পত্র রচনা অসুস্থতাজনিত কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটি মঞ্জুরের আবেদন
পত্র রচনা
অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায়, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান
শিক্ষকের কাছে চিঠি।:
মাননীয়
প্রধান শিক্ষক মহাশয়,
পটুয়াখালী উচ্চ বিদ্যালয়,
গ্রাম + পোস্ট - পটুয়াখালী
পূর্ব বর্ধমান
বিষয় :
অসুস্থতাজনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদন
শ্রদ্ধেয় মহাশয়,
আমার বিনীত নিবেদন এই যে, আমি শ্রী পলাশ মণ্ডল। আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘ক’ বিভাগের ছাত্র, রোল নং-১৩।
গত ১০সেপ্টেম্বর থেকে ২২সেপ্টেম্বর পর্যন্তপ্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। উক্ত কয়েকদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। পড়াশোনা ঠিকমতো করতে পারিনি। মা আমাকে বর্ধমানের ডাক্তারখানা নিয়ে গিয়েছিল । ডাক্তার অনেক ওষুধ দিয়েছিল আমাকে । নিয়ম করে খাওয়া-দাওয়া কথা বলেছিল । ডাক্তারের প্রেসক্রিপশন আমি নিয়ে যুক্ত করিয়া দিলাম। উক্ত ক’দিনের ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব।
পটুয়াখালী
২৬/৯/২০২২
সংযোজন : চিকিৎসকের শংসাপত্রের একটি প্রত্যয়িত নকল চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হলো।
ইতি আপনার ছাত্র
সুবির সেন
(বিশেষ একটা কথা মনে রাখতে হবে তোমার অসুখ যে তারিখ শেষ হয়েছে তারপরের তারিখ নিচে লিখতে হয় ।এখানে তারিখ উল্টোপাল্টা হলে ভুল হবে। কারণ যে তারিখে তুমি চিঠি লিখছো তার সঙ্গে তোমার অসুখের সময় মিলছে না এমন হতে পারে ।এটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে।।)
বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে
বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র : লিংকে ক্লিক করুন