চিঠি প্রশাসনিক পত্র সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন - Online story

Tuesday, 15 November 2022

চিঠি প্রশাসনিক পত্র সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন

 

 

  বাবা মাকে লেখা চিঠি গুলি দেখুন যেমন অসুস্থতা খবর জানিয়ে বিদ্যালয়ের   বাৎসরিক প্রতিযোগিতায় প্রথম হয়েছি  জানিয়ে।  পরীক্ষার প্রস্তুতি জানিয়ে

এই লিংকে ক্লিক করুন

 

 

 

 প্রশাসনিক পত্র

পুরসভা কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু
জলনিকাশি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র


বিষয় : সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন


মাননীয় পৌরপ্রধান,
কাটোয়া ১নং পৌরসভা,
কাটোয়া,  পূর্ব বর্ধমান
মহাশয়,
আমরা আপনার পুরসভার অন্তর্গত ১০ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।প্রতি বছর বর্ষায় আমাদের ওয়ার্ড দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে থাকায় এখানকার মানুষেরা নানা সমস্যার সম্মুখীন হন।  জল নিকাশি ড্রেনগুলো দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি। প্রায় মজে যাওয়া ড্রেনগুলি সংস্কার প্রয়োজন। বর্ষা আসতে আর দেরি নেই ।তাই যদি তাড়াতাড়ি আপনি একটু ব্যবস্থা নিয়ে ড্রেন গুলি সংস্কার করে দেন, তাহলে জল নিকাশি ব্যবস্থা টা ভালো হয় ।


এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে সবিশেষ অনুরোধ জানাই। মজে যাওয়া ড্রেনগুলি সংস্কার হলে আসন্ন বর্ষায় নিদারুণ বিপর্যয় থেকে আমরা মুক্ত হতে পারি।
                            ধন্যবাদান্তে
           ১০নং ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে
কাটোয়া               সুবীর সেন কাজল শেখ
১৩ মার্চ, ২০১৪।        কাজল শেখ
                                 বিনোদ বসু......
             



রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে