নবম শ্রেণী জীবন বিজ্ঞান 2 অধ্যায় অনুশীলন প্রশ্ন উত্তর(জীবন সংগঠনের স্তর)
প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন এই লিংকে ক্লিক করুন
নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
2 অধ্যায় (জীবন সংগঠনের স্তর)
অনুশীলন প্রশ্নের উত্তর
A.বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :(প্রশ্নমান 1)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
1 শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
(A) 3:1
(B) 2:1
(C) 1 : 1
(D) 4:1
উঃ-(B) 2:1
2 এনার্জি কারেন্সি বা শক্তিমুদ্রা বলে—
(A) GTP-কে
(B) CTP-কে
(C) ATP-কে
(D) NADP-কে
উঃ- (C) ATP-কে
এখানে ক্লিক করে প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন।
(3) কোশপর্দায় উপস্থিত লিপিডটি হল---
(A) ফসফোলিপিড
(B) সালফোলিপিড
(C) ফসফোপ্রোটিন
(D) মিউকোলিপিড
উঃ-(A) ফসফোলিপিড
(4) ভিটামিন A-র অভাবজনিত রোগটি হল---
(A) রাতকানা
(B) জেরপথ্যালমিয়া
(C) ফ্রিনোডার্মা
(D) সবকটি
উঃ-(A) রাতকানা
5 ভিটামিন C-র রাসায়নিক নাম হল-
(A) রেটিনল
(B) টোকোফেরল
(C) অ্যাসকরবিক অ্যাসিড
(D) থিয়ামিন
উঃ-(C) অ্যাসকরবিক অ্যাসিড
6 .নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশটি হল –
(A) নিউক্লিওলাস
(B) নিউক্লিওয়েড
(C) নিউক্লিন
(C) নিউক্লিওপ্লাজম
উঃ-(A) নিউক্লিওলাস
7 ) কোশ-অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায়—
(A) রাইবোজোমে
(B) মেসোজোমে}
(C) প্লাসটিডতে
(D) মাইটোকনড্রিয়াতে
উঃ-(D) মাইটোকনড্রিয়াতে
8 ) বেমতস্তু গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণুটি হল—
(A) সেন্ট্রোজোম
(B) ক্রোমোজোম
(C) রাইবোজোম
(D) লাইসোজোম
উঃ-(A) সেন্ট্রোজোম
9 পার্শ্বস্থ ভাজক কলা হল---
(A) ক্যাম্বিয়াম
(B) কর্ক-ক্যাম্বিয়াম
(C) A ও B উভয়ই
(D) কোনোটিই নয়
উঃ-(C) A ও B উভয়ই
10 জাইলেমের সজীব উপাদানটি হল –
(A) ট্রাকিড
(B) ট্রাকিয়া বা ভেসেল
(C) জাইলেম প্যারেনকাইমা
(D) জাইলেম তন্তু।
উঃ-(C) জাইলেম প্যারেনকাইমা
11 কোন্ যোগকলায় রক্ত সরবরাহ থাকে না?
(A) অস্থি
(B) তরুণাস্থি
(C) এরিওলার কলা
(D) ঘন যোগকলা
উঃ-(B) তরুণাস্থি
12 মানুষের ত্বকের বাইরের স্তরটি হল—
(A) ডারমিস
(B) এপিডারমিস
(C) হাইপোডারমিস
(D) এক্সোডারমিস
উঃ-(B) এপিডারমিস
13 পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায়—
(A) 1.5 Kg
(B) 2.5 Kg
(C) 0.5 kg
(D) 3 kg
উঃ-(A) 1.5 Kg
(14) মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে-
(A) মস্তিষ্ক
(B) সুষুম্নাকাণ্ড
(C) অগ্ন্যাশয়
(D) প্লিহা
উঃ-(B) সুষুম্নাকাণ্ড
15 মানবদেহের কোন্ অঙ্গে গ্রাফিয়ান ফলিক্ল দেখা যায়?
(A) শুক্রাশয়
(B) ডিম্বাশয়
(C) অগ্ন্যাশয়
(D) মস্তিষ্ক
উঃ-(B) ডিম্বাশয়
16 সেন্ট্রোজোম ক-টি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
উঃ-÷A) দুটি
17. DNAঅণুর গঠনগত উপাদান হিসেবে যে শর্করাটি বর্তমান,টি সেটি হল –
(A) রাইবোজ শর্করা
(B) ডি-অক্সিরাইবোজ শর্করা
(C) ফ্রুকটোজ
(D) গ্লুকোজ
উঃ-(B) ডি-অক্সিরাইবোজ শর্করা
(18) সাইটোপ্লাজমের ধাত্র অংশকে বলা হয় –
(A) টোনোপ্লাজম
(B) এক্টোপ্লাজম
(C) এন্ডোপ্লাজম
(D) হায়ালোপ্লাজম
উঃ-(B) এক্টোপ্লাজম
(19) উদ্ভিদদেহ গঠনকারী কোশগুলির মৃত কোশপ্রাচীর এবং সন্নিহিত কোশগুলির অন্তর্বর্তী কোশান্তর রন্ধ্রকে একত্রে বলা হয়—
(A) প্লাজমোপ্লাস্ট
(B) প্রোটোপ্লাস্ট
(C) অ্যাপোপ্লাস্ট
(D) কোনোটিই নয়
উঃ-(A) প্লাজমোপ্লাস্ট
(20) মানব খাদ্যে উপস্থিত কোন্ উপাদানটির পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ করে না?
(A) ফ্রুক্টোজ
(B) ফ্যাট
(C) সেলুলোজ
(D) কার্বোহাইড্রেট
উঃ-C) সেলুলোজ
(B) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :
1) দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো।
উঃ- লিনোলেইক অ্যাসিড,লিনোলেনিক অ্যাসিড,
2) নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত?
উঃ- পেন্টোজ শর্করা (ডি-অক্সিরাইবোজ বা রাইবোজ),নাইট্রোজেনঘটিত ক্ষার (অ্যাডেনিন/গুয়ানিন/থাইমিন/সাইটোসিন/ইউরাসিল) এবং ফসফেট গ্রুপ বা ফসফোরিক অ্যাসিডের সমন্বয়ে
নিউক্লিওটাইড গঠিত হয়।
3) প্রাণীদেহে কার্বোহাইড্রেট কীরূপে সঞ্চিত থাকে?
উঃ- গ্লুকোজ গ্রুপে সঞ্চিত থাকে।
4 )লিপিড কীসে দ্রবীভূত হয়?
উঃ- ইথার , বেনজিন বা ক্লোফরর্মে দ্রবীভূত হয়।
5 মানবদেহে লোহার অভাবজনিত রোগটি উল্লেখ করো।
উঃ- রক্ত অল্পতা।
6 কোশপর্দার ফুইড মোজাইক মডেল কারা প্রবর্তন করেন?
উঃ-সিঙ্গার ও নিকলসন ১৯৭২ সালে কোশপর্দার ফুইড মোজাইক মডেল প্রবর্তন করেন।
7. নিউক্লিয়াসের কোন্ অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?
উঃ- নিউক্লিয় জালিকা থেকে নিউক্লিয়াসের ক্রোমোজোম সৃষ্টি হয়।
8.বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
উঃ-বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে বলে এরেনকাইমা।
9 নিউরোনের বড়ো প্রবর্ধকটির নাম কী?
উঃ-নিউরোনের বড়ো প্রবর্ধকটির নাম অ্যক্সন।
10 )কোন্ কলায় ইনটারক্যালেটেড
ডিসক্ দেখা যায়?
