ষষ্ঠ শ্রেণি ইতিহাস সাজেশন তৃতীয় পরীক্ষার জন্য ।
পরিবেশের সাজেশন তৃতীয় পরীক্ষা দেখুন এই লিঙ্ক
ষষ্ঠ শ্রেণি ইতিহাস সাজেশন তৃতীয় পরীক্ষার জন্য ।
সপ্তম অধ্যায়
প্রশ্ন। মগধে কোন ধানের চাষ বেশি ছিল?
উত্তর- শালি ধান ।
প্রশ্ন। কার্যাপণ কি?
উত্তর। বহু প্রচলিত এক ধরনের মুদ্রা।
প্রশ্ন ।প্রথম নগর উন্নয়ন কোথায় দেখা গিয়েছিল?
উত্তর । হরপ্পা সভ্যতায়
প্রশ্ন- ওয়ার কথার অর্থ কি?
উত্তর শহর ।
প্রশ্ন -গাথা সপ্তপতী কি ভাষায় লেখা?
উত্তর- প্রাকৃত ভাষায়
প্রশ্ন- গাথা সপ্তপতী বইটি লেখক কে?
উত্তর- সাতবাহন রাজা হাল
প্রশ্ন- অগ্রাহার ব্যবস্থা বলতে কী বোঝো?
উত্তর- গুপ্ত আমলে ব্রাহ্মণকে জমিদান করাকে অগ্রাহার ব্যবস্থা বলা হয়
প্রশ্ন- গুপ্ত যুগে সোনার মুদ্রাকে কি বলা হত?
উত্তর- দীনার ও সুবর্ণ
প্রশ্ন- সুয়ান জাং এর লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত?
উত্তর- ইন-তু
আট অধ্যায়
প্রশ্ন -পানিনি কোন মহাবিহার থেকে পড়াশোনা করেছেন?
উত্তর -তক্ষশীলা মহাবিহার
প্রশ্ন- অর্থশাস্ত্র কে লেখেন?
উত্তর -কৌটিল্য
প্রশ্ন -প্রাচীন ভারতীয় উপমহাদেশে কোন লিপি ডানদিক থেকে বাঁদিকে লেখা হতো ?
উত্তর -খরোষ্ঠী লিপি
প্রশ্ন -রামায়ণ কে লেখেন?
উত্তর -বাল্মিকী
প্রশ্ন -মহাভারত কে লেখেন?
উত্তর- বেদব্যাস
প্রশ্ন -মহাভারতে আদি নাম কি ছিল?
উত্তর- জয় কাব্য
প্রশ্ন -পঞ্চম বেদ কোনটিকে বলা হয়?
উত্তর- মহাভারত।
প্রশ্ন -উপবেদ কোনগুলিকে বলা হত?
উত্তর- চিকিৎসা শাস্ত্রকে
প্রশ্ন -পুরাণ শব্দটির অর্থ কি?
উত্তর- পুরনো
প্রশ্ন-কৌরব ও পান্ডবদের যুদ্ধ কোথায় লেখা আছে?
উত্তর - মহাভারতে
প্রশ্ন ;বুদ্ধচরিত কাব্য কার লেখা?
উত্তর -অশ্বঘোষ
প্রশ্ন- মৃচ্ছকটিকম কার লেখা?
উত্তর -শূদ্রকের
প্রশ্ন- বিশাখা দত্তের লেখা দুটি নাটকের নাম লেখ।
উত্তর- মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম
প্রশ্ন- দন্ডীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখ ।
উত্তর- দশকুমার
প্রশ্ন- হর্ষবর্ধন যে তিনটি নাটক লিখেছিলেন সেগুলি নাম লেখ
উত্তর- নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা
প্রশ্ন -দুটি তামিল মহাকাব্যের নাম লেখ
উত্তর। শিল্পাদিকারম, মনিমেখলাই।
প্রশ্ন -কালিদাসের লেখা দুটি নাটকের নাম লেখ
উত্তর- অভিজ্ঞান শকুন্তলা, মালবিকা-গ্লিমিত্রম
প্রশ্ন - রামায়ণে উল্লিখিত একটি ওষুধ গাছের নাম লেখ
উত্তর- বিশল্যকরণী
প্রশ্ন - চরকসংহিতায় প্রায় কতগুলি ঔষধি গাছের নাম জানা যায়?
উত্তর -৭০০
প্রশ্ন -একজন শল্য চিকিৎসকের নাম লেখ
উত্তর- সুশ্রুত
প্রশ্ন- পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর পৃথিবী ঘুরছে এটি কে বলেছিলেন
উত্তর -আর্যভট্ট
প্রশ্ন- বরাহমিহির কে ছিলেন?
উত্তর- একজন জ্যোতির্বিজ্ঞানী
প্রশ্ন- বরাহমিহিরের লেখা একটি বইয়ের নাম লেখ।
উত্তর- ব্রহ্ম সিদ্ধান্ত
প্রশ্ন -ধাতু বিজ্ঞানের উন্নতির উদাহরণ লোহার স্তম্ভটি কোথায় দেখা যায়? যেটিতে আজও মরচে পড়েনি
উত্তর- মেহরৌলিতে
প্রশ্ন -সারনাথ ও সাঁচীর স্তূপ গুলি কে বানিয়েছিল?
উত্তর- সম্রাট অশোক
প্রশ্ন- গান্ধার ভাস্কর্যে কোন দেশের প্রভাব দেখা যায় ?
উত্তর- গ্ৰীক ও রোমান দেশের
প্রশ্ন- মথুরা রীতিতে ভাস্কর্যে কোন পাথর বেশি ব্যবহার হয়েছে?
উত্তর- লাল চুনাপাথর
প্রশ্ন- তোরণ বলতে কী বোঝো?
উত্তর-স্তূপের চারিদিকে চারটি বড় দরজা থাকতো ।সেগুলিকে তোরণ বলা হতো।
প্রশ্ন - কোথায় পাথর কেটে রথের মত মন্দির পাওয়া যায়?
উত্তর - মহাবলীপুরমে
প্রশ্ন- কোন গুহায় ছবি দেখতে পাওয়া যায়?
উত্তর- অজন্তা ও ইলোরা গুহায়
প্রশ্ন - চন্দ্রকেতু গড় কোন নদীর ধারে দেখতে পাওয়া যায়?
উত্তর বিদ্যাধরী
নয় অধ্যায়
প্রশ্ন- কিউনিফর্ম কি ?
উত্তর - সুমেরের লিপি
প্রশ্ন- নীল নদের দান কোন দেশকে বলা হয়?
উত্তর- মিশরকে
প্রশ্ন- হায়ারোগ্লিফ লিপি বলতে কী বোঝো?
উত্তর - মিশরে বর্ণ ও ছবি মিলিয়ে এক ধরনের লেখা ব্যবহার করা হতো তাকে হায়ারোগ্লিফ বলা হতো।
প্রশ্ন- ফ্যারাও কাদের বলা হত ?
উত্তর- মিশরের শাসকদের
প্রশ্ন- পেপার শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর -প্যাপিরাস শব্দ থেকে
প্রশ্ন - মিশরের কোন পাথর ভারতীয় উপমহাদেশে আমদানি করা হতো
উত্তর -ল্যাপিস লাজুলি।
প্রশ্ন-একজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম লেখ।
উত্তর - প্রথম দরায়বৌষ অথবা কুরুষ
প্রশ্ন- হিন্দু শব্দটি কোথা থেকে কোথায় পাওয়া যায়?
উত্তর ।প্রথম দরায়বৌষ এর লেখা থেকে
প্রশ্ন - উপমহাদেশে গ্ৰীক শাসকদের কি বলা হত ?
উত্তর- ব্যাকট্রীয় গ্ৰীক বা ইন্দো-গ্ৰীক
প্রশ্ন মিলিন্দো -পঞ্চোহ বলতে কি বোঝ?
উত্তর- নাগসেনকে মিনানদার কিছু প্রশ্ন করেছিলেন সেই কথাবার্তা গুলি যে বইতে আছে তাকে মিলিন্দ পঞ্চোহ বলে,
প্রশ্ন- মিনান্দদারের রাজধানী কোথায় ছিল ?
উত্তর সাকল
র্বতমানে পাকিস্তানের শিয়ালকোট)
প্রশ্ন -সেন্ট থমাস কার আমলে কি জন্য উপমহাদেশে এসেছিলেন?
উত্তর গন্ডোফারনেসের আমলে, খিষ্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন
প্রশ্ন--মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তর গ্ৰীক শাসক সেলুকাসের দূত
প্রশ্ন -মেগাস্থিনিস কার আমলে ভারতবর্ষে এসেছিলেন?
উত্তর। চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্ন ভৃগুকচ্ছ কোন নদীর মোহনা অবস্থিত?
উত্তর- নর্মদা নদী
প্রশ্ন -কাবেরী নদী বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরটি নাম কি?
উত্তর কাবেরী পট্টিনম
প্রশ্ন- ফাসিয়ান কোন বন্দর থেকে জাহাজে উঠেছিলেন?
উত্তর- তাম্রলিপ্ত বন্দর
প্রশ্ন -জুনাগর প্রশস্তি কার উল্লেখ আছে?
উত্তর- শক শাসক রুদ্র দমন
প্রশ্ন- হর্ষবর্ধন কোথাকার শাসক ছিলেন?
উত্তর- কনৌজ
প্রশ্ন- সীলভদ্র কোন মহাবিহার এ পণ্ডিত ছিলেন ?
উত্তর- নালন্দা
এছাড়াও কয়েকটি বড় প্রশ্ন