ষষ্ঠ শ্রেণি বাংলা প্রথম পরীক্ষা সাজেশন - Online story

Friday 16 December 2022

ষষ্ঠ শ্রেণি বাংলা প্রথম পরীক্ষা সাজেশন

 




ষষ্ঠ শ্রেণি
 বাংলা
 প্রথম পরীক্ষা সাজেশন

তোমাদের ১৫ নম্বর পরীক্ষার প্রশ্ন হবে, তাই বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম । নিচে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ দেওয়া হলো।


১.শংকরের স্বপ্নে বাতাসের রং কী?
উত্তর। শংকরের স্বপ্নের বাতাসের রং নীলচে।

২ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে।
               
উত্তর। উত্তরে
                                              
৩. যেন বরফের (সোনালি/রূপালি/সবজে) কাপড় পড়ে...।
                                              
  √
উত্তর।
রূপালি

৪.শংকর কিসের স্বপ্ন দেখে?

 উত্তর। শংকর শঙ্খচিলের স্বপ্ন দেখে।

৫. আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন্ কোন্ জায়গা থেকে পড়তে আসে?
উত্তর। ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর এবং আকন্দবাড়ি গ্রামের ছাত্রছাত্রীরা আকন্দবাড়ি স্কুলে পড়তে আসে।

৬. স্কুলের জানলা থেকে কী কী দেখা যায় ?


উত্তর। স্কুলের  জানালা দিয়ে দিগন্ত বিস্তৃত আকাশের মেঘ ও উড়ন্ত পাখি দেখতে পাওয়া যায়।


 
৭. পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?
উত্তর। পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে  দেখতে পাওয়া যায়।


৮. পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?

উত্তর।  পাইন গাছ রূপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে কবির মনে হয়েছে।


৯. পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?


উত্তর। পামগাছ ময়ূতটে  দাঁড়িয়ে আছে।


১০. পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে
?
উত্তর। পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে।


১১.পামগাছের বুক বেদনায় ভরা কেন?

উত্তর। পামগাছ সূর্যকিরণে দগ্ধ হয়ে উয় মরুভূমিতে অনেক কষ্ট সহ্য করে দাঁড়িয়ে থাকে। তাই পামগাছের বুক বেদনায়-ভরা।


১২. পাইন গাছ কী স্বপ্ন দেখে?

উত্তর।  পাইন গাছ মরুতটে সকালে সূর্য ওঠা, উয় আবহাওয়ায় থাকা পামগাছের কষ্ট অনুভব।করে। সে স্বপ্ন দেখে পামগাছ মরুতটে বেদনাভরা হৃদয়ে দাঁড়িয়ে কত কষ্টভোগ করে।

১৩. মন ভালো করা রোদ্দুরকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর। মাছরাঙা পাখির গায়ের রং লাল, হলুদ ও সবুজ রঙের মিশ্রণ দেখা যায়। কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙা পাখির গাত্রবর্ণের সঙ্গে তুলনা করেছেন।

১৪.একেও ভাষা বলতে হবে’—কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করো?

উত্তর। পশুরা শুধু শব্দের সাহায্যেই কথা বলে না, নানারকম ইশারার সাহায্যে কথা বলে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে, তা আমরা অনেকেই জানি। একেই ভাষার মর্যাদা দিতে হবে


★১৫. ‘তাই তারা স্বভাবতই নীরব’—কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কী
?
উত্তর। এখানে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে।
 কারণ জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়। তাই তারা স্বভাবতই নীরব।


★১৬.‘এরা তো মানুষেরই জাত ভাই।'—কাদের ‘মানুষের জাতভাই' বলা হয়েছে?
উত্তর। শিম্পাঞ্জি, ওরাং, গরিলা এদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে।
 

১৭.‘বলে এলাম আমি আবার আসব’—পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবির কোন্ মনোভাবের প্রকাশ ঘটেছে?
উত্তর। ঘাসফড়িং এর সবুজ মাথা তুলে অনেক নাচের দৃশ্য দেখে কবি আনন্দিত ও মুগ্ধ হয়েছিলেন। সময়ের অভাবে কবি যখন ফিরতে বাধ্য হলেন তখন তাকে কথা দিয়েছিলেন আবার তার কাছে ফিরে আসবেন। এখানে কবির
প্রকৃতিপ্রেমিক মনের ও ক্ষুদ্র পতঙ্গের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।
১৮.আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ'।—কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কী?
উত্তর। কবি প্রকৃতি প্রেমিক। নব বর্ষার সৃষ্টি পেয়ে প্রকৃতি সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে সবুজ ঘাসের সমারোহ,
কবির বাড়ির দরজার সামনে খোলা মাঠে ঘাসেরা সবুজ রূপ ধারণ করেছে। তাছাড়া কবির মনেও সবুজের ছোঁয়া লেগেছে ;
তাই কবি এরূপ সবুজের সমারোহ দেখেছেন।

১৬.‘ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার।'—কোন্ ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে?
সেখানে তিনি যেতে চান কেন?
উত্তর। ঝিরঝির বৃষ্টির জল পেয়ে যে ঘাস সবুজ হয়ে উঠেছিল যার উপর পা দিয়ে কবি প্রথম ঘাসফড়িং এর
সবুজ মাথা তুলে কত খেলা দেখানোর দৃশ্য দেখেছিলেন।
সেই খোলা মাঠের সবুজ ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে।

★ ১৭.কুমোরে-পোকার চেহারাটি কেমন?
উত্তর। কুমোরে-পোকার চেহারাটি লিকলিকে। গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো এবং শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটি হলদে।

১৮.কুমোরে-পোকা কী দিয়ে বাসা বানায়?

উত্তর। কুমোরে-পোকা ভিজা নরম কাদা মাটি দিয়ে বাসা বানায়।

১৯. কোনো অদৃশ্য স্থানে কুমোরে-পোকা বাসা বাঁধছে—তা কীভাবে বোঝা যায়?

উত্তর। কোনো অদৃশ্য স্থানে কুমোরে-পোকা বাসা বাঁধে তখন তীক্ষ্ণস্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে।তা থেকেই বোঝা যায় কুমোরে-পোকা বাসা বাঁধছে।


এছাড়া  স্কুলের সিলেবাস অনুযায়ী ব্যাকরণ থাকবে।