ষষ্ঠ শ্রেণীর বাংলা "পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি " কবি- হাইনরিখ হাইনে অনুশীলন উত্তর
গণিত কষে দেখি ১.১ দেখুন
" কুমোরে -পোকার বাসাবাড়ি"প্রশ্নের উত্তর
"ঘাসফড়িং" কবিতার প্রশ্নের উত্তর দেখুন।
"সেনাপতি শংকর" হাতে কলমে প্রশ্নের উত্তর দেখুন
ষষ্ঠ শ্রেণীর বাংলা
"পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি "
কবি- হাইনরিখ হাইনে
হাতেকলমে
১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?
উত্তর। জার্মানির রাইন নদী তীরবর্তী ড্যুসেলডর্ফ শহরে হাইনের জন্ম।
১.২ কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর। ‘জার্মানি— ‘উত্তর সাগর গীতিকা’এবং এক শীতের রূপকথা ।
১.৩ কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।
উত্তর। "ফরাসি পরিস্থিতি" এবং" ধর্মের ইতিহাস" ।
২. ঠিক উত্তরের উপরে ‘√’ দাও :
২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে।
√
উত্তর। (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।
২.২ যেন বরফের (সোনালি/রূপালি/সবজে) কাপড় পরে...।
√
উত্তর। যেন বরফের (সোনালি/রূপালি/সব্জে) কাপড় পরে
২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।
উত্তর। মরুতটে দাঁড়িয়ে রয়েছে
√
(পাইন/পাম/খেঁজুর) গাছ।
২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি
গোয়ঠে/রিলকে/শেক্সপিয়র)।
উত্তর। জার্মান ভাষায় কবিতা লেখেননি
√
(গোয়ধে/রিলকে/শেক্সপিয়র)।
৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো :
৩.১ পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?
উত্তর। পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়।
৩.২ পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?
উত্তর। পাইন গাছ রূপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে কবির মনে হয়েছে।
৩.৩ পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উত্তর। পামগাছ ময়ূতটে দাঁড়িয়ে আছে।
৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?
উত্তর। পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে।
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৪.১ পামগাছের বুক বেদনায় ভরা কেন?
উত্তর। পামগাছ সূর্যকিরণে দগ্ধ হয়ে উয় মরুভূমিতে অনেক কষ্ট সহ্য করে দাঁড়িয়ে থাকে। তাই পামগাছের বুক বেদনায়-ভরা।
৪.২ পাইন গাছ কী স্বপ্ন দেখে?
উত্তর। পাইন গাছ মরুতটে সকালে সূর্য ওঠা, উয় আবহাওয়ায় থাকা পামগাছের কষ্ট অনুভব।করে। সে স্বপ্ন দেখে পামগাছ মরুতটে বেদনাভরা হৃদয়ে দাঁড়িয়ে কত কষ্টভোগ করে।
৪.৩ বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পামগাছের স্বপ্ন দেখে কেন?
উত্তর। বরফের দেশের পাইন গাছ সুখেই বাস করে। সে স্বপ্নে ভাবে মরুভূমির পামগাছ গরম বালির মধ্যে বহু কষ্ট সহ্য করে দিন কাটায়।
তার কষ্টের কথা স্বপ্নের মধ্যে দিয়ে কবি এখানে প্রকাশ করেছেন।