class 9 life sciences 5th chapter anushilani question answer
নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
পঞ্চম অধ্যায় (পরিবেশ ও সম্পদ)
অনুশীল প্রশ্নের উত্তর
গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেয়া হলো
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
সঠিক উত্তরটি নির্বাচন করে তার
(1) জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়াই হল –
(A) ইকোলজি
(B) ইকোস্ফিয়ার
(C) ইকোসিস্টেম
(D) ইকোটোন
উত্তর-(A) ইকোলজি
(2) উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদের বলে–
(A) হেলিয়োফাইট
(B) সিয়োফাইট
(C) লিখোফাইট
(D) স্যামোফাইট
উত্তর-(A) হেলিয়োফাইট
(3) খুব নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে –
(A) মেগাথারমস্
(B) মাইক্রোমস্
(C) প্যাকিলোধারমস
(D) হেকিস্টোথারমস
উত্তর-(D) হেকিস্টোথারমস
(4) বাস্তু তন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে-
(A) ব্যাকটেরিয়া
(8) আণুবীক্ষণিক ছত্রাক
(C) উভয়ই
(D) খাদক
উত্তর-A) ব্যাকটেরিয়া
(5) বাস্তুতন্ত্রে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদদের বলে-
(A) খাদক
(B) উৎপাদক
(C) বিয়োজক
(D) রূপান্তরক।
উত্তর-(B) উৎপাদক
(6) বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদাই–
(A) একমুখী
(B) উভমুখি
(C) দ্বিমুখী
(D) অভিমুখী
উত্তর-(A) একমুখী
7 পাললিক চক্রের উদাহরণ হল—
(A) সালফার চক্র
(B) ফসফরাস চক্র
(C) নাইট্রোজেন চক্র
(D) A ও B
উত্তর-(D) A ও B
(8) পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল—
(A) কয়লা
(B) পেট্রোলিয়াম
(C) A ও B
(D) জল
উত্তর-C) A ও B
9) আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয় তা হল—
(A) ফ্লুওরোসিস
(B) ব্ল্যাকফুট ডিজিজ
(C) মিনামাটা রোগ
(D) ডিসলেক্সিয়া
উত্তর-(B) ব্ল্যাকফুট ডিজিজ
(10) পানীয় জলের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে—
(A) অ্যাকোয়াকালচার
(B) লিমনোলজি
(C) হর্টিকালচার
(D) আরবোরিকালচার
উত্তর-(B) লিমনোলজি
(11) খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা
হল—
(A) 1–2 টি
(B) 3–5 টি
(C) 7-10 টি
(D) 10 টির বেশি
উত্তর-(A) 1–2 টি( থাকে 3-5)
12 কোন্ প্রকার খাদ্যশৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা সূচিত হয়?
(A) গ্রেজিংখাদ্যশৃঙ্খল
(B) ডেট্টিটাস খাদ্যশৃঙ্খল
(C) পরজীবীয় খাদ্যশৃঙ্খল
(D) মৃতজীবীয় খাদ্যশৃঙ্খল
উত্তর-(B)ডেট্টিটাস খাদ্যশৃঙ্খল
13 অপুষ্টির কারণে প্রতিবছর পৃথিবীতে শিশু মৃত্যুর সংখ্যা হল –
(A) 3.1 মিলিয়ন
(B) 1-1 মিলিয়ন
(C) 5 মিলিয়ন
(D) ৪ মিলিয়ন
উত্তর-(A) 3.1 মিলিয়ন
( 14) অপ্রচলিত খাদ্যের উৎস হল –
(A) মাশরুম
(B) সিঙ্গল সেল প্রোটিন
(C) সয়াবিন
(D) A ও B উভয়ই
উত্তর-(D) A ও B উভয়ই
15.পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হল –
(A) 0.5 B/L / C (B) 0-05 g/L (C) 1g/L (D) 0.1g/L
উত্তর-(B) 0-05 mg/L
16 যেসব উদ্ভিদ কম আলো বা ছায়াযুক্ত পরিবেশে জন্মায়, তাদের বলা হয়—
(A) হেলিয়োফাইট
(B) সিয়োফাইট
(C) লিথোফাইট
(D) স্যামোফাইট
উত্তর-(B) সিয়োফাইট
17 যেসব উদ্ভিদ পাথরের ওপর জন্মায়, তাদের এককথায় বলা হয় –
(A) সিওফাইট
(B) হেলিয়োফাইট
(C) লিথোফাইট
(D) স্যামোফাইট
উত্তর-(C) লিথোফাইট
18 যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায়, তাদের এককথায় বলা হয় –
(A) স্যামোফাইট
(B) লিথোফাইট
(C) সিয়োফাইট
(D) হেলিয়োফাইট
উত্তর-–(A) স্যামোফাইট
19 যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায়, তাদের এককথায় বলা হয় –
(A) মেগাথারমস্
(B) মাইক্রোথারমস্
(C) পরকিলোথারমস্
(D) হেকিস্টো- থারমস
উত্তর-–(A) মেগাথারমস্
20 যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায়, তাদের এককথায় বলা হয়-
(A) পয়কিলোথারমস্
(B) হেকিস্টোথারমস্
(C) মাইক্রোথারমস্
(D) মেগাথারমস্
উত্তর-(B) হেকিস্টোথারমস্
অতিসংক্ষিপ উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 1
(I) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :
1 পরিবেশের দুটি জলবায়ুগত উপাদানের নাম লেখো।
উত্তর-– উষ্ণতা, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি।
2 ছায়াচ্ছন্ন স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কী বলে?
