নবম শ্রেণী ইতিহাস ফরাসি বিপ্লব প্রথম অধ্যায় - Online story

Thursday 19 January 2023

নবম শ্রেণী ইতিহাস ফরাসি বিপ্লব প্রথম অধ্যায়

 



ফরাসি বিপ্লবের ঘটনা ক্রমের সময় সারণি


১৭৮৮ খ্রি. ৭ জুন—অভিজাতদের বিদ্রোহের টালির দিন।


১৭৮৯ খ্রি. ৫ মে—৯ জুলাই বুর্জোয়া বিপ্লব
৫ মে—এস্টেট জেনারেল অধিবেশনের সূচনা।
২০ জুন—টেনিস কোর্টের শপথ।
৯ জুলাই—জাতীয় সভা থেকে সংবিধান
সভায় রূপান্তর।
১৪ জুলাই–বাস্তিল দুর্গের পতন।
৪ আগস্ট—সামন্ততান্ত্রিক
অবসান ঘোষণা |
অধিকারের


১৭৮৯-১৭৯১ খ্রি. সংবিধান সভা কর্তৃক
সংবিধান রচনা ।
২৬ আগস্ট—মানুষ ও নাগরিক অধিকারের
ঘোষণা।


১৭৯১ খ্রি. ৩ সেপ্টেম্বর—নতুন সংবিধান প্রবর্তন।
২-৭ সেপ্টেম্বর—সেপ্টেম্বরের হত্যাকাণ্ড।


১৭৯২ খ্রি. ২২ সেপ্টেম্বর রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্র স্থাপন।


২০ সেপ্টেম্বর—জাতিসভা বা ন্যাশনাল
কনভেনশন গঠন।


১৭৯৩খ্রি. ২১ জানুয়ারি—ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড।
৬ এপ্রিল—গণনিরাপত্তা কমিটির শপথ
২ জুন—২ জুনের বিপ্লব ব্রিসো ও অন্যান্য
জিরোন্ডিন গ্রেপ্তার।
১৭ সেপ্টেম্বর—সন্দেহজনক ব্যক্তির আইন
পাস।


১৭৯৪ খ্রি. ৫ এপ্রিল—দাঁতোপন্থীরা গিলোটিনে হত্যা।
২৮ জুলাই—রোবসপিয়েরের গিলোটিনে হত্যা।
২৭ জুলাই, ১৭৯৪ খ্রি.—অক্টোবর, ১৭৯৫
খ্রি. থার্মিডরের প্রতিক্রিয়া।


১৭৯৫-১৭৯৯ খ্রি. ডাইরেক্টরি শাসনকাল


১৭৯৮ খ্রি. ১৭৯৮-১৮০২ খ্রি. ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিশন।