদ্য পর্দা কাকে বলে? উদাহরণ দাও।
» যে পর্দার ভিতর দিয়ে দ্রাবক ও নির্দিষ্ট কিছু দ্রাবের অণু |যাতায়াত করতে পারে, তাকে পছন্দমাফিক বা পছন্দযুক্তভেদ্য পর্দা বলে।
উদাহরণ : কোশপর্দা, মাছের পটকা, ডিমের খোসার ভিতরের পাতলা পর্দা ইত্যাদি।
প্রশ্ন। পাহাড়ের ঢালে অথবা নদীর ধার বরাবর বৃক্ষরোপণ করা প্রয়োজন কেন?
» গাছের মূল শক্তভাবে মাটির কণাগুলিকে আঁকড়ে ধরে থাকে। ফলে ধস অথবা বন্যার হাত থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়।
প্রশ্ন। মরুভূমির বিস্তার রোধ করার একটি সহজ উপায় লেখো।
» বৃক্ষরোপণের দ্বারা মরুভূমির বিস্তার রোধ করা যায়। কারণ, মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় এবংবৃক্ষরোপণের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনাও বৃদ্ধি পায়।
আগের প্রশ্ন গুলির উত্তর দেখুন