প্ৰাক্ প্রাথমিক তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ণ প্রশ্ন /pp question 3rd examination
তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ণ পত্র-২০১৬
প্রাপ্ত নম্বর। সময় : ১ ঘন্টা
বিষয় : বাংলা
পূর্ণমান : ৩০. নির্ণায়কের স্বাক্ষর
শ্রেণি : প্ৰাক্ প্রাথমিক. |. ... ......|
নাম......... রোল ......
বিদ্যালয়ের নাম..
১। ছবির সাথে প্রথম বর্ণ বা অক্ষরের মিল করো :২×৪= ৮
একটি করে দেখানো হলো :
ছবি
মাছের ছবি। -------------- ম
গাছের ছবি। -------------- গ
বলের ছবি--------------ব
হাতির ছবি --------------- হ
আনারসের ছবি--------------আ
২। এলোমেলো বর্ণগুলো পরপর সাজিয়ে লেখ :
ল, য, র, ব,
উঃ-য র ল ব
৩। ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসিয়ে শব্দ তৈরী করো :
ক ....... ..ম.
খ......... গোশ,
হ.............ন
উঃ কলম
খরগোশ
হনুমান
৪। এলোমেলো অক্ষর গুলো সঠিক ভাবে সাজিয়ে শব্দ তৈরী করো :
উঃ- ১-X৪ = ৬
গোপলা = ....... গোপাল
তাখা = ..... খাতা
ম র য়ু = ময়ুর
পে সিনল... পেনসিল
৫। নীচের প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও
ক) সূর্য কোন দিকে ওঠে?
√
উঃ (পূর্ব / উত্তর) দিকে।
খ) আমরা কোন প্রাণীর দুধ খাই ?
√
উ : (হাতির / গরুর)।
গ) আমরা কি দিয়ে দেখি ?
√
উঃ (চোখ / হাত) দিয়ে।
ঘ) মাছ কোথায় খেলা করে?
√
উঃ (জলে / ডাঙ্গায়)।
শ্রেণি শিক্ষক/শিক্ষিকার স্বাক্ষর,...
তারিখ,.. ....