অষ্টম শ্রেণী বাংলা টিকিটের অ্যালবাম গল্পের অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Tuesday, 8 November 2022

অষ্টম শ্রেণী বাংলা টিকিটের অ্যালবাম গল্পের অনুশীলন প্রশ্নের উত্তর

 


                     অষ্টম শ্রেণি( বাংলা)
             টিকিটের এ্যালবাম
              লেখক - সুন্দর রামস্বামী

অনুশীলন প্রশ্নের উত্তর কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলো।


১.১ সুন্দর রামস্বামী কোন্ ভাষার লেখক?

উঃ  সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক।


১.২ তিনি কোন্ ছদ্মনামে লিখতেন?

উঃ ‘পদুবিয়া' ছদ্মনামে লিখতেন।


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ ‘টিকিটের অ্যালবাম' গল্পের লেখক কে?
উত্তর টিকিটের অ্যালবাম' গল্পের লেখক" সুন্দর রামস্বামী ‘।


২.৩ গল্পটিতে মোট ক-টি চরিত্রের দেখা পাওয়া যায়?
উত্তর -গল্পটিতে মূলত সাতটি চরিত্রের উল্লেখ আমরা পাই।
 

২.২ মূল গল্পটি কোন ভাষায় রচিত
?
উঃটিকিটের অ্যালবাম' মূল গল্পটি তামিল ভাষায় রচিত।
:
২.৪ মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত।
উত্তর -মেয়েদের পক্ষ থেকেয ডানপিটে মেয়ে "পার্বতী" নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত।


২.৫ রাজাপ্পা কীভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত?


উত্তর » মৌমাছিরা যেভাবে  মধু সংগ্রহ করত ঠিক সেইভাবে রাজাপ্পা অনেক জায়গায় ঘুরে, পরিশ্রম করে তার ডাকটিকিটগুলি সংগ্রহ করত।



২.৬ নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন?
উঃ নাগরাজনের কাকা তাকে অ্যালবামটি উপহার,দিয়েছিলেন।



২.৭ সেই অ্যালবামের প্রথম পাতায় কী লেখা ছিল?
উত্তর নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় এস নাগরাজন নিচে লেখা ছিল “এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছ যে নির্লজ্জ হতভাগা,তাকে বলছি... ওপরে আমার নামটা দেখেছ? এটা আমার
অ্যালবাম। এটা আমার এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে একমাত্র আমারই থাকবে।”


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন?
উত্তর » অ্যালবামটি দেখতে খুব সুন্দর ছিল। তাতে বিভিন্ন দেশের প্রচুর ডাকটিকিট ছিল।
অ্যালবামটি খুব সুন্দর দেখতে ছিল।এইসব কারণেই অ্যালবামটির প্রতি সকলেই আকৃষ্ট হয়ে পড়েছিল।


৩.২কেটে পড় হিংসুটে পোকা!'—বক্তা কে? কাকে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোন যুক্তি খুঁজে পাও?

উত্তর» উক্তিটির বক্তা কৃষ্ণান।
রাজাপ্পাকে সে এমন কথা বলেছে।
→ কৃষ্ণান রাজাপ্পার প্রতি উল্লিখিত উক্তিটি যুক্তিপূর্ণ ছিল।  রাজাপ্পা হিংসা চেপে রাখতে না পেরে, কয়েকটি খারাপ কথা বলে নাগরাজনের প্রতি তার হিংসা প্রকাশ করেছিল। কাজেই সেই কথার উত্তরে কৃয়ানের কথাগুলি যথেষ্টই যুক্তিপূর্ণ ছিল।

৩.৩ ‘এদের সঙ্গে তর্ক করে লাভ নেই’—উপলব্ধিটি কার? কী বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন?

উঃ  উপলব্ধিটি রাজাপ্পার।
নাগরাজনের অ্যালবামের সঙ্গে রাজাপ্পার অ্যালবামের মানগত বিচার নিয়েই তর্ক উঠে এসেছে।

কতদিন ধরে ও এত টিকিট সংগ্রহ করেছে! একটা একটা করে। আর হঠাৎ একদিন পিয়ন নাগরাজনের সিঙ্গাপুরের অ্যালবাম টা নিয়ে এলো, আর অমনি নাগরাজন মহামান্য লোক হয়ে গেল। ছেলেরা দুটোর মধ্যে তফাৎ ও তো বোঝে না। যতই বুঝানো যাক কিছুই ফল হবে না। এই ভেবে রাজাপ্পা বুঝেছিল তর্ক করে লাভ নেই।
 

৪.নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৪.১ হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে'—কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কী?

