সপ্তম শ্রেণী গণিত নিজে করি 3.5 - Online story

Friday 17 February 2023

সপ্তম শ্রেণী গণিত নিজে করি 3.5



🎂 সপ্তম শ্রেণীর গণিত

নিজে করি-3.5
কষে দেখি 3
1) সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে। 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি।


গণিতের ভাষায় সমস্যাটি হলো-
খাতার সংখ্যা (টি)        খাতার দাম (টাকা)
        2                                14
        7                                 ?




খাতার সংখ্যা বাড়লে দাম বাড়ে। আবার খাতার সংখ্যা কমলে দামও কমে।
:. খাতার সংখ্যার সঙ্গে খাতার দাম সরল সমানুপাতে আছে।
2  :. 7  ::. 14 : x  

প্রথম পদ×চতুর্থ পদ =দ্বিতীয় পদ× তৃতীয় পদ

2x =2×14
             7×14
বা, x = ---------
                2
=49



উঃ। 7টি খাতা সে 49 টাকায় কিনবে।



2. একটি জিপগাড়ি 320 কিমি. দূরত্ব যায় ৪ ঘণ্টায়। সমবেগে চললে ওই জিপগাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘণ্টায় যাবে হিসাব করি।


গণিতের ভাষায় সমস্যাটি হলো-
দূরত্ব (কিমি).               সময় (ঘণ্টা)
320                               8
120                               x
সমবেগে চললে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে।আবার দূরত্ব কমলে সময়ও কম লাগে।


... দূরত্বের সঙ্গে সময় সরল সমানুপাতে আছে,
:: 320: 120 ::8: x
প্রথম পদ×চতুর্থ পদ =দ্বিতীয় পদ× তৃতীয় পদ

320x =120× 8
             120× 8
বা, x = -------------
               320
=3



উঃ। ওই জিপগাড়িটি 120 কিমি দূরত্ব 3 ঘণ্টায় যাবে।




3 . 6 কিগ্রা স্টেনসেল স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিয়া স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা. ক্রোমিয়াম লাগবে।.


. গণিতের ভাষায় সমস্যাটি হলো—
স্টেনলেস স্টিল (কি.গ্রা.) ক্রোমিয়াম (গ্রাম)
      6                                 720
    11                                  x
বেশি স্টেনলেস স্টিল তৈরি করতে বেশি ক্রোমিয়াম লাগে।আবার স্টেনলেস স্টিল কম তৈরি করতে ক্রোমিয়ামও কম লাগে
. স্টেনলেন স্টিলের পরিমাণের সঙ্গে ক্রোমিয়ামের পরিমাণ সরল সমানুপাতে আছে।
:. 6: 720 :: 11 : x

প্রথম পদ×চতুর্থ পদ =দ্বিতীয় পদ× তৃতীয় পদ

6x =720× 11
             720× 11
বা, x = -------------
               6
=1320

উঃ। 11 কিগ্রা. স্টেনলেস স্টিল তৈরি করতে 1320 গ্রাম. বা 1.32 কিগ্রা. ক্রোমিয়াম লাগবে।



4. .10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে।

গণিতের ভাষায় সমস্যাটি হলো-
শরবতের (লিটার).    সিরাপের  (লিটার)
      10                            3
       5                               x
বেশি শরবতে বেশি সিরাপ আছে। আবার কম শরবতের মধ্যে সিরাপ কম আছে।
. শরবতের সঙ্গে সিরাপ সরল সমানুপাতে আছে।
.. 10 : 5 :: 3 :x

প্রথম পদ×চতুর্থ পদ =দ্বিতীয় পদ× তৃতীয় পদ

10x = 5 × 3
            5 × 3
বা, x = -------------
                10
=1.5

উঃ। 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে।



5. আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি।
সমানুপাতে অন্যরকম সম্পর্ক খুঁজি :



যদি 10 কিলো ডালের দাম 400 টাকা হয়, তবে 20 কিলো ডালের দাম কত হবে হিসাব করি।
উঃ। গণিতের ভাষায় সমস্যাটি হলো-
ডালের পরিমাণ (কিলো) ডালের দাম (টাকা)
   10                                        400
   20                                        x
ডালের পরিমাণ বাড়লে দামও বাড়ে। আবার ডালের পরিমাণ কমলে দামও কমে।
: ডালের পরিমাণ ও ডালের দাম সরল সমানুপাতে আছে।



10: 20 :: 400 : x

প্রথম পদ×চতুর্থ পদ =দ্বিতীয় পদ× তৃতীয় পদ

10x = 20 × 40
            20 × 400
বা, x = -------------
                10
=800

উঃ। 20 কিলো ডালের দাম 800 টাকা।




পরের অংকের সমাধান গুলি দেখুন