উত্তর-–সিয়োফাইট
3 কোন্ মাছের লার্ভার বৃদ্ধি আলোতে ভালো হয়?
উত্তর-–স্যালমন
4 CAM-এর পুরো নাম কী?
উত্তর-–Crassulacian Acid Metabolism
(ক্রাসুলেসিয়াম অ্যাসিড মেটাবোলিসম)
5 শীতঘুম দেখা যায় এমন দুটি প্রাণীগোষ্ঠীর নাম লেখো।
উত্তর-– ব্যাং , সাপ
6 হর্নটোড প্রাণীটি কীরকম পরিবেশে দেখা যায়?
উত্তর-– মরু অঞ্চলের শুষ্ক পরিবেশে দেখা যায়
7 জন্মহার নির্ণয় করার সূত্রটি লেখো।
উত্তর-–
Nn
জন্মহার (B) =--------,যেখানে Nn
t
=পপুলেশনের সংযোজিত নতুন সদস্য এবং t=একক সময়।
৪ লাইকেন নামক উদ্ভিদে কীরূপ আন্তঃক্রিয়া দেখা যায়?
উত্তর-– সহযোগিতা(মিউচুয়ালইজম)
( 9 )একটি বহিঃপরজীবী ও একটি আন্তঃপরজীবীর উদাহরণ দাও।
উত্তর-–একটি বহিঃপরজীবী হইল -উকুন
একটি আন্তঃপরজীবীর হইল-কৃমি
(10) প্রাথমিক খাদকরা শাকাশী না মাংসাশী?
উত্তর-–শাকাশী
(11) জৈব-ভরাসায়নিক চক্রের গ্যাসীয় চক্রগুলির নাম করো।
উত্তর-–(ক)জলচক্র (খ)গ্যাসীয় চক্র (গ)পাললিক চক্র
(12) ভারতে বন্য প্রাণী আইন কত সালে চালু হয়।
উত্তর-– 1972 খ্রিস্টাব্দে (প্রায় 1973)
(13) একটি কীটনাশকের উদাহরণ দাও।
উত্তর-–DDT এবং BHC
(14) অপুষ্টির দুটি কারণ লেখো।
উত্তর-– অনাহারে দিন কাটানো হলে অপুষ্টি দেখা যেতে পারে । প্রোটিন যুক্ত খাবার না খেলেও উপস্থিত দেখা যেতে পারে।
(15) SCP-র পুরো নাম কী?
উত্তর - Single Cell Protein (সিঙ্গল সেল প্রোটিন)
বিসদৃশ শব্দটি বেছে লেখো :
(a) মাইক্রোথারমস্, মেগাথারমস্, হেলিয়োফাইট,হেকিস্টোথারমস্
উত্তর -হেলিয়োফাইট
(b) বাজপাখি, বাঘ, সিংহ, হরিণ
উত্তর -বাজপাখি
(c) কলসপত্রী, সূর্যশিশির, পাতাবীঝি, রান্না বা ভাঙা
উত্তর -রান্না বা ভাঙা
(d) কার্বন চক্র, অক্সিজেন চক্র, ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র
উত্তর -ফসফরাস চক্র
(e) কয়লা, নৈসর্গিক দৃশ্য, সমুদ্র, বনভূমি।
উত্তর -কয়লা
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(a) SCP ক্লোরেন্না :: সূর্যশিশির :
উত্তর- পতঙ্গভুগ
(b) মিনামাটা পারদ :: ডিসলোন্সিয়া : .........
