ষষ্ঠ শ্রেণীর (বাংলা) "মন ভালো করা" কবিতা শক্তি চট্টোপাধ্যায় হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Tuesday 13 December 2022

ষষ্ঠ শ্রেণীর (বাংলা) "মন ভালো করা" কবিতা শক্তি চট্টোপাধ্যায় হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

 



ষষ্ঠ শ্রেণীর (বাংলা)
"মন ভালো করা" কবিতা
শক্তি চট্টোপাধ্যায়


হাতেকলমে
১.১ শক্তি চট্টোপাধ্যায়কোন কলেজের ছাত্র ছিলেন?
উত্তর: শক্তি চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন।"


১.২. তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উত্তর  "যেতে পারি কিন্তু কেন যাবো" ও "সোনার মাছি খুন করেছি"।

২. নীচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্যরচনা করো :
হ্রস্ব, খর, শান্ত।
উত্তর।
হ্রস্ব—দীর্ঘ— গঙ্গা ভারতের দীর্ঘতম নদী
খর—শান্ত— শান্ত ছেলেরা মারামারি করতে ভালোবাসে না।
শান্ত—চঞল— রাস্তায় চঞ্চল হয়ে থাকা উচিত নয়।


৩. নীচের শব্দগুলি কোন্ মূল শব্দ থেকে এসেছে লেখো :
রোদ্দুর, গা।

উত্তর। রোদ্দুব =রৌদ্র > রোদ্দুর।
গা = গাত্র > গা।




৭. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
 

৭.১ কবিতায় কবি মনে কোন্ কোন্ প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো।
উত্তর। কবিতায় কবিমনে প্রশ্ন জেগেছে মন ভালো করা রোদ্দুরের রং মাছরাঙাটির গায়ের রং এর মতো হবার কারণ কী। কেন মাছরাঙাটির গায়ের রং খর, শান্ত।
 

৭.২ মন ভালো করা রোদ্দুরকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর। মাছরাঙা পাখির গায়ের রং লাল, হলুদ ও সবুজ রঙের মিশ্রণ দেখা যায়। কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙা পাখির গাত্রবর্ণের সঙ্গে তুলনা করেছেন।

৭.৩ মাছরাঙা পাখির রং কবির চোখে কীভাবে ধরা পড়েছে?
উত্তর। মাছরাঙা পাখির গায়ের রং এ বিচিত্র বর্ণের সমাবেশ। সেখানে খর ও শান্ত, লাল, হলুদ ও সবুজের আভা দেখা যায়। মাছরাঙা পাখির গায়ের রং কবির মনকে ভালো করে দেয়।


৭.৪ গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবিকল্পনাকে প্রভাবিত করেছে, তা বুঝিয়ে দাও।


উত্তর। সৌন্দর্যপিয়াসী কবি শক্তি চট্টোপাধ্যায় মাছরাঙা পাখির বিচিত্র বর্ণ দেখে মুগ্ধ হয়েছিলেন। কল্পনার দৃষ্টিতে কবি মাছরাঙা পাখির গাত্রবর্ণে সূর্যের বিচিত্র বর্ণচ্ছটার হদিশ পেয়েছিলেন। সেই দৃশ্য উপভোগ করে আনন্দে আত্মহারা হয়েছিল।


শংকর সেনাপতি প্রশ্নের উত্তর দেখুন