দ্বিতীয় শ্রেণি আমার বই এক থেকে আট পাতা
আমার বই
দ্বিতীয় শ্রেণী
১ থেকে ৮ পাতা
এখানে লিখিত আকারে দেওয়া হলো
বনের পথে
আলিবাবা ক্কচিৎ এ পথে আসে। ঘন বনে এগোনো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে
চলে। শুক্লতিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সবসময় ঘোরে সেই “চিচিৎ-ফাঁক”।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ক্ক = ক + ক ক্ত = ক + ত
ক্ব = ক + ব ক্ল = ক + ল
এসো একইরকমের নতুন কথা শিখি:
এক্কা, মুক্তি, ক্লাস, পক্ক।
উত্তর- পাক্কা, চুক্তি, গ্লাস, চক্ক।
ঘর পূরণ করি
শ + ক্ত = শক্ত ধা + ক্কা = ধাক্কা
উপরের ছবিতে উত্তর দেওয়া আছে ।এছাড়াও নিচে লিখিত আকারে দেওয়া হলো
ঘুড়ি ওড়াবার দিনে
শুক্রবার এলে বিক্রমের ভারি মজা। সামনেই শনি-রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি
ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ক্র =ক+ র। ক্ষ= ক + ষ
এসো একইরকমের নতুন কথা শিখি :
বক্র, চক্র, পক্ষ, অক্ষর।
উত্তর -মক্র ,নক্র ,চক্ষ ,সাক্ষর
ঘর পূরণ করি :
ক্র+ ম+শ = ক্রমশ। ক্র+ মি+ ক = ক্রমিক
স+ক্ষ+ম= সক্ষম। শি+ক্ষ+ক = শিক্ষক
উপরে ছবিতে উত্তর দেওয়া হলো এবং নিচে লিখিত আকারে উত্তর দেওয়া হলো
আকাশে কত তারা
রাতের আকাশে অসংখ্য তারা। মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি। তার আলোয় জাগ্রত
থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি। মুগ্ধ হয়ে দেখি।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
খ্য = খ+ য গ্ন= গ +ন
গ্ৰ = গ + র গ্ল = গ + ল
গ্ধ =গ +ধ
এসো একইরকমের নতুন কথা শিখি :
মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ ।
উত্তর- সখ্য মগ্ন উগ্র ট্রাম ক্লাস মুগ্ধ
ঘর পূরণ করি। একটি করে দেওয়া হলো :
খ্যাতি= খ্যা + তি
সখ্য = স + খ্য গ্রাম =গ্ৰা + ম
রুগ্ন = রু +গ্ন। দুগ্ধ= দু+গ্ধ
খেলার মাঠে
আজ ছিল ফাইনাল খেলা। গ্যালারিতে খুব ভিড়। দিগ্বিদিক থেকে লোক এসেছে। কোনো দলই গোল করতে পারল না। খেলা শেষে দু-দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
গ্ব = গ + ব গ্ম = গ + ম গ্য= গ+ য
ঘ্ন= ঘ+ ন ঘ্র = ঘ+ র
এসো একইরকমের নতুন কথা শিখি : যোগ্য, বাগ্মী, প্রাণ, তমোঘ্ন ।
.
বামদিকের সাথে ডানদিক মেলাই :-
দিগ্বিদিক >>চারদিক
গ্যালারি >>মাঠে বসার জায়গা
যুগ্ম >> দুজন একসাথে
বিঘ্ন >> বাধা
শীঘ্র >> তাড়াতাড়ি
৭ পাতা
নাও চলেছে
ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। কঙ্কা ওতে চলেছে। আকাশে শঙ্খচিল। ওরা যাবে মঙ্গলপুর। নবীন সঙ্ঘের মাঠে হবে চড়ুইভাতি।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ঙ্ক = ঙ + ক ঙ্গ = ঙ + গ
ঙ্খ = ঙ + খ ঙ্ঘ = ঙ + ঘ
এসো একইরকমের নতুন কথা শিখি :
অঙ্ক, শঙ্খ, রঙ্গ, জঙ্ঘা ।
ঘর পূরণ করি :
অঙ্কন = অঙ্কন
জ [ঙ্গ] ল। জঙ্গল
ল ব [ঙ্গ] =লবঙ্গ
ল [ণ্ঠ] ন = লণ্ঠন
৮ পাতা
মা বিড়াল আর ছানা বিড়াল
মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ। মা খুঁজে বের করল ছায়ার আচ্ছাদন। খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
চ্চ = চ + চ চ্ছ = চ + ছ
চ্য = চ + য
এসো একইরকমের নতুন কথা শিখি :
চচ্চড়ি, আচ্ছা, পাচ্য ।
ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি :
মো [চ্ছ] ব
সা [চ্চা]
[চ্যা] লা