খরার প্রতিকার গুলি আলোচনা করো নবম শ্রেণী ভূগোল
খরা কাকে বলে এবং খরার প্রতিকার
খরা কাকে বলে ?
উঃ প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় হলো খরা। দীর্ঘদিন ধরে অতি অল্পবৃষ্টি বা অনাবৃষ্টি চলতে থাকলে যে অস্বাভাবিক শুষ্ক পরিস্থিতি সৃষ্টি হয় তাকে করা বলে।
খরার প্রতিকার
১.বৃক্ষ ছেদন -প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বৃক্ষ ছেদন বন্ধ করতে হইবে ।কারণ গাছ পরিবেশে ভারসাম্য বজায় রাখে। বৃষ্টি ঘটাতে সাহায্য করে ।
৩. বৃক্ষরোপণ- প্রতিবছর ও নিয়ম করে গাছ লাগাতে হবে । তারফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। বৃষ্টি ভালো হবে ।
৩ বিশ্ব উষ্ণায়ন -বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে তার প্রতিকার করতে হবে।
৪. ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার-ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার কমাতে হবে কারণ অতিরিক্ত ভূগর্ভস্থ জল স্তর থেকে জল তোলা হলে মাটির আদ্রতা কমে যায়, ফলে খরাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়।
৫. জলাশয় বুঝে যাওয়া- জলাশয় বা জলাভূমি বুজিয়ে ফলে মানুষ খরা পরিস্থিতিকে সৃষ্টি করে ।এগুলি বন্ধ করতে হবে। নতুন জলাশয় খনন করতে হবে।