উঃ- পেশি কলায় কলায় ইনটারক্যালেটেড
ডিসক্ দেখা যায়।
I1. একটি মিশ্রগ্রন্থির নাম লেখো।
উঃ-একটি মিশ্রগ্রন্থির নাম অগ্নাশয় গ্রন্থি।
12 ) মানুষের প্লিহার ওজন কত?
উঃ-মানুষের প্লিহার ওজন প্রায় 150 g ।
13 ) কোন্ কোশ অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে?
উঃ- রাইবোজোম অঙ্গনু কে প্রোটিন ফ্যাক্টরি বলে।
14 ) দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো।
উঃ-দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম
ভিটামিন A , ভিটামিন D , ভিটামিন E, ভিটামিন K.
(15) ORS-র পুরো নাম কী?
উঃ-ORS-র পুরো নাম "ওরাল রিহাইড্রশন সলিউশন'।
(C) বিসদৃশ শব্দটি বেছে লেখো :
(a) সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পলিস্যাকারাইড
উঃ-পলিস্যাকারাইড
(কারণ,সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলি সরল শর্করা আর পলিস্যাকারাইড হইল জটিল শর্করা।)
(b) কোশপ্রাচীর, ক্লোরোপ্লাসটিড, লাইসোজোম,লিউকোপ্লাসটিড
উঃ- লাইসোজোম
(কারণ কোষ প্রাচীর লিউকোপ্লাস্টিড ও ক্লোরোপ্লাসটিড এগুলি উদ্ভিদের অঙ্গানু আর লাইসোজোম প্রাণী কোষের অঙ্গাণু
(c) প্যারেনকাইমা, জাইলেম,
কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা
উঃ-জাইলেম
(কারণ,প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো সরল স্থায়ী কলা আর জাইলেম হইলো জটিল স্থায়ী কলা।)
(d) ভিটামিন C, ভিটামিন-D, ভিটামিন-E, ভিটামিন-K
উঃ-ভিটামিন C,
(কারণ, ভিটামিন-D, ভিটামিন-E, ভিটামিন-K এইগুলি খ্যাটে দ্রবণীয় আর,ভিটামিন C, জলে দ্রবণীয়।)
(e) ফসফোলিপিড ,গ্লাইকোক্যালিক্স, প্লাজমোডেসমাটা, প্রোটিন।
উঃ-প্লাজমোডেসমাটা
(কারণ,ফসফোলিপিড,গ্লাইকোক্যালিক্স, প্লাজমোডেসমাটা, প্রোটিন এগুলি কোষ পর্দা গঠনের সাহায্যকারী হিসাবে কাজে লাগে
আর,প্লাজমোডেসমাটা কোষ প্রাচীর গঠনের সাহায্যকারী হিসেবে কাজে লাগে।)
(C) নীচেসম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(a) গলগি বস্তু : ক্ষরণ :: মাইটোকনড্রিয়া :
উঃ-
(b) ATP : এনার্জি কারেন্সি :: মাইটোকনড্রিয়া
উঃ-
(c) হিমোগ্লোবিন : লোহা :: হিমোসায়ানিন :
উঃ-
(d) ভিটামিন-D : ক্যালসিফেরল ::
ভিটামিন-C :
18 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি
বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :
(a) অ্যাডেনিন, গুয়ানিন, নাইট্রোজেনঘটিত ক্ষার, সাইটোসিন
উঃ-অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন
(b) মিথিয়োনিন, ভ্যালিন, লাইসিন, লিউমিন।
উঃ-ভ্যালিন, লাইসিন, লিউমিন।
(c) থিয়ামিন, রাইবোফ্লোভিন, ভিটামিন B কমপ্লেক্স,পাইরিডক্সিন
উঃ-থিয়ামিন, রাইবোফ্লোভিন, পাইরিডক্সিন
(d) স্ট্রোমা, গ্রানা, ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড
উঃ- স্ট্রোমা, গ্রানা, ক্লোরোপ্লাস্ট,
1.