ভূমিকম্পের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ গুলি লেখ - Online story

Sunday, 6 November 2022

ভূমিকম্পের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ গুলি লেখ

 

  দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ

  খরার প্রতিকার প্রশ্নের উত্তর দেখুন

  পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ গুলি লেখ দেখুন

 ভূমিকম্পের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ গুলি লেখ।
উত্তর- প্রাকৃতিক কারণ
(১)পাতের সঞ্চালন -কোন মহাদেশ বা সমুদ্রের নিচে এদের যেকোনো দুটি পাত যখন কাছাকাছি চলে আসে বা দূরে সরে যায় কখন ভূমিকম্প দেখা যায়।

(২) পর্বতের গঠন- হিমালয়ের মতো নবীন ভঙ্গিল পর্বত ও অঞ্চলে পর্বত গঠনের কাজ এখনো চলেছে। তাই মাঝে মাঝে ভূমিকম্প দেখা যায়।


(৩) আগ্নুৎপাত- আগ্নেয়গিরি থেকে আগ্নুৎপাত এর সময় ভূমিকম্প সৃষ্টি হয়।


(৪) হিমানী সম্প্রপাত- হিমানি সম্প্রপাতের  ফলে ভূমিকম্প সৃষ্টি হয়

(৫) উল্কা খন্ড- পৃথিবীতে উল্কাখণ্ড পতন হলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে।


অপ্রকৃতি-
(৩) পারমাণবিক বিস্ফোরণ- ভূগর্ভে পারমানবিক বোমা বিস্ফোরণ ঘটালে ভূমিকম্প হয়।

(২) জলাধার তৈরি- নদীতে বান দিয়ে জলাধার তৈরি করলে, বিপুল জলরাশি চাপে ভূস্তরে ফাটল ধরে ভূমিকম্প সৃষ্টি করতে পারে।