অষ্টম শ্রেণী ভূগোল প্রশ্ন ২০১৪ /class 8 geography question 2014 - Online story

Wednesday, 2 November 2022

অষ্টম শ্রেণী ভূগোল প্রশ্ন ২০১৪ /class 8 geography question 2014

 

 

 

 



 




Third Summative Evaluation - 2014
Class - VIII              Full Marks - 70
Subject: Geography
Time : 2 hours 30 minute
               
              বিভাগ - ক

। সঠিক উত্তরটি নির্বাচন করো :
                                               ৫×১=৫
ক) আয়লা ঘূর্ণবাত (২০০৮/২০১০/ ২০০৯) সালে লক্ষ্য করা গিয়েছিল
উঃ- ২০০৯

খ)‘তুন্দ্রা’ শব্দের অর্থ (স্যাঁতস্যাঁতে / শৈবাল / তুষার ভক্ষক)।

উঃ-স্যাঁতস্যাঁতে

গ) নিউজিল্যাণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হল (মাউন্ট কোসিয়াস্কো / মাউন্ট কুক / মাউন্ট উইলহেলম্)।

উঃ-মাউন্ট কুক


গ)নিরক্ষীয় অঞ্চলে ঘন বনভূমি সৃষ্টির কারণ হল (প্রচুর উষ্ণতা ও বৃষ্টিবাত /প্রচুর বায়ুপ্রবাহ ও উষ্ণতা / প্রচুর উষ্ণতা ও উর্বর মৃত্তিকা)।
উঃ-প্রচুর উষ্ণতা ও বৃষ্টিবাত

ঙ)একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হল (সৌরশক্তি / তাপবিদ্যুৎ /পারমাণবিক বিদ্যুৎ)।
উঃ-সৌরশক্তি

২.শুদ্ধ ও অশুদ্ধ লেখো:
ক) কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম লরেন্সীয় শিল্ড অঞ্চল।
উঃ- ঠিক

খ)প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়।
উঃ-ভুল ( ঠিক উত্তর দিয়ে হবে গম উৎপন্নতে)

গ)১৯৯২ সালে ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে বিশ্ব পরিবেশ সম্মেলন হয়েছিল।

উঃ ঠিক

গ) পিগমিরা আমাজন অববাহিকায় বসবাস করে।
উঃ- ভুল

ঙ) কিউমুলাস মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত হয়।
উঃ- ভুল ( উত্তরটি হবে পরিস্কার নির্দেশ করে)


৩.শূন্যস্থান পূরণ করোঃ

ক)আয়তনের দিক থেকে সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ -------.
উঃ- ওশিয়নিয়া

খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল-------আবহাওয়ার জন্য বিখ্যাত।
উঃ- উষ্ণ-নাতিশীতোষ্ণ

গ) আমাজন অববাহিকার আয়তন প্রায়----------বর্গ কিমি.।
উঃ- ৫৫,০০,০০০

ঘ ) আকাশে -------মেঘ থাকলে ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে লাগে।

উঃ- সিরোকিউমুলাস




ঙ)প্রাকৃতিক পরিবেশের ক্ষতি বা পরিবর্তন নিজে থেকে পূরণ হওয়াকে--ব‍্যাবথা বলে।

৫×১=৫
উঃ- হোমিও স্টাটিক ব‍্যাবথা

৩।এক কথায় উত্তর দাও :
ক) টিউপিক কী?
উঃ- তুন্দ্রা অঞ্চলে শীল মাছের চামড়ার তৈরি তাঁবুকে টিউপিক বলে।

খ)মারে-ডার্লিং নদীর উৎসটি লেখো।
উঃ- মারে- অস্ট্রেলিয়ান্ আল্পস
ডার্লিং- নিউ ইংল্যান্ড রেঞ্জ গ্রেট ডিভাইডিং রেঞ্জ

গ)লা-প্লাটা নদী 'কোন্‌তিনটি নদীর মিলিত প্রবাহ?
উঃ- পারানা, পারাগুয়ে, উরুগুয়ে তিনটি নদীর মিলিত প্রবাহকে লা-প্লাটা নদী বলা হয়।

ঘ) জাপানের ফুকুসিমা পরমাণু------
দুর্ঘটনা কত সালে হয়েছিল?
উঃ- ২০১১ সালে।

ঙ) কোন্‌ জলবায়ু অঞ্চল ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত?
উঃ- নিরক্ষীয় জলবায়ু


বিভাগ - খ
টীকা লেখো: (যেকোনো চারটি)

ক)বৃষ্টিচ্ছায় অঞ্চল
উঃ- কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কে বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল


খ)পৃথিবীর কসাইখানা।
উঃ- শিকাগো কে বলা হয় পৃথিবীর কসাইখানা

গ)শীতকালীন বৃষ্টিপাতের দেশ।
উঃ- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। কারণ এখানে শীতকালে বৃষ্টিপাত ঘটে।

ঘ)ফার শিল্প।
উঃ- দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি কে বলা হয় ফার শিল্প।


৬।সংক্ষিপ্ত উত্তর দাও : (যেকোনো চারটি)
ক)সমবর্ষণ রেখা কাকে বলে?
উঃ- একই বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করিলে, যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমবর্ষণ রেখা।


খ)তুষারপাত কাকে বলে?
উঃ-

গ)পম্পাস অঞ্চলের কৃষিকাজের বর্ণনা দাও।
উঃ-

ঘ)মারে-ডার্লিং অববাহিকার জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
উঃ-


ঙ)সেলভা অরণ্য সম্পর্কে বর্ণনা দাও।
উঃ-


                    বিভাগ – গ     ৩x১০=৩০
৭।যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৪x২

৭। ক)
বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করো এবং যেকোনো একটি বিভাগের বর্ণনা দাও।
উঃ-

খ) কিউমুলোনিম্বাস মেঘকে কেন বজ্র মেঘ বলা হয়?
উঃ-

গ) ঘূর্ণবাতের চোখ কি?
উঃ-

৮। ক)মৌসুমি জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রার বর্ণনা দাও।
উঃ-

খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন?
উঃ-

গ)ইগলু ও টিউপিক কি?
উঃ-



৯। ক)উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ কি?
উঃ-

খ)স্থিতিশীল উন্নয়ন কি?
উঃ-

গ)কানাডার শিল্ড অঞ্চল কাগজ শিল্পে উন্নত কেন?
উঃ-

৫+৩+২=১০


১০। ক) দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ লেখ।
উঃ-

খ)গ্রেট ব্যারিয়ার রিফ কি?
উঃ-

গ)ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগগুলির নাম লেখো।
উঃ-

১১। ক) পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্বন্ধে কী জানো?
উঃ-


খ)তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাপন প্রাণালী বর্ণনা কর।
উঃ-


গ)কর্ডিলেরা শব্দের অর্থ কী?

উঃ-