উত্তর- জন্মগত ত্রুটি
(c) সবুজ উদ্ভিদ : উৎপাদক :: ঘাসফড়িং : ..
উত্তর- প্রথম শ্রেণীর খাদক
(d) উকুন : বহিঃপরজীবী :: কৃমি: ............
উত্তর- অন্তঃ পরজীবী
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :
(a) বাস্তুতন্ত্র, মাটি, জল, উদ্ভিদ
উত্তর -বাস্তুতন্ত্র
(b) জৈব-ভুরাসায়নিক চক্র, জলচক, পাললিক চক্র,সালফার চক্র
উত্তর -জৈব-ভুরাসায়নিক চক্র,
(c) ঘাসফড়িং, গোরু, প্রাথমিক খাদক, ছাগল
উত্তর -প্রাথমিক খাদক
(d) মিনামাটা, ধাতুঘটিত রোগ, ডিসলেক্সিয়া, ইটাই ইটাই
উত্তর -ধাতুঘটিত রোগ
(III) শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
1 উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ হল....
উত্তর -মেগাথারমস
2 ক্যাকটাস হল ......... অঞ্চলের উদ্ভিদ
উত্তর- মরু
3 উভচর ও সরীসৃপ প্রাণীতে........ঘুম দেখা.যায়।
উত্তর- শীতঘুম
4.---------পপুলেশনের বৃদ্ধি ঘটায়।
উত্তর -জন্মহার
5.বিভিন্ন স্থান থেকে কিছু নতুন সদস্য পপুলেশনে যোগ হলে তাকে বলে......
উত্তর-অভিবাসন
6.কলসপত্রী ,সূর্যশিশির হল.....
উত্তর- পতঙ্গভুগ
7 পৃথিবীতে সঞ্চিত জলের---% মিষ্টি জল।
উত্তর-3
(8) DDT ও BHC হল ........
উত্তর-কীটনাশক
9.সালফার চক্র ও ফসফরাস চক্র হল ......চক্র।
উত্তর- জৈব-ভুরাসায়নিক
10 একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে.....গঠন করে।
উত্তর-খাদ্য শৃংখল
11.ফ্লুরোসিস রোগ হয়....মৌলের অভাবে।
উত্তর -ফ্লুরাইড
(IV) সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
1 বাস্তু বিদ্যার ক্ষুদ্রতম একক হল পপুলেশন।
উত্তর -সত্য
2 মাইটিলাস মাছের লার্ভার বৃদ্ধি অন্ধকারে ভালো হয়।
উত্তর -মিথ্যা
3 কোনো প্রজাতির সমস্ত জীবকে সমষ্টিগতভাবে বলে পপুলেশন।
উত্তর -সত্য
4 বালি হাঁস, শামুকখোল প্রভৃতি হল পরিযায়ী পাখি।
উত্তর -সত্য
5 পতঙ্গভুক উদ্ভিদে শিকারজীবিতা
বা প্রিডেশন নামক আন্তঃক্রিয়া দেখা যায়
উত্তর -সত্য
6 পরজীবী ও পোষকের আন্তঃক্রিয়া হল পরজীবিতা।
উত্তর -সত্য
7.শৈবাল ও ছত্রাকের মধ্যে পরজীবিতা নামক আন্তঃক্রিয়া দেখা যায়।
উত্তর -মিথ্যা (সহযোগিতা হবে)
(8) গৌণ ও প্রগৌণ খাদকরা সর্বদাই মাংসাশী হয়।
উত্তর -সত্য
9 গ্রেজিং খাদ্যশৃঙ্খল সবুজ উদ্ভিদ দ্বারা সূচিত হয়।
উত্তর -মিথ্যা ( পচনশীল বস্তুর দ্বারা সূচিত হয় হবে)
(10) জৈব-ভূরাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশে মৌলিক উপাদানগুলির সমতা বজায় থাকে।
উত্তর -সত্য