ষষ্ঠ শ্রেণি পরিবেশ বিজ্ঞান সাজেশন তৃতীয় পরীক্ষার জন্য
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ বিজ্ঞান
সাজেশন
তৃতীয় পরীক্ষার জন্য
প্রশ্ন- 4R বলতে কি বোঝ?
উত্তর-Reduce , Reuse ,Recycle ,Refuse
কমিয়ে আনা ( Reduce )
আবার কাজে লাগানো (Reuse) :
পুনব্যবহার (Recycle)
প্রত্যাখ্যান করা (Refuse)
প্রশ্ন- জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বলতে কি বোঝো?
উত্তর -ফেলে দেওয়া জিনিসের মধ্যে যেগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় ,সেগুলিকে বলা হয় জৈব ভঙ্গুর পদার্থ ।
যেমন- কাগজ, খড় ইত্যাদি
প্রশ্ন- পৃথিবীতে সবচেয়ে বড় তিমি নাম কি? উত্তর- নীল তিমি
প্রশ্ন- কোন তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে?
উত্তর- হাম্পব্যাক তিমি
প্রশ্ন -ব্লোহোল কি?
উত্তর- তিমি মাছের মাথার উপরে অথবা নাকের ফুটো কে বলা হয় ব্লোহোল। যার সাহায্যে তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে ।
প্রশ্ন- বাঘের চোখে রেটিনায় কি থাকার জন্য অল্প আলোতে মানুষের থেকে ছয়গুণ ভালো দেখতে পায়?
উত্তর - ট্যাপেটাম লুসিভাম
প্রশ্ন- বাঘ কোন সময় বেশি শিকার করে? উত্তর -সূর্যাস্ত থেকে গোধূলির মধ্যেকার সময়ের মধ্যে।
প্রশ্ন -সাপের দেহে আশ থাকে।
ঠিক / ভুল
উত্তর- ঠিক
প্রশ্ন- কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? উত্তর -চন্দ্রবোড়া, মেটুলী
প্রশ্ন অ্যাকোরিয়ামের যে রঙিন মাছগুলো থাকে তার একটি নাম লেখ।
উত্তর -প্যারাডাইস মাছ
প্রশ্ন- কোন প্রাণী পেটের মধ্যে বাচ্চা লুকিয়ে রাখে ?
উত্তর -কাঙ্গারু
প্রশ্ন-কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় ?
উত্তর স্ত্রী ইডিস মশা
প্রশ্ন -কোন মশা ওড়ার সময় শব্দ হয় না অথচ এরা গভীর রাতে কামড়ায়।
উত্তর- কিউলেক্স
প্রশ্ন- ম্যালেরিয়া ছড়ায় কোন মশা ?
উত্তর- অ্যানোফিলিক্স
একটি বড় প্রশ্ন
প্রশ্ন- মশার জীবনচক্র লেখ।
উত্তর -স্ত্রি মশা রক্ত পান করে স্থির জলে ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বের হয়। যাকে আমরা শুককীট বলি। সেগুলি জলের খাবার খেয়ে বড় হয়। তারপর পিউপা হয়ে যায় ।যাকে আমরা মুককীট বলি। পিউপারা কিছু খায় না ।তারা কিছুদিন বাদেই খোলস ফেলে পুরোপুরি একটি মশা হয়ে জল থেকে উড়ে যায়।
প্রশ্ন- পরিযায়ী বলতে কী বোঝো?
উত্তর-যারা শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে ।শীত ফুরালে আবার সেই দেশে ফিরে যায়। তাদের পরিযায়ী বলে ।
প্রশ্ন- হাতির মজার অঙ্গর নাম কি?
উত্তর হাতির দাঁত এবং শুঁড়
প্রশ্ন- হাতির সুর আসলে কি?
উত্তর -নাক এবং উপরে ঠোঁট জোড়া লেগে শুঁড় তৈরি হয়।
প্রশ্ন -ফুলের মধ্যে মিষ্টি রস কে কি বলা হয়?
উত্তর -নেকটার
প্রশ্ন - মৌমাছিরা সমাজবদ্ধ জীব ।
ঠিক / ভুল
উত্তর- ঠিক
প্রশ্ন- উইপোকারা কাঠের মধ্যে কি খায় ?
উত্তর -শর্করা বস্তুর সেলুলোজ।
প্রশ্ন- গোপাল চন্দ্র ভট্টাচার্যের লেখা বিখ্যাত বইটির নাম লেখ ।
উত্তর -বাংলার কীটপতঙ্গ
প্রশ্ন- কাদের মধ্যে একগুয়ে স্বভাব দেখা যায়?
