বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র :
পত্ররচনা
বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে
বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র :
নব গ্রাম,
পুর্ব বর্ধমান
প্রিয় কাজল,
পত্রের প্রথমেই তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আশাকরি দু-একদিনের মধ্যেই তোর পরীক্ষা শেষ হয়ে যাবে । পরীক্ষা শেষ হয়ে গেলে বিকেল তিনটের ট্রেনে ভাইকে সঙ্গে করে তুই আমার বাড়ি চলে আসবি। সামনে সোমবার অর্থাৎ চার দিন পর আমাদের নদী মেলা অনুষ্ঠিত হইবে,। খুব ধুম হবে। গতকাল আমি হোস্টেল থেকে ফিরেছি । ফিরে প্রথম দিকে বাড়িতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন ফাঁকা ফাঁকা লাগে। তুই এলে খুব ভালো লাগবে । আমাদের গ্রামের নদীটা এখান থেকে দু-মিনিটের হাঁটা পথ। বিকেলে দু-জনে নদীর ধারে বসে গল্প করব, সূর্যাস্ত দেখব। সকালটাও দারুণ লাগবে। বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম।
তাং
২০-১২-২০২২ তোর প্রিয় বন্ধু
সুদিপ।
ঠিকানা-------------
নাম-কাজল সেন
প্রযত্নে -দিবাকর সেন
গ্রাম দিসপুর
পোস্ট অফিস দিসপুর
জেলা হুগলি ৩৩১২৫২৭
অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায়, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান
শিক্ষকের কাছে চিঠি।:
বিদ্যালয়ে বাৎসরিক প্রতিযোগিতা প্রথম হয়েছি জানিয়ে পিতা কে চিঠি
প্রশাসনিক পত্র জল নিকাশি সুষ্ঠু ব্যবস্থা করার জন্য প্রশাসনকে চিঠি