উত্তর »  ‘টিকিটের অ্যালবাম’ গল্পটিতে রাজাপ্পার এমন কথা মনে হয়েছে।

 সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকার পাঠানো অ্যালবামটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়হয়ে উঠেছিল সকলের কাছে। তাতে প্রচুর খুব সুন্দর ডাকটিকিট সুন্দর ছিল ।  সেই জন্য সকলের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছিল। অন্যদিকে রাজাপ্পার এলবামটি সকলের কাছে খারাপ হয়ে উঠেছিল। তাই রাজাপ্পার এই জনপ্রিয়তা হঠাৎ কমে যায়।

 


৪.২ ‘কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করত না,।বা তাকে পাত্তাও দিত না।'—সকলের এমন আচরণের কারণ গল্প অনুসরণে আলোচনা করো।


উত্তর» সুন্দর রামস্বামী রচিত ‘টিকিটের অ্যালবাম’ গল্পটিতে স্কুলের সমস্ত সহপাঠীদের এমন আচরণের কারণ নাগরাজনের সুন্দর অ্যালবাম। সিঙ্গাপুর থেকে কাকার পাঠানো নাগরাজনের অ্যালবামটি অত্যন্ত আকর্ষণীয়। তাতে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে। অ্যালবামটি দেখার জন্যই তার বন্ধুরা কৌতূহল ও উত্তেজনার সঙ্গে নাগরাজনকে ঘিরে থাকত। স্কুলের ঘণ্টা পড়ার আগে, দুপুরের ঘণ্টা পড়ার পরে সবাই চলে আসত অ্যালবামটি দেখতে। নাগরাজন অ্যালবামটি কারও হাতে দিত না। সন্ধেবেলা পর্যন্ত সবাই ভিড় জমাত, বাড়িতেও চলে যেত অনেকে। নাগরাজনের সুন্দর অ্যালবামটি দেখার পর থেকে রাজাপ্পার বহু ডাকটিকিট লাগানো অ্যালবামটির কথা মনে রাখত না বা কেউ তাকে পাত্তা দিত না।

৪.৩ স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন কীভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত?

উত্তর নাগরাজন খুব সাবধানে  অ্যালবামটিকে নিজের কোলে রেখে ধীরে ধীরে পাতা ওলটাত নাগরাজন। আর সমস্ত বন্ধু ভিড় করে সেটি দেখত। শুধু মেয়েরা যেদিন দেখতে চেয়েছিল তখন ডানপিটে পার্বতীকে দিতে হয়েছিল অ্যালবামটা। তখন তাতে নাগরাজন একটা মলাট লাগিয়ে দিয়েছিল।


অন্য গুলি দেখুন

বোঝাপড়া

অদ্ভুত আতিথেয়তা

চন্দ্রগুপ্ত

বনভোজনের ব‍্যাপার

সবুজ জামা

চিঠি

আলাপ

পরবাসী

পথচলতি

একটি চড়ুই পাখি

দাঁড়াও

অন্য টা দেখুন দাঁড়াও

পল্লীসমাজ

ছন্নছাড়া

গাছের কথা

হাওয়ায় গান

কি করে বুঝবো

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি

নাটোরের কথা

অন‍্যটা দেখুন নাটোরের কথা

গড়াই নদীর তীরে

জেলখানায় চিঠি

স্বাধীনতা

আদাব

অন্যটা দেখুন আদাব

শিকল পরার গান

হরিচরণ বন্দোপাধ্যায়

ঘুরে দাঁড়াও

সুভা

পরাজয়

মাসিপিসি

টিকিটের অ্যালবাম

লোকটা জানলই না



পথের পাঁচালী (১)

পথের পাঁচালী(২)

পথের পাঁচালী(৩)

পথের পাঁচালী বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর

ভাষাচর্চা (১)

ভাষা চর্চা (২)