class vi math 4 chapter solution /ক্লাস সিক্স আমার গণিত কষে দেখি-4 সমাধান - Online story

Tuesday, 27 December 2022

class vi math 4 chapter solution /ক্লাস সিক্স আমার গণিত কষে দেখি-4 সমাধান

 


কষে দেখি 1.2 দেখুন

ক্লাস সিক্স
আমার গণিত
কষে দেখি-4

রোমান সংখ্যা লেখার নিয়ম সহজে শিখে নাও

1. কখনোই পরপর চারটি সংখ্যা ব্যবহার হবে না
I =1

V=5

X=10

L=50

C=100

D=500

M=1000

দ্বিতীয় নিয়ম বড় সংখ্যা থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ হবে ।
মনে করো 10 (X) থেকে 1 (I) বিয়োগ হবে।

50 (L) থেকে 10(X) বিয়োগ হবে।
 কখনোই 1 ( I )  বিয়োগ হবে না ।
আবার  100 (C) থেকে L (50) বিয়োগ হবে।
কখনোই 100 (C) থেকে 10(X) বিয়োগ হবে না
উপরে যেগুলি পর পর দেওয়া আছে সেগুলি আগে আগে বিয়োগ হবে। যেটি  য়ার আগে আছে । সেই সংখ্যাটি বিয়োগ হবে অর্থাৎ বড় সংখ্যা বাঁয়ে ছোট সংখ্যাটা বসবে ।
দেখে নাও

 

1. নীচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি!
উত্তর-

(a) 7 = VIl.  (5+1+1)=7

(b) 9 = IX   (10–1)=9

(c) 14 = XIV   (10+4)=14

(d)25 =XXV.  (10+10+5)=25
 
(f)36 = XXVI. (10+10+6)=36

(f) 54 =LIV.  (50+5)=55

(g) 65= LXV.  (50+10+5)=65

(h) 89 = LXXXIX.
 (50+10+10+10+9)=89

(i) 90 = XC.  (100–10)=90

(j) 98=XCVIII (100–10+8)=98

2. নীচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু-আরবিক সংখ্যায় লিখি :


উ: (a)
 IX = 9 (10–1)=9

VIll= 8. (5+1+1+1)=8

VII - 7   (5+1+1)=7

IV= 4.  (5–1)=4

VI = 6.   (5+1)=6

(b)
XXX = 30 (10+10+10)=30

XXXIX = 39. (10+10+10+9)=39

XL = 40. (50–10)=40

XLIX = 49. (50–10×9)=49

XLI = 41 (50-10+1)=41


(c)
 LV =55.   (50+5)=55

LIX = 59.  (50+9)=59

LX = 60.    (50+10)=60

XC = 90.    (100–10)=90

XCV=95.   (100–10+5)=95





(d)
 XXVI = 26.  (10+10+6)=26

XI = 11   (10+1)=11

XXXVI =36   (10+10+10+6)=36

 XLV = 45.  (50–10+5)=45

LXXV = 75. 50+10+10+5)=75










3. কোন্‌টি ঠিক খুঁজি :

উ:
       40
    /.     \
XL.    XXXX
চারটি একই সংখ্যা হয় না।
11.       40.  
(ঠিক)50–10 = 40

       49
      /.   \
   IL.      XLIX
ঠিক 50-10+9 =49 (ঠিক)
   কোন
 সংখ্যা
হবে না।




            90
           /.  \
 LXXXX.     XC
(100–10) = 90 (ঠিক)

চারটি একই সংখ্যা হয় না।




4. < , = , > চিহ্ন বসাই :


(a) 5 [> ] IV.
    5.  [ > ] 4.    (5-1)=4

 (b) XIV [ = ] 14,
      14 [ = ]14
 (10+4)=14



 (c) XIX [ < ] XXI,

        19 [ < ] 21
(10+9)=19.     (10+10+1)=21


 (d) LXXVI [ > ] LXXIV
           76. [ >. ].   74
(50+10+10+6)=75.
 (50+10+10+4)=74



একশত পর্যন্ত রোমান সংখ্যা দেখুন