বাবা মা কে হোস্টেল থেকে চিঠি - Online story

Sunday 27 November 2022

বাবা মা কে হোস্টেল থেকে চিঠি

 







পত্র রচনা
 

 

 

পরীক্ষা প্রস্তুতি জানিয়ে মাকে চিঠি


                                 পথের পাঁচালী হোস্টেল
                                         দিসপুর


শ্রীচরণেষু মা,
           পত্রের প্রথমে তোমাকে জানাই আমার আন্তরিক ভালবাসা। ঈশ্বরের কৃপায় আশা করি ভালই আছো। আগামী ২২ ডিসেম্বর হইতে আমাকে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হইবে। খুব মন দিয়ে পড়াশোনা করছি। স্কুলের স্যার এবং প্রাইভেট স্যার রা  খুব পরিশ্রম করছে । পরীক্ষা আর দুটো দিন বাকি আছে  সকল বিষয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। আমার অংকে দুর্বলতা টা অনেকটা কাটি উঠেছি। আশা করি পরীক্ষা ভালো হবে। তুমি কোন চিন্তা করো না  পরীক্ষার পর আমি বাড়ি যাব। বিশেষ কিছু লিখছি না।
তোমাকে এবং বাবাকে প্রণাম জানিয়ে বোন দিপাকে আমার ভালবাসা জানিয়ে পত্র শেষ করলাম।

   ২৬ শে ডিসেম্বর         তোমার স্নেহের
                                           পুত্র কাজল
   ঠিকানা

 মীরা সেন
C/O সুবীর সেন
 গ্রাম +পোষ্ট -মিরপুর
থানা -বিসকোট
 জেলা -পশ্চিম বর্ধমান
 পিন ৭১৩১২৫



দ্বিতীয় অন্য একটি চিঠি




            






   
                              
                                পি কে মিশন হোস্টেল
                                        হরিপুর

শ্রীচরণেষু বাবা
                পত্রের প্রথমে তোমাকে জানাই আমার প্রণাম। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো ।আমি ভালো আছি।
 প্রতিবছরের মত এ বছরও আমাদের ইস্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল ১রা নভেম্বর। আমি ওই অনুষ্ঠানে , প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল । তার মধ্যে আমি দুটো প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম। এক লং জাম্প  প্রতিযোগিতা । অন্যটা দৌড় প্রতিযোগিতা আমি দুটোতেই প্রথম হয়েছে  ।প্রাইজ পেয়েছি। আর শিক্ষক মহাশয়দের ভালোবাসা পেয়েছি। খুব আনন্দ হয়েছে। সামনে পরীক্ষা। পরীক্ষা হয়ে গেলে আমি বাড়ি যাব। তখন সব কথা বলব। মাকে প্রণাম জানিযো।বোনকে আমার ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করলাম।
তাং
4 নভেম্বর 2022                          ইতি
                                      তোমার স্নেহের পুত্র
                                       সমীর মন্ডল
ঠিকানা
তারাপদ মন্ডল
গ্ৰাম -+পোষ্ট -মিরপুর
জেলা - দক্ষিণ ২৪ পরগনা
পিন -712135






রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে