wbbse class 7 math 2 chapter - Online story

Tuesday, 17 January 2023

wbbse class 7 math 2 chapter

 

সপ্তম শ্রেণীর গণিত প্রভা
কষে দেখি – 2.1

নিজে করি  ৩.২ দেখুন

1.1 কিগ্রা. চালের দাম =40 টাকা।
। কিগ্রা ডালের দাম = 100 টাকা
.:. চালের ও ডালের দামের অনুপাত
চাল।  :  ডাল
= 40 : 100
= 4 : 10 [10 দিয়ে উভয় পদকে ভাগ]
= 2 : 5 [2 দিয়ে উভয় পদকে ভাগ [


2. /_  BAC  : /_ ACB ,: /_ABC
         60°.  :.      50°  :.     70°
            6.    :.      5.   :.    7


3. 1টি পেনসিলের দাম 3 টাকা =300 পয়স সা
1টি লজেন্সের দাম = 50 পয়সা
-
.পেনসিল(১টি)   : লজেন্স (১টি)

    300             ;       50
     30        ;             5
     6          ;             1



4. আধুলি = 50 পয়সা
একটি এক টাকা =100 পয়সা
=
একটি দু-টাকার মুদ্রা= 200 পয়সা
:.  আধুলি :  এক টাকা :  দু-টাকা
        50    ;       100   :   200
=       5       ;      10     ;    20
         1        ;      2      ;     4

5. উমার বয়স 12 বছর 6 মাস
     = (12 × 12 + 6) মাস =150 মাস
রাতুলের বয়স 12 বছর 4 মা
= (12 × 12 + 4) 148 মাস

নুরজাহানের বয়স+12 বছর
=(12×12 মাস) =144মাস

.. তাদের তিনজনের বয়সের অনুপাত
উমা ; রাতুল ; নুরজাহান
= 150 148 : 144
=85  ;  74 ;  72


6. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত
=
= 45°: 45°: 90°
=  5  ;   5   ;  10
  = 1  ;  1   :   2

7. সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত
60°: 60°: 60°
= 6  ;  6   ;  6
=  1  ;  1  ;   1



৪. পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7: 9
পুলকবাবুর বয়স।       7
  ----------------------   = -----
মানিকবাবুর বয়স       9

পুলকবাবুর বয়স।       7
  ----------------------   = -----
          72                    9

                                  7
বা, পুলকবাবুর বয়স = ---- × 72
                                   9
বা, পুলকবাবুর বয়স 7× 8 = 56

উঃ। পুলকবাবুর বয়স 56 বছর।


9. দুটি বইয়ের দামের অনুপাত 2 : 5

প্রথম বইটির দাম       2
---------------------   =  -----
দ্বিতীয় বইটির দাম।    5
       32.20                2
---------------------   =  -----
দ্বিতীয় বইটির দাম।    5

                                       5
বা দ্বিতীয় বইটির দাম,  = ---- × 32 20
                                       2
বা, পুলকবাবুর বয়স 5×16.10 = 80.50

উঃ। দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা।


10. বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস = 22 : 7
বৃত্তের পরিধি      22
-------  ----  = ------
বৃত্তের ব্যাস         7
এখন, যে বৃত্তের ব্যাস = 2 মিটার 1 ডেসিমি. = 21 ডেসিমি
বৃত্তের পরিধি      22
-------------  = ------
   21 ডেসিমি      7

                        22
বৃত্তের পরিধি= ----- × 21-ডেসিমি
                        7
:: বৃত্তের পরিধি = 22×3 =66 ডেসিমি


= 6 মি. 6 ডেসিমি


11. সপ্তম শ্রেণিতে
 150 জনের মধ্যে নাম দিয়েছে 90 জন
                                               90
1  জনের মধ্যে নাম দিয়েছে  ------ জন
                                              150

                                           90 ×100
100 জনের মধ্যে নাম দিয়েছে  ------  জন
                                               150
  = 60 জন

ষষ্ঠ শ্রেণিতে
140 জনের মধ্যে নাম দিয়েছে 80 জন।

                                             80
1  জনের মধ্যে নাম দিয়েছে  ------ জন
                                            140

                                             80×100
100 জনের মধ্যে নাম দিয়েছে  ------  জন
                                                140
   
   400
= ------ জন ।
     7

 সপ্তম শ্রেণির : ষষ্ঠ শ্রেণির
                           400
=   60           ;     ------
                              7
    60 ×7               400×1
=   -----         ;         ------
     1 × 7                  7×1
      
এখানে দুটি ভগ্নাংশের হর গুলিকে মিল করা হলো। কারণ হওয়ার লুপ্ত করিতে হইবে
জন

   420                    400
=   -----         ;     ------
     7             -        7

= 420  ; 400
=   42  ; 40
 =   21  ;  20

উঃ। সপ্তম শ্রেণিতে প্রতিযোগী বেশি।


12. দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং
সংখ্যা দুটির গ.সা.গু. 13 হলে সংখ্যা
দুটি কী কী?

উঃ। দুটি সংখ্যার অনুপাত = 5:7
দুটি সংখ্যার গ.সা.গু. = 13
একটি সংখ্যা = 13 × 5 = 65 এবং
অপর সংখ্যাটি = 13 × 7 = 91
: সংখ্যা দুটি হলো 65, 91