পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ - Online story

Sunday, 6 November 2022

পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ

  


  ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি দেখুন

 নবম শ্রেণী পশ্চিমবঙ্গ ৮ অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন

  খরার প্রতিকার প্রশ্নের উত্তর দেখুন

  ভূমিকম্পে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণগুলি লেখ

 পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ
(১) ভৌগোলিক অবস্থান-
পশ্চিমবঙ্গ মালভূমি এবং নদনদী সমৃদ্ধ থাকায় ভৌগলিক অবস্থানে দিক দিয়ে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।


(২) কাঁচামাল -লৌহ ইস্পাত শিল্পের জন্য কাঁচামালের যোগান সহজেই পাওয়া যায়। যেমন নিকটবর্তী রাণীগঞ্জ থেকে কয়লা, সিংভূম ও ময়ূরভঞ্জ থেকে আকরিক লোহা, গাংপুর থেকে ডলোমাইট এবং মধ্যপ্রদেশ থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা।

(৩) বিদ্যুতে যোগান -ডিভিসি থেকে বিদ্যুৎ পাওয়ার সুবিধা

(৪) জলের যোগান- দামোদর নদ থেকে জল পাওয়ার সুবিধা

(৫) দক্ষ ও সুলভ শ্রমিক- পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে দক্ষ ও সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা

(৬)
পরিবহন ব্যবস্থা -পশ্চিমবঙ্গের উন্নত পরিবহন ব্যবস্থা শিল্প গড়ে ওঠা অন্যতম কারণ

(৭) আমদানি রপ্তানি সুবিধা, পশ্চিমবঙ্গে হলদিয়া ও কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা থাকায় শিল্প গড়ে উঠেছে।
(৮) মূলধনের জোগান -পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় মূলধন বিনিয়োগ করায় পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতি হয়েছে।
(৯) রাজনৈতিক কারণ- মাশুল সমীকরণ নীতি সরকার পক্ষ থেকে তুলে নেওয়ায় পশ্চিমবঙ্গে ইস্পাতপারখানা গড়ে ওঠা সম্ভাবনা বেড়ে গেছে।