পঞ্চম শ্রেণীর আমার গণিত ১১ থেকে১৭ পাতা প্রথম পর্ব class 5 aar ganit - Online story

Thursday, 1 December 2022

পঞ্চম শ্রেণীর আমার গণিত ১১ থেকে১৭ পাতা প্রথম পর্ব class 5 aar ganit

 


পরের পর্ব দেখুন

পঞ্চম শ্রেণি
 আমার গণিত
 ১১  পাতার উত্তর


(১) ৫৭৮৯ < ৬২১৩

(২) ২৮৭৯ < ৯১০২

(৩) ৫০০৬ > ৪০২৩

 (৪) ৭৬৫৯ > ৩৮০০

(৫) ৮২২১ < ৯০০০  

(৬) ১৯৯৯ > ১৯৯০



১২ পাতার উত্তর
এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি


সংখ্যাগুলি    বৃহত্তম     ক্ষুদ্রতম

১, ২, ৩, ৪      ৪৩২১       ১২৩৪

৫, ৬, ১, ২    ৫৬২১          ১২৫৬

৮, ০, ২, ৫    ৮৫২০        ২০৫৮   
.
৭, ৩, ৫ ,০     ৭৫৩০        ৩০৫৭

৫,১,৩, ৭      ৭৫৩১          ১৩৫৭

৭, ২, ১,৮  
    ৮৭২১         ১২৭৮

০, ৯, ১, ৩      ৯৩১০         ১০৩৯

৬,৪,০,১     
   ৬৪১০          ১০৪৬

'

১। আন্দুলের মেলায় প্রথম দিনে ২৩৬৫ জন লোকও দ্বিতীয় দিনে ১২০৬ জন লোক এসেছেন। ঐ দু দিনে মোট লোক এসেছেন

  প্রথম দিনে   ২৩৫৬. জন
+দ্বিতীয় দিনে ১২০৬.  জন
------------------------------------
দু দিনে মোট      ৩৫৭১ জন

দু দিনে মোট ৩৫৭১ জন লোক এসেছেন



১৩ পাতার অঙ্ক
২। স্কুলের মাঠের পাঁচিল তৈরি
করতে ৮০০০ টি ইট এসেছে।
৩৮৩২ টি ইট গাঁথা হয়ে গেছে।
ইট পড়ে আছে

৮০০০-৩৮৩২টি ইট।

 ৮০০০
-৩৮৩২
----------
 ৪১৬৮
; পড়ে আছে ৬১৪৮ টি ইট।


৩। যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই।


 (ক)   হা   শ   দ   এ
           ৭   ০   ৪   ৩
  +       ২   ৬   ৪   ২
----------------------------
            ৯   ৬   ৮  ৫



(খ)    হা   শ   দ   এ
           ৪   ৬   ২   ৭
  +       ৪   ৮   ৯   ১
                       ১   ৩
----------------------------
            ৯   ৫   ৩  ১

(গ)   হা   শ   দ   এ
           ৫   ৫   ২   ৪
  +       [১]  [১]  ৭  ২
----------------------------
            ৯   ৬   ৯  ৬



(ঘ)      হা     শ      দ   এ
           ১     ৬      ২     ৮
  +       [১]   [২]   [৫]   [১]
          ----------------------------
            ২     ৮       ৭     ৯



(ঙ)    হা   শ   দ   এ
           ৭   ৮   ৯   ৬
  +            ৮   ২   ৫
             +      ২    ৩
----------------------------
            ৮  ৭   ৪   ৪


(চ  )   হা   শ   দ   এ
           ৬      ৭     ৮     ৩
  +      [২]   [২]   [১]   [৩]
----------------------------------
            ৮     ৯     ৯    ৬




(ছ)     হা   শ   দ   এ
           ৭   ৮   ৫   ৯
  –      ১   ২   ৪   ৪
----------------------------
            ৬   ৬   ১  ৫

(জ)   হা   শ   দ   এ
           ৫   ২   ৪   ৮
  –      ৩  [১]  ২  [২]
----------------------------
            ২   ১   ২  ৬


(ঝ)    হা   শ   দ   এ
           ৩   ০   ০   ৩
  –       ২   ৯   ৯   ১
----------------------------
                           ১


(ঞ)   হা   শ   দ   এ
           ৪   ০   ২   ১
  -        ১  ৮    ১   ৯
----------------------------
            ২   ২   ০  ২



(ট)    হা   শ   দ   এ
           ৩   ৫   ৮  ১
  –      ২  [১]  ২  [৯]
----------------------------
            ১   ৪   ৫  ২


(ঠ)     হা   শ   দ   এ
           ৯   ১   ২   ৩
  –      ২  [১]   ১  [৬]
----------------------------
            ৭   ০   ০  ৭




১৪ পাতার অঙ্ক


(২) একজন শিল্পী হাতে আঁকা একটি ছবি ১৫৭০ টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম

       ১ ৫ ৭ ০ টাকা
            ×   ৩
     -----------------
        ৪ ৭ ১ ০ টাকা


১৫ পাতার অঙ্ক  

   (ক)   ২  ২  ৭
        ×      ২   ২
  ;--------------------
           ৩   ৫   ৪
      + ৪  ৫   ৪   ০
    ----------------------
       ৩   ৯   ৯   ৪


(খ)   ১  ৩   ৮
     ×      ২   ৯
;--------------------
    ১  ২  ৪   ২
+ ২  ৭   ৬   ০
----------------------
   ৪   ০   ০   ২




(গ)   ২  ৪  ৬
     ×      ১   ৫
;--------------------
   ১  ২   ৩   ০
+ ২  ৪   ৬  ০
----------------------
   ৩   ৬  ৯   ০



(ঘ)    ৩  ৩  ৫
     ×           ৩
;--------------------
     ১  ০   ০   ৫



(ঙ )   ৬  ৭ ৫
     ×         ৫
;--------------------
   ৩    ৩   ৭   ৫




(ক)   ২  ১  ৭
     ×      ১   ৬
;--------------------
    ১   ২   ৭   ২
  + ২  ১   ২   ০
----------------------
   ৩   ৩   ৯   ২


(ক)   ৩  ০  ৫
     ×      ১   ২
;--------------------
       ৬   ১   ০
+ ৩  ০   ৫   ০
----------------------
   ৩   ৬   ৬   ০


(জ)   ৪  ৩  ৮
     ×      ১   ৩
;--------------------
    ১   ৩   ১   ৪
  + ৪  ৩   ৮  ০
----------------------
   ৫   ৬   ৯   ৪






১৬ পাতার  অঙ্ক



বেশি জিনিস সমান ভাগ করি।

১। বিনামূল্যে ১২৮৫টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হল। প্রত্যেকে ৫টি করে বই পেল।


ছাত্র ছাত্রীর সংখ্যা
১২৮৫ ÷ ৫ = [ ২৫৭ ] জন।


        ২ ৫ ৭
       _______
   ৫ ।১২৮ ৫
       -১০
   ----------
          ২৮
      – ২৫
    -----------
            ৩ ৫
          – ৩৫
    -------------
               ০
 

২‌।২৪টি সাদা পৃষ্ঠা দিয়ে ৮টি খাতা তৈরি হবে।

প্রতি খাতায় [  ১০২৪]  ÷ [ ৮] টি = [ ১২৮ ]টি সাদা পৃষ্টা আছে।

       ১ ২ ৮
       _______
   ৮ ।১০২ ৪
       -  ৮
   ----------
          ২২
      –  ১৬
    -----------
             ৬৪
          – ৬৪
    -------------
               ০


(৩) ১২৩৩ টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় ১টি ফুল আছে। মালা তৈরি হবে
    [  ১২৩৩ ] ÷ [ ৯ ]  টি = ১৩৭  টি।


        ১ ৩ ৭
       _______
   ৯ ।১ ২ ৩ ৩
       -   ৯
   ----------
          ৩ ৩
      –  ২ ৭
    --------------
             ৬ ৩
          –  ৬০
      -------------
               ০

১৭ পাতার অঙ্ক

আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি

ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম।১১৭ টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম।




ভাজ‍্য = [১০৭,] ভাজক =  [৫ ,] ভাগফল [ ২৫,] ভাগশেষ [ ২ ]

          ২৫
       --------
৫ ।।   ১২৭
     –  ১০
-------------
         ২৭
    - –২৫
      --------
           ২


প্রত‍্যেকে ২৫ টা আম পেলাম।

২টো আম পড়ে রইল।

ভাগ করা গেল না। কারণ ২ < ৫।

 ; ভাগশেষ < ভাজক

: ভাজ‍্য = ভাজক ×  ভাগফল + ভাগশেষ


পরের দ্বিতীয় পর্ব দেখুন