উত্তর- শুঁয়াপোকা প্রশ্ন দুজন আচরণ বিজ্ঞানী নাম লেখ।
উত্তর- জঁ আরি ফাবা এবং চার্লস ডারউইন ।
প্রশ্ন কোন পাখি কে বোকা পাখি বলা হয়? উত্তর -হেরিংগাল পাখি
প্রশ্ন একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখ। উত্তর -আম ,জাম ইত্যাদি
প্রশ্ন -একটি গুপ্তবীজী উদ্ভিদের নাম লেখ। উত্তর পাইন।
প্রশ্ন জল রেশম আসলে কি ?
উত্তর - শ্যাওলা
প্রশ্ন- গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলা হয়?
উত্তর -যারা খুব বেশি লম্বা হয় না ।গুড়ি নেই। তবে ডালপালা আছে ঝোপের মতো দেখতে লাগে ।তাদেরকে ইংরাজিতে শ্রাবস বাংলায় গুল্ম বলে
প্রশ্ন- স্পিসিস বলতে কী বোঝো?
উত্তর -একই বৈশিষ্ট্য যুক্ত জীব কে স্পিসিস বা প্রজাতি বলে।
একটি বড় প্রশ্ন
প্রশ্ন - যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে ?
উত্তর- ১) যন্ত্রের মধ্যে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগাতে হবে। বিশেষ করে যে অংশগুলো চলমান হয় ।যেখানে ঘর্ষণ বেশি হয়। সেই গুলিতে যাতে দ্রুত নষ্ট না হতে পারে।
২) লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ গুলি জলীয় বাষ্পর হাত থেকে রক্ষা করার জন্য, তেল রং যেটাকে সিমথেটিক এনামেল বলা হয় তার প্রলেপ দিতে হবে।
৩) কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখতে হবে।
প্রশ্ন -কপিকল বলতে কী বোঝো?
উত্তর- কপিকল একটি সরল যন্ত্র যার সাহায্যে কোন ভারী জিনিসকে উপরে তুলতে সাহায্য করে এবং কুয়ো থেকে জল তুলতে সাহায্য করে ।
প্রশ্ন - ঘূর্ণন বলতে কী বোঝো?
উত্তর -স্থির অক্ষরকে কেন্দ্র করে অবাধে যেটি ঘোরে তাকে ঘূর্ণন অক্ষ বলে ।
প্রশ্ন স্কুরুর মধ্যে কি লুকিয়ে থাকে?
উত্তর -নততল
প্রশ্ন নত তলের সুবিধা কখন বেশি হবে? উত্তর- ভূমি ও নত তলের মাঝে কোণ যত ছোট হবে তত সুবিধা বেশি হবে।
প্রশ্ন- সরল যন্ত্র কাকে বলে?
উত্তর -যে সকল যন্ত্র ব্যবহার করে কম পরিশ্রমে বেশি কাজ পাওয়া যায়। সেগুলিকে সরল যন্ত্র বলে।
প্রশ্ন -লিভার কয় প্রকার কি কি ?
উত্তর তিন প্রকার ।
প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার
একটি বড় প্রশ্ন প্রশ্ন প্রত্যেক প্রকার লিভারের উদাহরণসহ আলোচনা কর।
প্রথম শ্রেণীর লিভার - যে শ্রেণীর লিভারে এক প্রান্তে বাধা, অন্য প্রান্তে বল ,মাঝে আলম্ব থাকে। তাকে প্রথম শ্রেণীর লিভার বলে।
যেমন- কাঁচি ।
দ্বিতীয় শ্রেণীর লিভার- যে শ্রেণীর লিভারে এক প্রান্তে আলম্ব, এক প্রান্তে বল ,মাঝে কাজ পাওয়া যায় ,তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে।
যেমন -যাঁতি ।
তৃতীয় শ্রেণীর লিভার- যে শ্রেণীর লিভারে এক প্রান্তে আলম্ব ,এক প্রান্তে বাধা ,মাঝে বল থাকে ।সেই শ্রেণীর লিভার কে তৃতীয় শ্রেণীর লিভার বলে।
যেমন - চিমটি
প্রশ্ন একটি সরল যন্ত্রের উদাহরণ দাও।
উত্তর সুঁচ
প্রশ্ন-একটি জটিল যন্ত্রের উদাহরণ দাও ।
উত্তর- সেলাই মেশিন