নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর (জীবন ও তার বৈচিত্র) প্রান্তিক - Online story

Sunday, 29 January 2023

নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর (জীবন ও তার বৈচিত্র) প্রান্তিক

 

ভৌত


ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন

  নবম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন

নবম শ্রেণী

 জীবন বিজ্ঞান 

প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর 

জীবন ও তার বৈচিত্র
দুই অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


1 জীবের কোন্ বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে?
(A) উত্তেজিতা
(B) শ্বসন
(C) বিপাক
 (D) গমন

উঃ-(B) শ্বসন


(2) প্রাণের প্রথম আবির্ভাব ঘটে—

(A) বায়ুতে
(B) মাটিতে
(C) জলে
(D) শিলায়

উঃ-(C) জলে


 (3) প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা হল—

(A) অরনিথোলজি
(B) এন্টোমোলজি
(C) সেরিকালচার
(D) হারপেটোলজি

উঃ-(C) সেরিকালচার
(এই শাখায় রেশম মথ প্রতিপালন ,রেশম চাষ, রেশম সুতো নিষ্কাশন করা হয়।)


(4) বায়োলজি ও ইলেকট্রনিক্সের সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল –
 (A) সাইবারনেটিক্স
(B) বায়োনিক্স
 (C) বায়োমেট্রি
(D) বায়োফিজিক্স

উঃ-(B) বায়োনিক্স

(5) ট্যাক্সোনমি বা শ্রেণিবদ্ধবিদ্যার জনক হলেন—
(A) ক্যারোলাস লিনিয়াস
(B) বেনথাম ও হুকার হন
(C) হাচিনসন
 (D) ক্যানডোলি

উঃ-(A) ক্যারোলাস লিনিয়াস

(6) হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল—
(A) বর্গ
(B) গোত্র
 (C) পর্ব
 (D) প্রজাতি

উঃ- (D) প্রজাতি


(7) মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হল –
(A) ব্যাকটেরিয়া
 (B) সায়ানোব্যাকটেরিয়া
(C) প্রোটিস্টা
(D) ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া

উঃ-(D) ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া

দুই অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন
(8)উভচর উদ্ভিদ বলা যায়—

(A) ফার্ন গোষ্ঠীকে
 (B) মস গোষ্ঠীকে
(C) শ্যাওলাকে
 (D) ছত্রাককে

উঃ-(B) মস গোষ্ঠীকে

(9) কোন্‌প্রাণী পর্বে অসটিয়া
ও অসকিউলাম দেখা যায়?

 (A) পরিফেরা
(B) নিডেরিয়া
(C) টিনোফোরা
(D) মোলাস্কা

উঃ-(A) পরিফেরা

(10) কোন্ শ্রেণির প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়?

(A) রেপ্টিলিয়া
(B) ম্যামেলিয়া
 (C) অ্যানেলিডা
(D) অ্যাম্ফিবিয়া

উঃ-(B) ম্যামেলিয়া


(11) বায়োলজি (Biology) শব্দটি প্রথম প্রণয়ন করেন—
(A) ডারউইন
 (B) লিনিয়াস
 (C) জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।
(D) হুইটেকার

উঃ-(C) জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।


(12) ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট
ও প্রোটোজোয়া যে পর্বের অন্তর্গত সেটি হল-

(A) মোনেরা
 (B) প্রোটিস্টা
(C) ছত্রাক
 (D) প্ল্যান্টি

উঃ-(B) প্রোটিস্টা

(13) হিমোসিল (রক্তপূর্ণ দেহগহ্বর) দেখা যায় যে পর্বে সেটি হল—

(A) আর্থ্রোপোডা
 (B) পরিফেরা
(C) প্ল্যাটিহেলমিনথেস
(D) নিডেরিয়া

উঃ-(A) আর্থ্রোপোডা


(14 )‘গরম তরল স্যুপ' (Hot dilute Soup) কথাটির প্রবর্তক হলেন—
(A) সিডনি ফক্স
(B) হ্যালডেন
(C) ওপারিন
(D) ওপারিন ও হ্যালডেন

উঃ-(D) ওপারিন ও হ্যালডেন

(15) আমগাছের বর্গ (Order) হল-
(A) অ্যানাকার্ডিয়েসি
 (B) স্যাপিনডেলিস
(C) ল্যামিয়েসি
(D) প্ল্যান্টি

উঃ-(B) স্যাপিনডেলিস

(16) কম্বপ্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে সেটি হল—


(A) নিডেরিয়া
(B) টিনোফোরা
(C) মোলাস্কা
(D) আর্থ্রোপোডো

উঃ-(B) টিনোফোরা

(17) উদ্ভিদবিদ্যার জনক হলেন—
(A) লিনিয়াস
(B) অ্যারিস্টটল
(C) থিওফ্রাসটাস
(D) ল্যামার্ক

উঃ-(C) থিওফ্রাসটাস

(18 )চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিঃশ্রেণিটি হল –
(A) অ্যাগনাথা
(B) ন্যাথোস্টোমাটা
(C) অসটিথিস
(D) কনড্রিক্‌থিস

উঃ-(A) অ্যাগনাথা

(19 )জীববৈচিত্র্য বা Biodiversity
কথাটি প্রথম ব্যবহার করেন—

(A) লিনিয়াস
(B) হ্যালডেন
(C) ওয়ালটার রোজেন
(D) ওপারিন

উঃ-(C) ওয়ালটার রোজেন


 (20 ) তারামাছের গমন ও খাদ্যগ্রহণে সাহায্য করে—
(A) টিউবফিট
(B) অ্যাম্বুল্যাক্ৰা
(C) ম্যাডিপোরাইট
(D) প্যালিয়াম।

উঃ-(A) টিউবফিট

B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 1
-
 একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :

(1) জীববিদ্যার প্রধান শাখা দুটি কী কী?

উঃ-জীববিদ্যার প্রধান শাখা দুটি হইল প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যা‌


(2) উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম লেখো।
উঃ-( i)অরনিথোলজি (ii) সেমিকালচার


 (3) প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?

উঃ- আচরণ বিদ্যা

(4) ধানের দুটি উন্নত জাতের নাম লেখো।

উঃ-ধানের দুটি উন্নত জাতের নাম জয়া ,রত্না।


(5)  দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো।

উঃ- (i) ট্রান্সজেনিকমাইস,(ii) টম‍্যাটো


(6) কী পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয়?
উঃ- গণ এবং প্রজাতি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয়।


(7) লিনিয়াস হায়ারার্কিতে ক-টি স্তর আছে?

উঃ-লিনিয়াস হায়ারার্কিতে আটটি স্তর আছে।


(8) পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের কোন্ রাজ্যটির অন্তর্গত সকল জীবরা এককোশী ইউক্যারিটস্?
উঃ- প্রোটিস্টা


(9)  কোন্ রাজ্যের অন্তর্গত জীবের দেহে অণুসূত্র দেখা যায়?

উঃ- ছত্রাক রাজ্যের অন্তর্গত জীবের দেহে অণুসূত্র দেখা যায়।

(10)  ব্যালানোগ্লসাসের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উঃ- এদের অনেকগুলি গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।

11 কোন্ শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত?

উঃ- অস্টিক্ থিস শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত।।


12 ক্যানসার রোগ সংক্রান্ত বিদ্যাকে কী বলে?

উঃ-ক্যানসার রোগ সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলে।


13 উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে?

উঃ-উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাসটাস।

(14) ICBN-র পুরো নাম কী?

উঃ- ICBN পুরো নাম (ইন্টারন্যাশনাল কোড অফ বোটানি নোমেনক্লেচার) 

এবং ICZN পুরো নাম (ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার)

 (15) কোন্ প্রাণীগোষ্ঠীতে (পর্বে) কম্বপ্লেট বা চিরুনি প্লেট থাকে?

উঃ-টিনোফোরা প্রাণীগোষ্ঠীতে (পর্বে) কম্বপ্লেট বা চিরুনি প্লেট থাকে।

(16) আরশোলার বহিঃকঙ্কাল কী
দ্বারা নির্মিত?


উঃ-আরশোলার বহিঃকঙ্কাল কাইটিন
দ্বারা নির্মিত।

(17)  কোন্ পর্বে নোটোকর্ড ও নার্ভকর্ড থাকে?
উঃ- কর্ডাটা পর্বে।

(18 ) চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো।

উঃ- ল‍্যামপ্রে বা হ‍্যাগফিস।

(19) কোন্ উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে?

উঃ- ফার্ণ বা টেরিডোফাইটিস্



(20) বিসদৃশ শব্দটি বেছে লেখো :

(a) জনন, উত্তেজিতা, ছন্দবদ্ধতা, মিথোজীবীতা

উঃ-মিথোজীবীতা
(কারন, জনন, উত্তেজিতা, ছন্দবদ্ধতা, এগুলি জীবের বৈশিষ্ট্য।)

(b) কোয়াসারভেট, প্রোটিনয়েড, মাইক্রোস্ফিয়ার,লিথোস্ফিয়ার
উঃ-লিথোস্ফিয়ার

কারণ ,কোয়াসারভেট, প্রোটিনয়েড, মাইক্রোস্ফিয়ার, এইগুলি জীব সৃষ্টিতে ভূমিকা আছে।

(c) গণ, প্রজাতি, বর্গ, মানুষ

উঃ-মানুষ
(কারণ ,গণ, প্রজাতি, বর্গ এগুলি ট্যাক্সোনমিক ক্যাটাগরির পর্ব।)

(d) প্ল্যান্টি, মোনেরা, অ্যানিমোলিয়া, ফাংগি

উঃ-অ্যানিমোলিয়া
(কারণ ,প্ল্যান্টি, মোনেরা, , ফাংগি এগুলি জীবজগতের শ্রেণীবিন্যাসে অংশ)

(e)অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা,ম্যামেলিয়া।
উঃ-ম্যামেলিয়া

(কারণ,অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা,এগুলি প্রাণীজগতের শ্রেণীবিন্যাসে অংশ)



 21 নীচে সম্পর্ক যুক্ত শব্দজোড়
দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে
দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(a) কোয়াসারভেট : ওপারিন :: ফক্স :
উঃ মাইক্রোস্ফিয়ার

(b) DNA : ডি-অক্সিরাইবোজ : RNA :


উঃ-শর্করা রাইবোজ

(c) বায়োলজি : ল্যামার্ক : : বায়োডাইভারসিটি :
উঃ- ওয়াল্টার ওজন

(d) অরনিথোলজি : পক্ষীসম্পর্কিত বিজ্ঞান
: : এন্টোমোলজি :

উঃ- পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান


 

 

বাকি প্রশ্নের উত্তরগুলি পরের পর্বে দেখো


দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন